দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
শ্রী জি. ভি মভালঙ্কার লোকসভার কততম স্পীকার ছিলেন?
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) চতুর্থ
উত্তর : a
প্রশ্ন ২
লোকসভার স্পীকার নির্বাচিত হন
(a) লোকসভার সদস্যদের দ্বারা
(b) জনগণের দ্বারা
(c) রাষ্ট্রপতির দ্বারা
(d) রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা
উত্তর : a
প্রশ্ন ৩
লোকসভার স্পীকার কার নিকট পদত্যাগ পত্র পেশ করবেন ?
(a) রাষ্ট্রপতি
(b) উপ - রাষ্ট্রপতি
(c) ডেপুটি স্পীকার
(d) প্রধানমন্ত্রী
উত্তর : c
প্রশ্ন ৪
লোকসভার অধ্যক্ষ হতে হলে ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন ?
(a) ২৫ বছর
(b) ৩০ বছর
(c) ২১ বছর
(d) ৩৫ বছর
উত্তর : a
প্রশ্ন ৫
স্পীকারকে পদচ্যুত করতে হলে কতদিন পূর্বে নোটিশ দিতে হবে ?
(a) ১২ দিন
(b) ১৩ দিন
(c) ১৪ দিন
(d) ১৫ দিন
উত্তর : c
প্রশ্ন ৬
লোকসভার অধিবেশন কে মুলতুবী করে দিতে পারেন ?
(a) স্পীকার
(b) রাষ্ট্রপতি
(c) প্রধানমন্ত্রী
(d) উপ - রাষ্ট্রপতি
উত্তর : a
প্রশ্ন ৭
কোন বিলের পক্ষে - বিপক্ষে সমান ভোট পরলে কে "নির্ণায়ক ভোটটি" দিয়ে থাকেন ?
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) স্পীকার
(d) উপ - রাষ্ট্রপতি
উত্তর : c
প্রশ্ন ৮
পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে (Joint sitting of Parliament) কে সভাপতিত্ব করেন?
(a) রাষ্ট্রপতি
(b) চেয়ারম্যান
(c) স্পীকার
(d) প্রধানমন্ত্রী
উত্তর : c
প্রশ্ন ৯
অর্থবিলের ক্ষেত্রে কার সিদ্ধান্ত চূড়ান্ত ?
(a) স্পীকার
(b) অর্থমন্ত্রী
(c) রাষ্ট্রপতি
(d) উপ - রাষ্ট্রপতি
উত্তর : a
প্রশ্ন ১০
অর্থবিলের(Money Bill) উপর কে শংসাপত্র প্রদান করেন ?
(a) স্পীকার
(b) অর্থমন্ত্রী
(c) প্রধানমন্ত্রী
(d) রাষ্ট্রপতি
উত্তর : a

Comments
Post a Comment