পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
জোয়ারভাটার ফলাফল
জোয়ারভাটার সুবিধা—
(১) জোয়ারের জল নদী-খাতে ঢুকে এর বিস্তার ও গভীরতা বৃদ্ধি করে, ফলে নদী-বন্দরে জাহাজ চলাচলে সুবিধা হয়।
(২) জোয়ারের জলের প্রভাবে নদী-মোহানা পলিযুক্ত হয় এবং বদ্বীপ গঠনে বাধা পড়ে।
(৩) উন্নত দেশগুলোতে আজকাল জোয়ারের জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়।
(৪) ভাটার টানে নদী আবর্জনা ও পলিমুক্ত হয় (যেমন–ইংল্যান্ডের টেমস নদী)।
(৫) জোয়ারের ফলে নদীর জল-মাত্রা বৃদ্ধি পায় এবং নৌ-চলাচলে সুবিধা হয়।
জোয়ারভাটার অসুবিধা—
(১) জোয়ারের ফলে নদীর মিষ্টি জল লবণাক্ত হয়ে যাওয়ায় তা পান করার ও সেচের কাজের অনুপযুক্ত হয়ে পড়ে।
(২) প্রবল জোয়ারের ফলে নদীতে বান আসলে তার ফলে নৌকাডুবি এবং জীবন হানির সম্ভাবনা থাকে।
(৩) জোয়ারের জল অনেক সময় নদী–মোহানার পলি তুলে নিয়ে দেশের অভ্যন্তরে নদীগর্ভে জমা করে নদীর গভীরতা কমিয়ে ফেলে (যেমন–হুগলি নদী)।
(৪) প্রবল জোয়ারের ফলে নদীতে যে জলস্ফীতি ঘটে তার ফলে অনেক সময় নদী-তীরের চাষ-আবাদ ও বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি হয়।
Comments
Post a Comment