দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
বিপ্লবী জাতীয়তাবাদী যেমন ভগত সিং, চন্দ্র শেখর আজাদ, সুখদেব এবং অন্যান্যরা ঔপনিবেশিক শাসনের এবং ধনী শোষক শ্রেণীর বিরুদ্ধে শ্রমিক এবং কৃষক বিপ্লবের মাধ্যমে লড়াই করতে চেয়েছিলেন ।
এই উদ্দেশ্যে তারা প্রতিষ্ঠা করেন Hindustan Socialist Republican Association(HSRA)।
1928 সালে দিল্লির ফিরোজশাহ কোটলায় এটি প্রতিষ্ঠা করা হয়।
17 ডিসেম্বর, 1928 সালে, ভগৎ সিং, আজাদ এবং রাজগুরু সন্ডার্সকে হত্যা করেন ।
যে লাঠিচার্জের কারনে লালা লাজপত রায়ের মৃত্যু হয়েছিল সেই লাঠিচার্জের সাথে জড়িত একজন পুলিশ অফিসার ছিলেন সন্ডার্স।
8 এপ্রিল, 1929 সালে, ভগৎ সিং এবং বি.কে. দত্ত Central Legislative Assembly তে একটা বোমা নিক্ষেপ করেছিলেন।
ভগত সিং, সুখদেব ও রাজগুরুর ফাঁসি কার্যকর করা হয় মার্চ 23, 1931 সালে।
তখন ভগত সিংয়ের বয়স ছিল মাত্র 23।
🔗🔗🔗
Read More ::
Comments
Post a Comment