ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
প্রাণীদের বিভিন্ন গ্রন্থি
১. ঘর্মগ্রন্থি (Sweat glands)
অবস্থান—
স্তন্যপায়ী প্রাণীদের, প্রধানত মানুষের ত্বকে অবস্থিত।
কাজ—
ঘর্ম নিঃসরণ করে দেহের তাপ নিয়ন্ত্রণ করা।
২. থাইমাস গ্রন্থি (Thymus gland)
অবস্থান—
স্তন্যপায়ী প্রাণীদের তথা মানুষের বক্ষগহ্বরে ট্রাকিয়ার নীচে অবস্থিত।
কাজ—
থাইমোসিন হরমোন নিঃসরণ করা।
৩. প্যারাথাইরয়েড গ্রন্থি (Parathyroid glands)
অবস্থান—
স্তন্যপায়ী প্রাণীদের থাইরয়েডের পৃষ্ঠদেশে অবস্থিত।
কাজ—
৪. ডিম্বাশয় (জনন গ্রন্থি) (Ovary)
অবস্থান—
স্ত্রী মেরুদণ্ডী প্রাণীদের উদরগহ্বরে।
কাজ—
ডিম্বাণু সৃষ্টি করা ও নিঃসরণ করা।
৫. সাবলিঙ্গুয়াল গ্রন্থি (Sublingual glands)
অবস্থান—
স্তন্যপায়ী প্রাণীদের জিহ্বার নীচে অবস্থিত একপ্রকারের লালাগ্রন্থি।
কাজ—
লালা নিঃসরণ করা।
৬. শুক্রাশয় (জনন গ্রন্থি) (Testis)
অবস্থান—
পুরুষ স্তন্যপায়ী প্রাণীদের স্ক্রোটাম গহ্বরে, অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর উদরগহ্বরে।
কাজ—
শুক্রকীট উৎপন্ন করা ও নিঃসরণ করা।
৭. সাবম্যান্ডিবুলার গ্রন্থি (Submandibular glands)
অবস্থান—
স্তন্যপায়ী প্রাণীদের নিম্ন চোয়ালের মেঝেতে অবস্থিত একপ্রকার লালাগ্রন্থি।
কাজ—
লালা নিঃসরণ করা।
৮. আইলেটস্ অব্ ল্যাঙ্গারহ্যানস্ (Islets of Langerhans)
অবস্থান—
মেরুদণ্ডী প্রাণীদের অগ্ন্যাশয়ের মধ্যে অবস্থিত।
কাজ—
ইনসুলিন ও গ্লুকাগন হরমোন নিঃসরণ করা।
৯. পিটুইটারি গ্রন্থি (Pituitary glands)
অবস্থান—
মেরুদণ্ডী প্রাণীদের মস্তিষ্কের মূলদেশে অবস্থিত।
কাজ—
STH, TSH, GTH, ACTH, ADH, MSH ইত্যাদি হরমোন নিঃসরণ করা।
১০. থাইরয়েড গ্রন্থি (Thyroid glands)
অবস্থান—
স্তন্যপায়ী প্রাণীদের গ্রীবাদেশে অবস্থিত।
কাজ—
থাইরক্সিন, থাইরো–ক্যালসিটোনিন এবং ট্রাই–আয়োডোথাইরোনিন হরমোন নিঃসরণ করা।

Comments
Post a Comment