বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো:
(প্রতিটি প্রশ্নের মান-1)
UNIT 1. পরিবেশের জন্য ভাবনা
1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ
Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮)
(a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড)
(b) CH4 (মিথেন)
(c) CO₂ (কার্বন ডাই অক্সাইড)
(d) H₂O বাম্প।
Q2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০)
(a) NO (নাইট্রোজেন মনোক্সাইড)
(b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড)
(c) CO₂ (কার্বন ডাই অক্সাইড)
(d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
Q3. সূর্যের অতিবেগুনি রশ্মি যে স্তরে শোষিত হয়, তা হল-
(a) ট্রপোস্ফিয়ার,
(b) ওজোনোস্ফিয়ার,
(c) আয়নোস্ফিয়ার,
(d) এক্সোস্ফিয়ার।
Q4. প্রদত্ত কোন্ট গ্রিনহাউস গ্যাস নয়? (মাধ্যমিক ২০১৭)
(a) মিথেন,
(b) জলীয় বাষ্প,
(c) কার্বন ডাইঅক্সাইড,
(d) অক্সিজেন।
Q5. বায়ুমণ্ডলের কোন্ স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়?
(a) ট্রপোস্ফিয়ার,
(b) স্ট্যাটোস্ফিয়ার,
(c) এক্সোস্ফিয়ার,
(d) মেসোস্ফিয়ার।
Q6. নিম্নোক্ত কোন্ গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে?(মাধ্যমিক ২০১৯)
(a) N2
(b) O2
(c) CH4
(d) He
Q7. বায়ুমণ্ডলের কোন্ স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০২২)
(a) ট্রপোস্ফিয়ার,
(b) স্ট্র্যাটোস্ফিয়ার,
(c) মেসোস্ফিয়ার,
(d) থার্মোস্ফিয়ার
Q৪. সৌর বিকিরণের যে রশ্মি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী, তা হল-
(a) x-রশ্মি,
(b) অবলোহিত রশ্মি,
(c) অতিবেগুনি রশ্মি (UV),
(d) -রশ্মি।
Q9. অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় CFC থেকে উৎপন্ন হয়-
(a) সক্রিয় কার্বন পরমাণু,
(b) সক্রিয় ক্লোরিন পরমাণু,
(c) সক্রিয় ফ্লুওরিন পরমাণু,
(d) সক্রিয় হাইড্রোজেন পরমাণু।
Q10. জেট প্লেন চলাচল করে
(a) ট্রপোস্ফিয়ারে,
(b) স্ট্র্যাটোস্ফিয়ারে,
(c) আয়নোস্ফিয়ারে,
(d) ম্যাগনেটোস্ফিয়ারে।
Q11. বায়ুমণ্ডলের ওজোন স্তর যে রশ্মিকে শোষণ করে, সেটি হল-
(a) অবলোহিত
(b) আলফা
(c) অতিবেগুনি
(d) গামা রশ্মি
Q12. প্রদত্ত কোন্ গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? (মাধ্যমিক ২০২৩)
(a) CO₂,
(b) Ar,
(c) CFC,
(d) He
Q13. প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায়
(a) 10°C কমে
(b) 6.5°C বাড়ে
(c) 6.5°C কমে
(d) 10°C বাড়ে
Q14. স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয়
(a) O₂ ও জলীয় বাষ্পের বিক্রিয়ায়
(b) UV-রশ্মির সঙ্গে ০₂-এর বিক্রিয়ায়
(c) CFC ও ০₂-এর বিক্রিয়ায়
(d) IR-রশ্মির সঙ্গে ০২-এর বিক্রিয়ায়
Q15. প্রদত্ত কোনটি ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে?
(a) CFC
(b) UV-রশ্মি
(c) গ্লোবাল ওয়ার্মিং
(d) CH₄
Q16. ট্রপোস্ফিয়ারে কোন্ গ্যাসটির উপস্থিতি সর্বাধিক?
