নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
প্রাণীদের বিভিন্ন গ্রন্থি
১. ঘর্মগ্রন্থি (Sweat glands)
অবস্থান—
স্তন্যপায়ী প্রাণীদের, প্রধানত মানুষের ত্বকে অবস্থিত।
কাজ—
ঘর্ম নিঃসরণ করে দেহের তাপ নিয়ন্ত্রণ করা।
২. থাইমাস গ্রন্থি (Thymus gland)
অবস্থান—
স্তন্যপায়ী প্রাণীদের তথা মানুষের বক্ষগহ্বরে ট্রাকিয়ার নীচে অবস্থিত।
কাজ—
থাইমোসিন হরমোন নিঃসরণ করা।
৩. প্যারাথাইরয়েড গ্রন্থি (Parathyroid glands)
অবস্থান—
স্তন্যপায়ী প্রাণীদের থাইরয়েডের পৃষ্ঠদেশে অবস্থিত।
কাজ—
৪. ডিম্বাশয় (জনন গ্রন্থি) (Ovary)
অবস্থান—
স্ত্রী মেরুদণ্ডী প্রাণীদের উদরগহ্বরে।
কাজ—
ডিম্বাণু সৃষ্টি করা ও নিঃসরণ করা।
৫. সাবলিঙ্গুয়াল গ্রন্থি (Sublingual glands)
অবস্থান—
স্তন্যপায়ী প্রাণীদের জিহ্বার নীচে অবস্থিত একপ্রকারের লালাগ্রন্থি।
কাজ—
লালা নিঃসরণ করা।
৬. শুক্রাশয় (জনন গ্রন্থি) (Testis)
অবস্থান—
পুরুষ স্তন্যপায়ী প্রাণীদের স্ক্রোটাম গহ্বরে, অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর উদরগহ্বরে।
কাজ—
শুক্রকীট উৎপন্ন করা ও নিঃসরণ করা।
৭. সাবম্যান্ডিবুলার গ্রন্থি (Submandibular glands)
অবস্থান—
স্তন্যপায়ী প্রাণীদের নিম্ন চোয়ালের মেঝেতে অবস্থিত একপ্রকার লালাগ্রন্থি।
কাজ—
লালা নিঃসরণ করা।
৮. আইলেটস্ অব্ ল্যাঙ্গারহ্যানস্ (Islets of Langerhans)
অবস্থান—
মেরুদণ্ডী প্রাণীদের অগ্ন্যাশয়ের মধ্যে অবস্থিত।
কাজ—
ইনসুলিন ও গ্লুকাগন হরমোন নিঃসরণ করা।
৯. পিটুইটারি গ্রন্থি (Pituitary glands)
অবস্থান—
মেরুদণ্ডী প্রাণীদের মস্তিষ্কের মূলদেশে অবস্থিত।
কাজ—
STH, TSH, GTH, ACTH, ADH, MSH ইত্যাদি হরমোন নিঃসরণ করা।
১০. থাইরয়েড গ্রন্থি (Thyroid glands)
অবস্থান—
স্তন্যপায়ী প্রাণীদের গ্রীবাদেশে অবস্থিত।
কাজ—
থাইরক্সিন, থাইরো–ক্যালসিটোনিন এবং ট্রাই–আয়োডোথাইরোনিন হরমোন নিঃসরণ করা।
Comments
Post a Comment