Skip to main content

Posts

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন

দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন  বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে?   Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q.  বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত?   Α.  ৭৮.০৯%. Q.  বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?   Α.  ২০.৯৫%. Q.  বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত?   Α.  ০.৯৩%. Q.  বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত?   Α.  ০.০৩%. Q.  বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়?   Α.  ছয়টি. Q.  ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত?   Α.  প্রায় ১৬-১৮ কিমি. Q.  উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়?   Α.  বায়ুর চাপ কমে যায়. Q.  ট্রপোপজ কাকে বলে?   Α.  ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q.  স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত?   Α.  ২০ থেকে ৪৫ কিমি পর্যন...

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

দেশীয় ভাষা সংবাদপত্র আইন (১৮৭৮ খ্রি.)

দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রবর্তন সাম্রাজ্যবাদী গভর্নর–জেনারেল লর্ড লিটন দেশীয় পত্রপত্রিকার কণ্ঠরোধ করার সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে তিনি ১৮৭৮ খ্রিস্টাব্দে দেশীয় ভাষা সংবাদপত্র আইন (Vernacular Press Act, 1878) জারি করেন। পটভূমি ঊনবিংশ শতকে দেশীয় সংবাদপত্রগুলিতে সরকারি কর্মচারীদের অন্যায় আচরণ, অর্থনৈতিক শোষণ, দেশীয় সম্পদের বহির্গমন, দেশীয় শিল্পের অবক্ষয় ইত্যাদি নানা বিষয় তুলে ধরা হয়। ইতিহাসবিদ এ.আর.দেশাইয়ের মতে, “ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে সংবাদপত্র হল এক গুরুত্বপূর্ণ মাধ্যম”।

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন

নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আইন প্রবর্তনের কারণ ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে জাতীয়তাবাদী নাটক রচনা করে ব্রিটিশের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করার কাজ শুরু হয়। অমৃতলাল বসুর ‘চা–কর দর্পণ’, দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকে অত্যাচারী শ্বেতাঙ্গ সাহেবদের মুখোশ খুলে দেওয়া হয়। অমৃতলাল বসু ও উপেন্দ্রনাথ দাস ‘হনুমান চরিত’ নামক প্রহসন নাটকে ইংরেজের প্রতি ব্যঙ্গবিদ্রুপ প্রকাশ করেন। গ্রামেগঞ্জে ব্রিটিশ বিরোধী মনোভাব সৃষ্টির কাজে নাটকগুলি সাফল্য পায়। সরকার দমনমূলক আইন জারি করে দেশাত্মবোধক নাটকের প্রচার বন্ধ করে দিতে উদ্যত হয়।

স্বদেশপ্রেমমূলক জাতীয়তাবাদী সাহিত্যের বিবরণ

স্বদেশপ্রেমমূলক জাতীয়তাবাদী সাহিত্যের বিবরণ উনিশ শতকের ভারতে বেশ কিছু প্রতিভাবান ও সৃজনশীল লেখক আবির্ভূত হন। এইসব সাহিত্যিক তাঁদের সাহিত্যে নতুন যুগের আশা–আকাঙ্ক্ষা, ধ্যানধারণা, বাস্তব পরিস্থিতির প্রতিফলন ঘটান। এর মধ্যে স্বদেশপ্রেমমূলক জাতীয়তাবাদী সাহিত্য ছিল বিশেষ উল্লেখযোগ্য। 

থিয়োজফিক্যাল সোসাইটি

থিয়োজফিক্যাল সোসাইটি অর্থ ‘থিওস’ (ঈশ্বর) ও ‘সোফিয়া’ (জ্ঞান)—এই দুটি গ্রিক শব্দের মিলিত রূপ হল ‘থিওসফি’। সংস্কৃত ভাষায় এর অর্থ হল ব্রহ্মবিদ্যা। খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে গ্রিক দার্শনিক ইয়ামব্লিকাস সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন।

[SAQ] ইতিহাস–ভারতের সমন্বয়বাদী সংস্কৃতি, সেট–১

ভারতের সমন্বয়বাদী সংস্কৃতি প্রশ্ন:১ ভক্তিবাদ বলতে কী বোঝায় ? উত্তর:  সুলতানি তথা মধ্যযুগে একশ্রেণির সন্ন্যাসীগণ ঈশ্বর আরাধনার মাধ্যম হিসেবে ‘ভক্তি’ কে অবলম্বন করেছিলেন এবং প্রচার করেছিলেন। এটি ইতিহাসে ভক্তিবাদ বা ভক্তি আন্দোলন নামে পরিচিত। প্রশ্ন:২ দাদু কে ছিলেন ? উত্তর:  মধ্যযুগের অন্যতম ভক্তিবাদী সাধক ছিলেন দাদু বা দাদু দয়াল। তিনি রামচন্দ্রের উপাসক ছিলেন। তিনি ফতেপুর সিক্রিতে সম্রাট আকবরের সঙ্গে ধর্ম আলোচনা করেন।

[VSQ] ইতিহাস–ভারতের সমন্বয়বাদী সংস্কৃতি, সেট–১

ভারতের সমন্বয়বাদী সংস্কৃতি প্রশ্ন:১ লালকেল্লা কার আমলে নির্মিত হয় ? উত্তর: শাহজাহানের। প্রশ্ন:২ ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন ? উত্তর: শাহজাহান। প্রশ্ন:৩ জাহাঙ্গিরের আমলের একজন প্রখ্যাত চিত্রকরের নাম করো। উত্তর: ওস্তাদ মনসুর।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১১১

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের লেখক কে ? উত্তর: স্বামী বিবেকানন্দ। প্রশ্ন:২ কোন্ বেদে আর্যাবতকে আর্যদের বাসস্থান বলা হয়েছে ? উত্তর: ঋকবেদে আর্যাবতকে আর্যদের বাসস্থান বলা হয়েছে। প্রশ্ন:৩ প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ? উত্তর: ড. আত্মারাম পাণ্ডুরঙ্গ।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১১০

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ বঙ্গভঙ্গ রদের সময় ভারতের গভর্নর কে ছিলেন ? উত্তর: লর্ড হার্ডিঞ্জ। প্রশ্ন:২ কবে ভগৎ সিং এর ফাঁসি হয় ? উত্তর: ১৯৩১ খ্রিস্টাব্দে। প্রশ্ন:৩ কবে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয় ? উত্তর: ১৯১৪-১৯১৮ খ্রিস্টাব্দে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১০৯

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল ? উত্তর: জার্মানির পোল্যান্ড আক্রমণ করাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। প্রশ্ন:২ রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল  ? উত্তর: ১৯৩৯ খ্রিস্টাব্দের ২৩শে আগস্ট-এর মধ্যরাত্রে রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। প্রশ্ন:৩ বি বা দি কাদের বলা হয় ? উত্তর: বিনয় বাদল দীনেশ কে।

[VSQ]সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ||সেট–১০৮

সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ প্রশ্ন:১ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোন্‌টি ? উত্তর: সোভিয়েত রাশিয়া। প্রশ্ন:২ পুনা চুক্তি কবে, কাদের মধ্যে হয়েছিল ? উত্তর: ১৯৩২ খ্রিস্টাব্দে কংগ্রেসের পক্ষে রাজেন্দ্রপ্রসাদ ও অনুন্নত সম্প্রদায়ের পক্ষে বি.আর. আম্বেদকরের মধ্যে। প্রশ্ন:৩ নৌ বিদ্রোহের সূচনা হয় কোন জাহাজে ? উত্তর: তলোয়ার।