দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
বিপ্লবী জাতীয়তাবাদী যেমন ভগত সিং, চন্দ্র শেখর আজাদ, সুখদেব এবং অন্যান্যরা ঔপনিবেশিক শাসনের এবং ধনী শোষক শ্রেণীর বিরুদ্ধে শ্রমিক এবং কৃষক বিপ্লবের মাধ্যমে লড়াই করতে চেয়েছিলেন ।
এই উদ্দেশ্যে তারা প্রতিষ্ঠা করেন Hindustan Socialist Republican Association(HSRA)।
1928 সালে দিল্লির ফিরোজশাহ কোটলায় এটি প্রতিষ্ঠা করা হয়।
17 ডিসেম্বর, 1928 সালে, ভগৎ সিং, আজাদ এবং রাজগুরু সন্ডার্সকে হত্যা করেন ।
যে লাঠিচার্জের কারনে লালা লাজপত রায়ের মৃত্যু হয়েছিল সেই লাঠিচার্জের সাথে জড়িত একজন পুলিশ অফিসার ছিলেন সন্ডার্স।
8 এপ্রিল, 1929 সালে, ভগৎ সিং এবং বি.কে. দত্ত Central Legislative Assembly তে একটা বোমা নিক্ষেপ করেছিলেন।
ভগত সিং, সুখদেব ও রাজগুরুর ফাঁসি কার্যকর করা হয় মার্চ 23, 1931 সালে।
তখন ভগত সিংয়ের বয়স ছিল মাত্র 23।
🔗🔗🔗
Read More ::
Comments
Post a Comment