পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান প্রশ্ন ১ শ্রী জি. ভি মভালঙ্কার লোকসভার কততম স্পীকার ছিলেন? (a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) চতুর্থ উত্তর : a প্রশ্ন ২ লোকসভার স্পীকার নির্বাচিত হন (a) লোকসভার সদস্যদের দ্বারা (b) জনগণের দ্বারা (c) রাষ্ট্রপতির দ্বারা (d) রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা উত্তর : a