এক নজরে হরপ্পা সভ্যতা - Harappan civilization at a glance আবিষ্কারের সময় : ১৯২২ খ্রিস্টাব্দ। আবিষ্কারক : রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি। অবস্থান : সিন্ধুনদের উপত্যকায়। সময়কাল : ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ।
এককথায় মেহেরগড় সভ্যতা
আবিষ্কারের সময়: ১৯৭৪ খ্রিস্টাব্দে আবিষ্কার।
আবিষ্কারক: জেন ফ্রাঁসোয়া জারিজ ও রিচার্ড মিডো।
অবস্থান : বোলান গিরিপথের কাছে, কোয়েটা থেকে ১৫০ কি.মি. দূরে কাচ্চির সমতলভূমিতে।
বিস্তার : পূর্বে-হিমালয়, পর্বতমালা ও থর মরুভূমি, পশ্চিমে-ইরান ও ইরাক, উত্তরে-কারাকোরাম, ককেশাস ও হিন্দুকুশ পর্বতমালা, দক্ষিণে-মহেন-জো-দারো।
কৃষি: গম, যব, কার্পাস।
বৃত্তি: কৃষি ও পশুপালন।
বৈশিষ্ট্য: গ্রামীণ সভ্যতা থেকে ক্রমোন্নতি।

Comments
Post a Comment