Skip to main content

Posts

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers )

ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী?          যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়।  প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা-  (১) প্রাচীন প্রস্তরযুগ,  (২) মধ্য প্রস্তরযুগ,  (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ:   প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ:   মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ:   এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

Miscellaneous Q&A for WBCS Exam, Set 06 - সাধারণ বিজ্ঞান

Miscellaneous Q&A for WBCS Exam প্রশ্ন ১.  পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ? উত্তরঃ  শুক্র  প্রশ্ন ২.  উদ্ভিদের মূল স্ফীত হয় ও পাতা কুঁকড়ে যায় কিসের অভাবে ? উত্তরঃ  বোরন  প্রশ্ন ৩.  প্রোটিন অপুষ্টি জনিত রোগ কোনটি ? উত্তরঃ  কাওয়াশিয়রকর  প্রশ্ন ৪.  বায়ুমণ্ডলের কোন গ্যাস অতি বেগুনি রশ্মিকে শুষে নেই ? উত্তরঃ  ওজন  প্রশ্ন ৫.  আলবিউমিন থাকে কোন খাদ্যদ্রব্যে ? উত্তরঃ  ডিম্ 

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান, সেট ২৯

WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ নিচের কোনটি থাকার কারণে বারুদ দ্রুত জ্বলে ওঠে ? (a) চারকোল  (b) পটাশিয়াম নাইট্রেট  (c) বেরিয়াম  (d) সালফার  উত্তর : (d) প্রশ্ন ২ নামদফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ? (a) অসম  (b) রাজস্থান  (c) অরুণাচল প্রদেশ  (d) জম্মু ও কাশ্মীর  উত্তর : (c)

Miscellaneous Q&A for WBCS Exam, Set 05

Miscellaneous Q&A for WBCS Exam 🧿IAA হলো - প্রাকৃতিক অক্সিন।  🧿প্রখ্যাত কবি ও গীতিকার গুলজার এর আসল নাম - সম্পূরণ সিং কালরা।  🧿লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেন - আবদুল গফ্ফর খানকে।  🧿মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় - ১৯০৬ সালে। 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 04

Miscellaneous Q&A for WBCS Exam 🧿সংবাদপত্রের মুক্তিদাতারূপে পরিচিত ছিলেন - মেটকাফ।  🧿ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় - ১৯৫১ সালে।  🧿ভারতের EXIM ব্যাঙ্ক কাজ করে - ভারতের আমদানি রপ্তানির জন্য। 🧿বোম্বাই তে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় - ১৮৭৫ সালে। 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 03

Miscellaneous Q&A for WBCS Exam 🧿ভারতে নতুন কৃষি পদ্ধতির সূচনার দশক টি হলো - ১৯৬০ এর দশক।  🧿অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কিভাবে ভাগ করা যায় ? - প্রাথমিক, মাধ্যমিক, এবং  সেবাক্ষেত্র।  🧿কৃষক ভিত্তিক আবাদ বলতে বোঝায় - চাষী নিজেই জমির মালিক।  🧿NABARD প্রতিষ্ঠানটির কিসের সাথে জড়িত ? - গ্রামের উন্নয়ন। 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 02

Miscellaneous Q&A for WBCS Exam 🧿ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রথম মহিলা সভাপতি ছিলেন - অ্যানি বেসান্ত।  🧿নব্যবঙ্গের প্রধান উদ্যোক্তা ছিলেন - ডিরোজিও।  🧿মেন্ডেলিও দ্বিশঙ্কর জননের বহিরাঙ্গের অনুপাত - ৯ : ৩ : ৩ : ১।  🧿যে কৃষ্ণ লাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয় - রেগুর। 

Miscellaneous Q&A for WBCS Exam, Set 01

Miscellaneous Q&A for WBCS Exam 🧿আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল - ১ লা সেপ্টেম্বরে।   🧿জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল - ১৩ই এপ্রিল ১৯১৯। 🧿প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা - চার্লস ডারউইন।  🧿ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল - গঙ্গার নিন্ম প্রবাহের মাত্রা বৃদ্ধি।  🧿DNA এর একটি প্যাঁচের মাপ -  ৩৪ A 

