প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
শ্রী জি. ভি মভালঙ্কার লোকসভার কততম স্পীকার ছিলেন?
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) চতুর্থ
উত্তর : a
প্রশ্ন ২
লোকসভার স্পীকার নির্বাচিত হন
(a) লোকসভার সদস্যদের দ্বারা
(b) জনগণের দ্বারা
(c) রাষ্ট্রপতির দ্বারা
(d) রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা
উত্তর : a
প্রশ্ন ৩
লোকসভার স্পীকার কার নিকট পদত্যাগ পত্র পেশ করবেন ?
(a) রাষ্ট্রপতি
(b) উপ - রাষ্ট্রপতি
(c) ডেপুটি স্পীকার
(d) প্রধানমন্ত্রী
উত্তর : c
প্রশ্ন ৪
লোকসভার অধ্যক্ষ হতে হলে ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন ?
(a) ২৫ বছর
(b) ৩০ বছর
(c) ২১ বছর
(d) ৩৫ বছর
উত্তর : a
প্রশ্ন ৫
স্পীকারকে পদচ্যুত করতে হলে কতদিন পূর্বে নোটিশ দিতে হবে ?
(a) ১২ দিন
(b) ১৩ দিন
(c) ১৪ দিন
(d) ১৫ দিন
উত্তর : c
প্রশ্ন ৬
লোকসভার অধিবেশন কে মুলতুবী করে দিতে পারেন ?
(a) স্পীকার
(b) রাষ্ট্রপতি
(c) প্রধানমন্ত্রী
(d) উপ - রাষ্ট্রপতি
উত্তর : a
প্রশ্ন ৭
কোন বিলের পক্ষে - বিপক্ষে সমান ভোট পরলে কে "নির্ণায়ক ভোটটি" দিয়ে থাকেন ?
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) স্পীকার
(d) উপ - রাষ্ট্রপতি
উত্তর : c
প্রশ্ন ৮
পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে (Joint sitting of Parliament) কে সভাপতিত্ব করেন?
(a) রাষ্ট্রপতি
(b) চেয়ারম্যান
(c) স্পীকার
(d) প্রধানমন্ত্রী
উত্তর : c
প্রশ্ন ৯
অর্থবিলের ক্ষেত্রে কার সিদ্ধান্ত চূড়ান্ত ?
(a) স্পীকার
(b) অর্থমন্ত্রী
(c) রাষ্ট্রপতি
(d) উপ - রাষ্ট্রপতি
উত্তর : a
প্রশ্ন ১০
অর্থবিলের(Money Bill) উপর কে শংসাপত্র প্রদান করেন ?
(a) স্পীকার
(b) অর্থমন্ত্রী
(c) প্রধানমন্ত্রী
(d) রাষ্ট্রপতি
উত্তর : a

Comments
Post a Comment