দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
কোশবিদ্যা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।। সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য।| SOME IMPORTANT POINTS ON CYTOLOGY FOR ALL COMPETITIVE EXAMS ||
কোশবিদ্যা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
¤ বিজ্ঞানের যে শাখায় কোশের আকার, গঠন ও উপাদান বিষয়ে আলোচনা করা হয়, তা কোশবিদ্যা নামে পরিচিত।
¤ বিজ্ঞানী রবার্ট হুক্ কে কোশবিদ্যার জনক বলা হয়।
¤ ১৬৬৫ খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কর্কের প্রস্থচ্ছেদ থেকে কোশ আবিষ্কার করেন।
¤ প্রথম সজীব কোশ আবিষ্কার করেন অ্যান্টন ভন লিউয়েন হক (১৬৭৪ খ্রীঃ)
¤¤ আকার বা আকৃতি অনুসারে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশের নাম নীচে দেওয়া হলো।
¤ ক্ষুদ্রতম কোশঃঃ
মাইকোপ্লাজমা গলিসেপটিকাম, মাইকোপ্লাজমা লেডলাই (0.1 μ)
¤ বৃহত্তম প্রাণী কোশঃঃ
উটপাখির ডিম। (১৭০ mm *১৩৫ mm)
¤ মানবদেহের দীর্ঘতম কোশঃঃ
স্নায়ুকোশ। (90cm to 1m) ।
¤ মানবদেহের ক্ষুদ্রতম কোশঃঃ
অনুচক্রিকা। (2-3 μm)
¤ এককোষী বৃহত্তম উদ্ভিদ কোশঃঃ
অ্যাসিটাবুলারিয়া। ( 5 - 10 cm)
¤ বহুকোষী দীর্ঘতম উদ্ভিদ কোশঃঃ
রেমী গাছের তন্তু। (55 cm)
¤ খালি চোখে দেখা যায় এমন প্রাণী কোশঃঃ
পাখি ও সরীসৃপের ডিম।
¤¤ কিছু ব্যতিক্রম কোশের উদাহরন, যেগুলি কোশতত্ত্ব মেনে চলে না।
¤ নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোশঃঃ
সীভনলের কোশ।
¤ নিউক্লিয়াসবিহীন প্রাণী কোশঃঃ
স্তন্যপায়ীর পরিনত RBC ( RBC = লহিত রক্ত কণিকা।)
¤ বহুনিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোশঃঃ
ভাউকেরিয়া।
¤ বহুনিউক্লিয়াসযুক্ত প্রাণী কোশঃঃ
প্যারামেসিয়াম, ওপালিনা।

Comments
Post a Comment