বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
শ্রী জি. ভি মভালঙ্কার লোকসভার কততম স্পীকার ছিলেন?
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) চতুর্থ
উত্তর : a
প্রশ্ন ২
লোকসভার স্পীকার নির্বাচিত হন
(a) লোকসভার সদস্যদের দ্বারা
(b) জনগণের দ্বারা
(c) রাষ্ট্রপতির দ্বারা
(d) রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা
উত্তর : a
প্রশ্ন ৩
লোকসভার স্পীকার কার নিকট পদত্যাগ পত্র পেশ করবেন ?
(a) রাষ্ট্রপতি
(b) উপ - রাষ্ট্রপতি
(c) ডেপুটি স্পীকার
(d) প্রধানমন্ত্রী
উত্তর : c
প্রশ্ন ৪
লোকসভার অধ্যক্ষ হতে হলে ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন ?
(a) ২৫ বছর
(b) ৩০ বছর
(c) ২১ বছর
(d) ৩৫ বছর
উত্তর : a
প্রশ্ন ৫
স্পীকারকে পদচ্যুত করতে হলে কতদিন পূর্বে নোটিশ দিতে হবে ?
(a) ১২ দিন
(b) ১৩ দিন
(c) ১৪ দিন
(d) ১৫ দিন
উত্তর : c
প্রশ্ন ৬
লোকসভার অধিবেশন কে মুলতুবী করে দিতে পারেন ?
(a) স্পীকার
(b) রাষ্ট্রপতি
(c) প্রধানমন্ত্রী
(d) উপ - রাষ্ট্রপতি
উত্তর : a
প্রশ্ন ৭
কোন বিলের পক্ষে - বিপক্ষে সমান ভোট পরলে কে "নির্ণায়ক ভোটটি" দিয়ে থাকেন ?
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) স্পীকার
(d) উপ - রাষ্ট্রপতি
উত্তর : c
প্রশ্ন ৮
পার্লামেন্টের যুগ্ম অধিবেশনে (Joint sitting of Parliament) কে সভাপতিত্ব করেন?
(a) রাষ্ট্রপতি
(b) চেয়ারম্যান
(c) স্পীকার
(d) প্রধানমন্ত্রী
উত্তর : c
প্রশ্ন ৯
অর্থবিলের ক্ষেত্রে কার সিদ্ধান্ত চূড়ান্ত ?
(a) স্পীকার
(b) অর্থমন্ত্রী
(c) রাষ্ট্রপতি
(d) উপ - রাষ্ট্রপতি
উত্তর : a
প্রশ্ন ১০
অর্থবিলের(Money Bill) উপর কে শংসাপত্র প্রদান করেন ?
(a) স্পীকার
(b) অর্থমন্ত্রী
(c) প্রধানমন্ত্রী
(d) রাষ্ট্রপতি
উত্তর : a

Comments
Post a Comment