নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
প্রাণীদের বিভিন্ন গ্রন্থি
১. অ্যাপোক্রাইন গ্রন্থি (Apocrine glands)
অবস্থান—
স্তন্যপায়ী প্রাণীদের ত্বকে।
কাজ—
স্তনগ্রন্থির মতো ক্ষরণ।
২. হার্ডারিয়ান গ্রন্থি (Harderian glands)
অবস্থান—
সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ীদের চক্ষুর ভিতর দিকে।
কাজ—
নিঃসৃত রস নিকটিটেটিং পর্দাকে সিক্ত রাখে এবং লুব্রিক্যান্ট রূপে কাজ করে।
৩. ব্রুনার বর্ণিত গ্রন্থি (Brunner's glands)
অবস্থান—
গিনিপিগ, খরগোশ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর ডিওডিনামে।
কাজ—
৪. সেরুমিনাস গ্রন্থি (Ceruminous glands)
অবস্থান—
স্তন্যপায়ী প্রাণীদের বহিঃকর্ণ নালিতে।
কাজ—
সেরুমেন নিঃসরণ করা।
৫. অ্যাসিনাস গ্রন্থি (Acinous glands)
অবস্থান—
(i) সোনা ব্যাঙের ত্বকে এবং যকৃতে।
(ii) খরগোশের যকৃতে।
(iii) মানুষের অগ্ন্যাশয়ে।
কাজ—
(i) মিউকাস ক্ষরণ করা।
(ii) পিত্ত ক্ষরণ করা।
(iii) অগ্ন্যাশয় রস ক্ষরণ করা।
৬. ডার্মাল গ্রন্থি বা ঘর্মগ্রন্থি (Dermal glands or Sweat glands)
অবস্থান—
স্তন্যপায়ী প্রাণীদের ত্বকে।
কাজ—
ঘর্ম নিঃসরণ করা।
৭. বারথোলিন গ্রন্থি (Barthollin glands)
অবস্থান—
স্ত্রী খরগোশ, গিনিপিগ এবং স্ত্রীলোকদের জনননালিতে।
কাজ—
বিশেষ রস ক্ষরণ করে সঙ্গমকালে লুব্রিক্যান্টের কাজ করে।
৮. গ্যাস্ট্রিক গ্রন্থি—(i) পেপটিক গ্রন্থি (Peptic glands), (ii) অক্সিনটিক গ্রন্থি (Oxyntic glands)
অবস্থান—
মেরুদণ্ডী প্রাণীদের পাকস্থলীর অন্তঃপ্রাচীরে।
কাজ—
পাকরস ক্ষরণ করা। পেপটিক গ্রন্থি থেকে পেপসিন এবং অক্সিনটিক গ্রন্থি থেকে HCI ক্ষরিত হয়।
৯. বাল্বো–ইউরেথ্রাল গ্রন্থি বা কাউপারের গ্রন্থি (Bulbo–urethral glands or Cowper's glands)
অবস্থান—
পুরুষ মানুষ, খরগোশ প্রভৃতি প্রাণীর ইউরেথ্রা বরাবর।
কাজ—
বীর্য নির্গমনের জন্য ইউরেথ্রাকে সিক্ত রাখে।
১০. অ্যাড্রিনাল গ্রন্থি (Adrenal glands)
অবস্থান—
মানুষসহ মেরুদণ্ডী প্রাণীদের বৃক্কের ওপর।
কাজ—
অ্যাড্রিনালিন, নর–অ্যাড্রিনালিন এবং কয়েকপ্রকার কর্টিকয়েড হরমোন নিঃসৃত করা।
Comments
Post a Comment