ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
প্রশ্ন:১
ভারতে কবে ক্যামেরা বা ফোটো তোলার যন্ত্র আসে ?
ভারতে কবে ক্যামেরা বা ফোটো তোলার যন্ত্র আসে ?
উত্তর:
ভারতে ১৮৫০-এর দশকের প্রথমদিকে ক্যামেরা বা ফোটো তোলার যন্ত্র আসে।
প্রশ্ন:২
ভারতে প্রথম কবে, কোথায় রেলপথ চালু হয় ?
প্রশ্ন:২
ভারতে প্রথম কবে, কোথায় রেলপথ চালু হয় ?
উত্তর:
১৮৫৩ খ্রিস্টাব্দের বোম্বাই থেকে থানে পর্যন্ত ভারতে প্রথম রেলপথ চালু হয়।
প্রশ্ন:৩
কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয় ?
প্রশ্ন:৩
কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:
কলকাতায় জাতীয় নাট্যশালা (ন্যাশনাল থিয়েটার) প্রতিষ্ঠিত হয় ১৮৭২ খ্রিস্টাব্দে।
প্রশ্ন:৪
নিখিলনাথ রায়ের লেখা স্থানীয় ইতিহাস গ্রন্থটির নাম কী ?
প্রশ্ন:৪
নিখিলনাথ রায়ের লেখা স্থানীয় ইতিহাস গ্রন্থটির নাম কী ?
উত্তর:
নিখিলনাথ রায়ের লেখা স্থানীয় ইতিহাস গ্রন্থটির নাম ‘মুর্শিদাবাদ কাহিনি’।
প্রশ্ন:৫
‘চলচ্চিত্র, মানুষ এবং আরও কিছু’ গ্রন্থটি কে রচনা করেন?
প্রশ্ন:৫
‘চলচ্চিত্র, মানুষ এবং আরও কিছু’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:
‘চলচ্চিত্র, মানুষ এবং আরও কিছু’ গ্রন্থটি কে রচনা করেন ঋত্বিক কুমার ঘটক।
প্রশ্ন:৬
‘ইঞ্জিন্স অব চেঞ্জ—দ্য রেলরোডস দ্যাট মেড ইন্ডিয়া’ বইটি কে লিখেছেন ?
প্রশ্ন:৬
‘ইঞ্জিন্স অব চেঞ্জ—দ্য রেলরোডস দ্যাট মেড ইন্ডিয়া’ বইটি কে লিখেছেন ?
উত্তর:
‘ইঞ্জিন্স অব চেঞ্জ—দ্য রেলরোডস দ্যাট মেড ইন্ডিয়া’ বইটি লিখেছেন ইয়ান কের।
প্রশ্ন:৭
ভারতে রেলপথ সম্প্রসারিত হয় কার আমলে ?
ভারতে রেলপথ সম্প্রসারিত হয় কার আমলে ?
উত্তর:
লর্ড ডালহৌসির আমলে ভারতে প্রথম রেলপথ সম্প্রসারিত হয়।
প্রশ্ন:৮
কে, কবে ক্যামেরা আবিষ্কার করেন ?
প্রশ্ন:৮
কে, কবে ক্যামেরা আবিষ্কার করেন ?
উত্তর:
আলেকজান্ডার ওয়ালকট ১৮৪০ খ্রিস্টাব্দে ক্যামেরা আবিষ্কার করেন।
প্রশ্ন:৯
‘জিওগ্রাফি অব ট্রান্সপোর্টেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া আনডার ব্রিটিশরাজ’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর:
‘জিওগ্রাফি অব ট্রান্সপোর্টেশন ইন ইস্টার্ন ইন্ডিয়া আনডার ব্রিটিশরাজ’ গ্রন্থটি রচনা করেন সুনীল কুমার মুন্সি।
প্রশ্ন:১০
‘কুন্তলীন তেল’ খ্যাত বাঙালি ফোটোগ্রাফারের নাম কী?
প্রশ্ন:১০
‘কুন্তলীন তেল’ খ্যাত বাঙালি ফোটোগ্রাফারের নাম কী?
উত্তর:
‘কুন্তলীন তেল’ খ্যাত বাঙালি ফোটোগ্রাফারের নাম এইচ বোস বা হেমেন্দ্রনাথ বোস।

Comments
Post a Comment