(a) ওজোন
(b) নাইট্রোজেন
(c) মিথেন
(d) জলীয় বাষ্প
Q17. উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মি বিকিরণ করে, সেটি হল
(a) দৃশ্যমান আলো
(b) অতিবেগুনি রশ্মি
(c) অবলোহিত রশ্মি
(d) x-রশ্মি
Q18. বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন্ স্তরে ঘনীভূত অবস্থায় থাকে? (মাধ্যমিক ২০১৩)
(a) স্ট্যাটোস্ফিয়ার
(b) মেসোস্ফিয়ার
(c) আয়নোস্ফিয়ার
(d) ট্রপোস্ফিয়ার
Q19. সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ গ্যাসের বায়ুচাপের পরিমাণ প্রায় (মাধ্যমিক ২০১৫)
(a) 1003 মিলিবার
(b) 1013 মিলিবার
(c) 1030 মিলিবার
(d) 76 মিলিবার
Q20. প্রদত্ত যেটি গ্রিনহাউস গ্যাস, সেটি হল
(a) নাইট্রোজেন
(b) অক্সিজেন
(c) নাইট্রাস অক্সাইড
(d) হাইড্রোজেন
Q21. প্রদত্ত যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক, সেটি হল-
(a).CH4
(b) N₂O
(c) CO2
(d) CFC
Q22. বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হল
(a) এক্সোস্ফিয়ার,
(b) স্ট্র্যাটোস্ফিয়ার,
(c) মেসোস্ফিয়ার,
(d) থার্মোস্ফিয়ার।
Q23. গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো- (মাধ্যমিক ২০২৫)
(a) অক্সিজেন
(b) হাইড্রোজেন
(c) জলীয় বাষ্প
(d) নাইট্রোজেন
Q24. বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া পরিবর্তন এবং ঝড়-বৃষ্টি দেখা যায়?
(a) স্ট্র্যাটোস্ফিয়ার
(b) ট্রপোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার
(d) থার্মোস্ফিয়ার
Q25. ওজন হোল (Ozone Hole) বা ওজন ছিদ্র প্রথম কোথায় দেখা গিয়েছিল?
(a) উত্তর মেরুতে
(b) কুমেরু বা অ্যান্টার্কটিকায়
(c) গ্রিনল্যান্ডে
(d) হিমালয়ে
Q26. বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায়?
(a) মেসোস্ফিয়ার
(b) ট্রপোস্ফিয়ার
(c) স্ট্র্যাটোস্ফিয়ার
(d) এক্সোস্ফিয়ার
Q27. মেসোস্ফিয়ারের ঠিক উপরে অবস্থিত স্তরটি হলো—
(a) এক্সোস্ফিয়ার
(b) থার্মোস্ফিয়ার
(c) স্ট্র্যাটোস্ফিয়ার
(d) ট্রপোস্ফিয়ার
Q28. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
(a) ট্রপোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার
(d) থার্মোস্ফিয়ার (আয়নোস্ফিয়ার)
Q29. একটি অপ্রচলিত বা বিকল্প শক্তির উৎস হলো—
(a) কয়লা
(b) পেট্রোলিয়াম
(c) সৌরশক্তি
(d) প্রাকৃতিক গ্যাস
Q30. কোল-বেড মিথেন (CBM) থেকে কোন গ্যাসটি আহরণ করা হয়?
(a) ইথেন
(b) মিথেন
(c) বিউটেন
(d) হাইড্রোজেন
Q31. ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক হলো—
(a) ডেসিবল
(b) ডবসন (Dobson)
(c) মিটার
(d) পাস্কাল
Q32. গ্লোবাল ওয়ার্মিং-এর ফলে সমুদ্রপৃষ্ঠের জলতলের কী পরিবর্তন হয়?
(a) কমে যায়
(b) বৃদ্ধি পায়
(c) একই থাকে
(d) কোনোটিই নয়
উত্তরঃ
A1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি?
(c) CO2 (কার্বন ডাই অক্সাইড)
ব্যাখ্যা: যদিও মিথেন বা CFC একক অণু হিসেবে বেশি শক্তিশালী, কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ও নির্গমনের হার অনেক বেশি হওয়ায় বিশ্ব উষ্ণায়নে এর অবদান সর্বাধিক (প্রায় ৬০%)।
A2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না?
