শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
বিপ্লবী জাতীয়তাবাদী যেমন ভগত সিং, চন্দ্র শেখর আজাদ, সুখদেব এবং অন্যান্যরা ঔপনিবেশিক শাসনের এবং ধনী শোষক শ্রেণীর বিরুদ্ধে শ্রমিক এবং কৃষক বিপ্লবের মাধ্যমে লড়াই করতে চেয়েছিলেন ।
এই উদ্দেশ্যে তারা প্রতিষ্ঠা করেন Hindustan Socialist Republican Association(HSRA)।
1928 সালে দিল্লির ফিরোজশাহ কোটলায় এটি প্রতিষ্ঠা করা হয়।
17 ডিসেম্বর, 1928 সালে, ভগৎ সিং, আজাদ এবং রাজগুরু সন্ডার্সকে হত্যা করেন ।
যে লাঠিচার্জের কারনে লালা লাজপত রায়ের মৃত্যু হয়েছিল সেই লাঠিচার্জের সাথে জড়িত একজন পুলিশ অফিসার ছিলেন সন্ডার্স।
8 এপ্রিল, 1929 সালে, ভগৎ সিং এবং বি.কে. দত্ত Central Legislative Assembly তে একটা বোমা নিক্ষেপ করেছিলেন।
ভগত সিং, সুখদেব ও রাজগুরুর ফাঁসি কার্যকর করা হয় মার্চ 23, 1931 সালে।
তখন ভগত সিংয়ের বয়স ছিল মাত্র 23।
🔗🔗🔗
Read More ::
Comments
Post a Comment