দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - গুরুত্বপূর্ণ তথ্য
দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - গুরুত্বপূর্ণ তথ্য
১. উদ্ভিদের চলন (Plant Movement)
উদ্ভিদ সাধারণত এক জায়গায় স্থির থাকে, তবে উদ্দীপকের প্রভাবে বা জৈবিক প্রয়োজনে তাদের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালিত হয়। একেই চলন বলে।
চলন ও গমন: চলনে প্রাণীর মতো সামগ্রিক স্থান পরিবর্তন হয় না (ব্যতিক্রম: ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স)। গমনে সামগ্রিক স্থান পরিবর্তন হয়।
আচার্য জগদীশচন্দ্র বসুর অবদান: তিনি প্রমাণ করেন উদ্ভিদের প্রাণ আছে এবং তারা উদ্দীপনায় সাড়া দেয়। তার আবিষ্কৃত যন্ত্র হলো— ক্রেসকোগ্রাফ (Crescograph)।
২. চলনের প্রকারভেদ (Types of Movement)
উদ্ভিদের চলন মূলত তিন প্রকার: ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক চলন।
ক. ট্যাকটিক চলন (Tactic Movement)
উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হওয়াকে ট্যাকটিক চলন বলে।
ফটোট্যাকটিক চলন: আলোক উদ্দীপকের প্রভাবে ঘটে (যেমন: শৈবাল)।
খ. ট্রপিক চলন (Tropic Movement)
উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে উদ্ভিদের অঙ্গের চলন। একে দিকনির্ণীত চলনও বলে।
ফটোট্রপিক (আলোকবৃত্তি): আলোর দিকে চলন (যেমন: উদ্ভিদের বিটপ)।
2. হাইড্রোট্রপিক (জলবৃত্তি): জলের উৎসের দিকে চলন (যেমন: উদ্ভিদের মূল)।
3. জিওট্রপিক (অভিকর্ষবৃত্তি): পৃথিবীর অভিকর্ষ বলের দিকে চলন (যেমন: উদ্ভিদের মূল অভিকর্ষের অনুকূলে যায়)।
গ. ন্যাস্টিক চলন (Nastic Movement)
উদ্দীপকের তীব্রতা অনুযায়ী উদ্ভিদের চলন। এতে গতিপথের কোনো ভূমিকা নেই।
ফটোন্যাস্টিক: আলোর তীব্রতায় ঘটে (যেমন: সূর্যমুখী ফুল আলোতে ফোটে, পদ্ম ফুল)।
থার্মোন্যাস্টিক: উষ্ণতার তীব্রতায় ঘটে (যেমন: টিউলিপ ফুল বেশি গরমে ফোটে)।
সিসমোন্যাস্টিক: স্পর্শ বা ঘর্ষণের ফলে ঘটে (যেমন: লজ্জাবতী গাছের পাতা ছোঁয়া মাত্রই বুজে যায়)।
4. কেমোন্যাস্টিক: রাসায়নিক পদার্থের প্রভাবে ঘটে (যেমন: সূর্যশিশির উদ্ভিদের কর্ষিকা পতঙ্গের সংস্পর্শে বাঁকিয়ে যায়)।
৩. ট্যাকটিক, ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য
| বৈশিষ্ট্য | ট্যাকটিক চলন | ট্রপিক চলন | ন্যাস্টিক চলন |
| স্থান পরিবর্তন | সামগ্রিক স্থান পরিবর্তন হয়। | সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। | সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। |
| প্রভাব | তীব্রতা ও গতিপথ উভয়ের দ্বারা নিয়ন্ত্রিত। | উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত। | উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। |
| অক্সিন হরমোন | অক্সিনের কোনো ভূমিকা নেই। | হরমোন (অক্সিন) দ্বারা প্রভাবিত হয়। | হরমোন দ্বারা প্রভাবিত হয় না। |
| চলনের প্রকৃতি | এটি সামগ্রিক চলন। | এটি এক প্রকার বক্র চলন। | এটি এক প্রকার বক্র চলন। |
৪. বিশেষ কিছু উদাহরণ
বনচাঁড়াল (Desmodium): এর তিনটি পত্রকের পাশের দুটি পত্রক পর্যায়ক্রমে ওঠানামা করে, একে প্রকরণ চলন (Movement of variation) বলে।
লজ্জাবতী: এর চলন ঘটে রসস্ফীতি (Turgor pressure) জনিত চাপের পরিবর্তনের কারণে।

Comments
Post a Comment