(c) CO2 (কার্বন ডাই অক্সাইড)
ব্যাখ্যা: CO2 একটি গ্রিনহাউস গ্যাস হলেও এটি ওজোন স্তরের বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অন্যদিকে NO, N2O এবং CFC ওজোন ধ্বংস করতে সক্ষম।
A3. সূর্যের অতিবেগুনি রশ্মি যে স্তরে শোষিত হয়, তা হল—
(b) ওজোনোস্ফিয়ার
ব্যাখ্যা: স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোনোস্ফিয়ারে থাকা ওজোন গ্যাস সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়।
A4. প্রদত্ত কোন্টি গ্রিনহাউস গ্যাস নয়?
(d) অক্সিজেন
ব্যাখ্যা: N2 বা O2 এর মতো দ্বি-পরমাণুক গ্যাসগুলো তাপ ধরে রাখতে পারে না, তাই এরা গ্রিনহাউস গ্যাস নয়।
A5. বায়ুমণ্ডলের কোন্ স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়?
(c) এক্সোস্ফিয়ার
ব্যাখ্যা: এই স্তরটি বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর এবং অত্যন্ত পাতলা হওয়ায় এখানে মহাকাশ স্টেশন ও কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়।
A6. নিম্নোক্ত কোন্ গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে?
(c) CH4 (মিথেন)
ব্যাখ্যা: গ্রিনহাউস গ্যাস হিসেবে মিথেন ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত (Infrared) রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে।
A7. বায়ুমণ্ডলের কোন্ স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি?
(a) ট্রপোস্ফিয়ার
ব্যাখ্যা: মাধ্যাকর্ষণ টানের কারণে বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের প্রায় ৭৫-৮০% এই স্তরে থাকে, তাই এর ঘনত্ব সর্বাধিক।
A8. সৌর বিকিরণের যে রশ্মি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী, তা হল—
(b) অবলোহিত রশ্মি
ব্যাখ্যা: দৃশ্যমান আলো বা UV রশ্মি ভূপৃষ্ঠে এসে পড়ার পর যখন বড় তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মি হিসেবে ফিরে যেতে চায়, তখন গ্রিনহাউস গ্যাসগুলো তা আটকে দেয়।
A9. অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় CFC থেকে উৎপন্ন হয়—
(b) সক্রিয় ক্লোরিন পরমাণু
ব্যাখ্যা: UV রশ্মি CFC অণুকে ভেঙে দেয় এবং সক্রিয় ক্লোরিন মুক্তক (Cl) তৈরি করে, যা ওজোন স্তর ধ্বংস করে।
A10. জেট প্লেন চলাচল করে—
(b) স্ট্র্যাটোস্ফিয়ারে
ব্যাখ্যা: এই স্তরে মেঘ বা বায়ুর গোলযোগ কম থাকে এবং আবহাওয়া শান্ত থাকে বলে জেট প্লেন চলাচলের জন্য এটি আদর্শ।
A11. বায়ুমণ্ডলের ওজোন স্তর যে রশ্মিকে শোষণ করে, সেটি হল—
(c) অতিবেগুনি (UV)
ব্যাখ্যা: ওজোন স্তর সূর্যের উচ্চ শক্তিসম্পন্ন অতিবেগুনি রশ্মিকে ছেঁকে নিয়ে পৃথিবীকে রক্ষা করে।
A12. প্রদত্ত কোন্ গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে?
(c) CFC
ব্যাখ্যা: রেফ্রিজারেটর বা এসি থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বন ওজোন ক্ষয়ের প্রধান কারণ।
A13. প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায়—
(c) 6.5 Degree কমে
ব্যাখ্যা: ট্রপোস্ফিয়ারে একে 'ল্যাপস রেট' বলা হয়। প্রতি ১০০০ মিটার উচ্চতায় তাপমাত্রা গড়পড়তা 6.4 Degree থেকে 6.5 Degree কমে যায়।
A14. স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয়—
(b) UV-রশ্মির সঙ্গে O2-এর বিক্রিয়ায়
ব্যাখ্যা: অতিবেগুনি রশ্মি অক্সিজেন অণুকে ভেঙে পরমাণুতে পরিণত করে, যা অন্য অণুর সাথে যুক্ত হয়ে ওজোন তৈরি করে।
A15. প্রদত্ত কোনটি ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে?
