দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
কোশবিদ্যা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।। সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য।| SOME IMPORTANT POINTS ON CYTOLOGY FOR ALL COMPETITIVE EXAMS ||
কোশবিদ্যা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
¤ বিজ্ঞানের যে শাখায় কোশের আকার, গঠন ও উপাদান বিষয়ে আলোচনা করা হয়, তা কোশবিদ্যা নামে পরিচিত।
¤ বিজ্ঞানী রবার্ট হুক্ কে কোশবিদ্যার জনক বলা হয়।
¤ ১৬৬৫ খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কর্কের প্রস্থচ্ছেদ থেকে কোশ আবিষ্কার করেন।
¤ প্রথম সজীব কোশ আবিষ্কার করেন অ্যান্টন ভন লিউয়েন হক (১৬৭৪ খ্রীঃ)
¤¤ আকার বা আকৃতি অনুসারে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশের নাম নীচে দেওয়া হলো।
¤ ক্ষুদ্রতম কোশঃঃ
মাইকোপ্লাজমা গলিসেপটিকাম, মাইকোপ্লাজমা লেডলাই (0.1 μ)
¤ বৃহত্তম প্রাণী কোশঃঃ
উটপাখির ডিম। (১৭০ mm *১৩৫ mm)
¤ মানবদেহের দীর্ঘতম কোশঃঃ
স্নায়ুকোশ। (90cm to 1m) ।
¤ মানবদেহের ক্ষুদ্রতম কোশঃঃ
অনুচক্রিকা। (2-3 μm)
¤ এককোষী বৃহত্তম উদ্ভিদ কোশঃঃ
অ্যাসিটাবুলারিয়া। ( 5 - 10 cm)
¤ বহুকোষী দীর্ঘতম উদ্ভিদ কোশঃঃ
রেমী গাছের তন্তু। (55 cm)
¤ খালি চোখে দেখা যায় এমন প্রাণী কোশঃঃ
পাখি ও সরীসৃপের ডিম।
¤¤ কিছু ব্যতিক্রম কোশের উদাহরন, যেগুলি কোশতত্ত্ব মেনে চলে না।
¤ নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোশঃঃ
সীভনলের কোশ।
¤ নিউক্লিয়াসবিহীন প্রাণী কোশঃঃ
স্তন্যপায়ীর পরিনত RBC ( RBC = লহিত রক্ত কণিকা।)
¤ বহুনিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোশঃঃ
ভাউকেরিয়া।
¤ বহুনিউক্লিয়াসযুক্ত প্রাণী কোশঃঃ
প্যারামেসিয়াম, ওপালিনা।

Comments
Post a Comment