প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
কোশবিদ্যা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।। সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য।| SOME IMPORTANT POINTS ON CYTOLOGY FOR ALL COMPETITIVE EXAMS ||
কোশবিদ্যা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
¤ বিজ্ঞানের যে শাখায় কোশের আকার, গঠন ও উপাদান বিষয়ে আলোচনা করা হয়, তা কোশবিদ্যা নামে পরিচিত।
¤ বিজ্ঞানী রবার্ট হুক্ কে কোশবিদ্যার জনক বলা হয়।
¤ ১৬৬৫ খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কর্কের প্রস্থচ্ছেদ থেকে কোশ আবিষ্কার করেন।
¤ প্রথম সজীব কোশ আবিষ্কার করেন অ্যান্টন ভন লিউয়েন হক (১৬৭৪ খ্রীঃ)
¤¤ আকার বা আকৃতি অনুসারে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশের নাম নীচে দেওয়া হলো।
¤ ক্ষুদ্রতম কোশঃঃ
মাইকোপ্লাজমা গলিসেপটিকাম, মাইকোপ্লাজমা লেডলাই (0.1 μ)
¤ বৃহত্তম প্রাণী কোশঃঃ
উটপাখির ডিম। (১৭০ mm *১৩৫ mm)
¤ মানবদেহের দীর্ঘতম কোশঃঃ
স্নায়ুকোশ। (90cm to 1m) ।
¤ মানবদেহের ক্ষুদ্রতম কোশঃঃ
অনুচক্রিকা। (2-3 μm)
¤ এককোষী বৃহত্তম উদ্ভিদ কোশঃঃ
অ্যাসিটাবুলারিয়া। ( 5 - 10 cm)
¤ বহুকোষী দীর্ঘতম উদ্ভিদ কোশঃঃ
রেমী গাছের তন্তু। (55 cm)
¤ খালি চোখে দেখা যায় এমন প্রাণী কোশঃঃ
পাখি ও সরীসৃপের ডিম।
¤¤ কিছু ব্যতিক্রম কোশের উদাহরন, যেগুলি কোশতত্ত্ব মেনে চলে না।
¤ নিউক্লিয়াসবিহীন উদ্ভিদ কোশঃঃ
সীভনলের কোশ।
¤ নিউক্লিয়াসবিহীন প্রাণী কোশঃঃ
স্তন্যপায়ীর পরিনত RBC ( RBC = লহিত রক্ত কণিকা।)
¤ বহুনিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোশঃঃ
ভাউকেরিয়া।
¤ বহুনিউক্লিয়াসযুক্ত প্রাণী কোশঃঃ
প্যারামেসিয়াম, ওপালিনা।

Comments
Post a Comment