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি (Various Glands of Animals), Part 03

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি   ১. অ্যাপোক্রাইন গ্রন্থি (Apocrine glands) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের ত্বকে। কাজ— স্তনগ্রন্থির মতো ক্ষরণ। ২. হার্ডারিয়ান গ্রন্থি (Harderian glands) অবস্থান— সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ীদের চক্ষুর ভিতর দিকে। কাজ— নিঃসৃত রস নিকটিটেটিং পর্দাকে সিক্ত রাখে এবং লুব্রিক্যান্ট রূপে কাজ করে। ৩. ব্রুনার বর্ণিত গ্রন্থি (Brunner's glands) অবস্থান— গিনিপিগ, খরগোশ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ডিওডিনামে। কাজ— মিউকাস ক্ষরণ করে।

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি (Various Glands of Animals), Part 02

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি  ১. যকৃৎ (Liver) অবস্থান— মেরুদণ্ডী প্রাণীদের উদরগহ্বরে। কাজ— পিত্তরস ক্ষরণ করা, বিভিন্ন বিপাক নিয়ন্ত্রণ করা, লোহিতকণিকা উৎপন্ন করা। ২. স্তনগ্রন্থি (Mammary glands) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের বক্ষ ও উদরে। কাজ— দুগ্ধ নিঃসরণ করা। ৩. সিবেসিয়াস গ্রন্থি (Sebacious glands) অবস্থান— স্তন্যপায়ীদের ত্বকে। কাজ— সিবাম ক্ষরণ করা। ৪. প্যারোটিড গ্রন্থি (Parotid glands) অবস্থান— মানুষ, গিনিপিগ, খরগোশের কর্ণমূলে অবস্থিত একপ্রকার লালাগ্রন্থি। কুনোব্যাঙের কর্ণপটহের পাশে অবস্থিত বিষাক্ত থলি বিশেষ। কাজ— লালা ক্ষরণ করা। ব্যাঙের ক্ষেত্রে বিষাক্ত পদার্থ ক্ষরণ করা। ৫. পেরিনিয়াল গ্রন্থি (Perineal glands) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের পেরিনিয়াল অঞ্চলে। কাজ— ক্ষরণ বিশেষ গন্ধ সৃষ্টি করে যৌন আকর্ষণ সৃষ্টি করে। ৬. অলফ্যাক্টরি গ্রন্থি (Olfactory glands) অবস্থান— স্তন্যপায়ীদের নাসিকা এপিথিলিয়ামে। কাজ— মিউকাস ক্ষরণ করা, নাসাপথকে সিক্ত ও পিচ্ছিল রাখা। ৭. লিম্ফ গ্ল্যান্ড বা লসিকাগ্রন্থি (Lymph glands) অবস্থান— মেরুদণ্ডী প্রাণীদের দেহের বিভিন্ন অংশে (প্লিহা ও টনসিল এই প্রকারের গ্...

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি (Various Glands of Animals), Part 01

প্রাণীদের বিভিন্ন গ্রন্থি  ১. ঘর্মগ্রন্থি (Sweat glands) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের, প্রধানত মানুষের ত্বকে অবস্থিত। কাজ— ঘর্ম নিঃসরণ করে দেহের তাপ নিয়ন্ত্রণ করা। ২. থাইমাস গ্রন্থি (Thymus gland) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের তথা মানুষের বক্ষগহ্বরে ট্রাকিয়ার নীচে অবস্থিত। কাজ— থাইমোসিন হরমোন নিঃসরণ করা। ৩. প্যারাথাইরয়েড গ্রন্থি (Parathyroid glands) অবস্থান— স্তন্যপায়ী প্রাণীদের থাইরয়েডের পৃষ্ঠদেশে অবস্থিত। কাজ— প্যারাথরমোন ক্ষরণ করা।