সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাস VSQ
প্রশ্ন:১
‘ইকো ফেমিনিজম’-এর প্রবক্তা কে ?
উত্তর:
‘ইকো ফেমিনিজম’-এর প্রবক্তা ফ্রাঁসোয়া দেবান।
প্রশ্ন:২
আধুনিক শিল্পের ইতিহাসচর্চার প্রধান কয়েকটি শাখা বা বিষয়ের নাম লেখো।
উত্তর:
আধুনিক শিল্পের ইতিহাসচর্চার প্রধান কয়েকটি শাখা বা বিষয় হল—সংগীত, নৃত্য, নাটক ও চলচ্চিত্র।
প্রশ্ন:৩
ভারতের প্রথম শব ব্যবচ্ছেদকারী চিকিৎসক কে ছিলেন?
উত্তর:
ভারতের প্রথম শব ব্যবচ্ছেদকারী চিকিৎসক ছিলেন মধুসূদন গুপ্ত।
প্রশ্ন:৪
সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় ?
উত্তর:
১৯৭৫ খ্রিস্টাব্দের ৮ মার্চ সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
প্রশ্ন:৫
দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চা বিষয়ক গ্রন্থটির নাম কী ?
উত্তর:
দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চা বিষয়ক গ্রন্থটির নাম হল ‘প্রাচীন ভারতে চিকিৎসাবিজ্ঞান’।
প্রশ্ন:৬
‘জেন্ডার অ্যান্ড দ্য পলিটিক্স অব হিস্ট্রি’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর:
‘জেন্ডার অ্যান্ড দ্য পলিটিক্স অব হিস্ট্রি’ গ্রন্থটি রচনা করেন জোয়ান স্কট।
প্রশ্ন:৭
‘এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি’ গ্রন্থটি কে লিখেছিলেন ?
উত্তর:
‘এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি’ গ্রন্থটি লিখেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
প্রশ্ন:৮
‘ডিড উইমেন হ্যাভ আ রেনেসাঁ?’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর:
‘ডিড উইমেন হ্যাভ আ রেনেসাঁ?’ গ্রন্থটি রচনা করেন জোয়ান কেলি।
প্রশ্ন:৯
‘দ্য স্ট্রাকচার অব সায়েন্টিফিক রেভোলিউশনস’ বইটির লেখক কে ?
উত্তর:
‘দ্য স্ট্রাকচার অব সায়েন্টিফিক রেভোলিউশনস’ বইটির লেখক হলেন টমাস কুহন।
প্রশ্ন:১০
কোন খেলা ‘খেলার রাজা’ নামে পরিচিত ?
উত্তর:
ক্রিকেট খেলা ‘খেলার রাজা’ নামে পরিচিত।
Comments
Post a Comment