প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
গ্রস্ত উপত্যকা
দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ বসে গেলে যে অবনমিত অঞ্চলের সৃষ্টি হয়, তাকে গ্রস্ত উপত্যকা বলে।
এছাড়া, মহীভাবক আলোড়নের ফলে ভূপৃষ্ঠে সংকোচন ও প্রসারণ বলের সৃষ্টি হয়। যার ফলে ভূপৃষ্ঠের কঠিন শিলায় ফাটলের সৃষ্টি হয়। পরবর্তীকালে পুনরায় ভূ-আন্দোলন ঘটলে বা ভূ-আলোড়নের মাত্রা বৃদ্ধি পেলে ফাটল রেখা বরাবর শিলার একটি অংশ অপর অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, একে চ্যুতি বলে। সংনমন বল বৃদ্ধি পেলে দুটি চ্যুতির মাঝের অংশ খাড়াভাবে নীচে বসে যায়। অবনমিত, ওই অংশকে বলে গ্রস্ত উপত্যকা।
আবার কখনও দুটি চ্যুতির মাঝের অংশ চাপের প্রভাবে খাড়াভাবে ওপরে উঠে এলে তার দুইপাশের অংশ নীচে বসে যায়। এই নীচে বসে যাওয়া অংশকেও গ্রস্ত উপত্যকা বলে। তবে দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকাকে জার্মান ভাষায় গ্রাবেন বলে।
উদাহরণ—
ভারতের নর্মদা ও দামোদর নদী উপত্যকা এবং ফ্রান্সের ভোজ পর্বত ও জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বতের মধ্যবর্তী রাইন নদী উপত্যকা হল গ্রস্ত উপত্যকার উদাহরণ।
Comments
Post a Comment