(a) CFC
ব্যাখ্যা: এটি ওজোন স্তরের ছিদ্র তৈরির জন্য প্রধান দায়ী মানবসৃষ্ট রাসায়নিক।
A16. ট্রপোস্ফিয়ারে কোন্ গ্যাসটির উপস্থিতি সর্বাধিক?
(b) নাইট্রোজেন
ব্যাখ্যা: বায়ুমণ্ডলের যেকোনো স্তরেই নাইট্রোজেনের পরিমাণ (প্রায় ৭৮%) সবসময় সর্বাধিক থাকে।
A17. উত্তপ্ত ভূপৃষ্ঠ যে রশ্মি বিকিরণ করে, সেটি হল—
(c) অবলোহিত রশ্মি
ব্যাখ্যা: গরম বস্তু থেকে সর্বদা অবলোহিত বিকিরণ নির্গত হয়।
A18. বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোন্ স্তরে ঘনীভূত অবস্থায় থাকে?
(a) স্ট্যাটোস্ফিয়ার
ব্যাখ্যা: ভূপৃষ্ঠ থেকে ১৫-৩৫ কিমি উচ্চতায় এই স্তরেই ওজোন স্তর অবস্থিত।
A19. সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ গ্যাসের বায়ুচাপের পরিমাণ প্রায়—
(b) 1013 মিলিবার
ব্যাখ্যা: এটি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান যা ৭৬ সেমি পারদ স্তম্ভের চাপের সমান।
A20. প্রদত্ত যেটি গ্রিনহাউস গ্যাস, সেটি হল—
(c) নাইট্রাস অক্সাইড
ব্যাখ্যা: নাইট্রোজেন বা অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয়, কিন্তু N2O তাপ ধরে রাখে।
A21. প্রদত্ত যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক, সেটি হল—
(c) CO2
ব্যাখ্যা: CO2 + H2O → H2CO3 (মৃদু কার্বনিক অ্যাসিড)।
A22. বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হল—
(a) এক্সোস্ফিয়ার
ব্যাখ্যা: উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এখানে তাপমাত্রা সর্বাধিক হয় (প্রায় ১২০০°C-১৬০০°C)।
A23. গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো—
(c) জলীয় বাষ্প
ব্যাখ্যা: জলীয় বাষ্প একটি শক্তিশালী প্রাকৃতিক গ্রিনহাউস উপাদান যা পৃথিবীর উষ্ণতা ধরে রাখতে সাহায্য করে।
A24. বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া পরিবর্তন এবং ঝড়-বৃষ্টি দেখা যায়?
(b) ট্রপোস্ফিয়ার
ব্যাখ্যা: বায়ুমণ্ডলের এই স্তরে জলীয় বাষ্প, ধূলিকণা এবং গ্যাসীয় উপাদান সবচেয়ে বেশি থাকে। পরিচলন স্রোতের কারণে এই স্তরেই মেঘ, ঝড় এবং বৃষ্টিপাত হয় বলে একে 'ক্ষুব্ধ মণ্ডল' বলা হয়।
A25. ওজন হোল (Ozone Hole) বা ওজন ছিদ্র প্রথম কোথায় দেখা গিয়েছিল?
(b) কুমেরু বা অ্যান্টার্কটিকায়
ব্যাখ্যা: ১৯৮৫ সালে বিজ্ঞানী ফারম্যান এবং তাঁর সহযোগীরা অ্যান্টার্কটিকা মহাদেশের উপর ওজোন স্তরে বিশাল ফাটল বা ছিদ্র প্রথম লক্ষ্য করেন।
A26. বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায়?
(a) মেসোস্ফিয়ার
ব্যাখ্যা: মেসোস্ফিয়ারের উপরিভাগে বা মেসোপজ অংশে তাপমাত্রা কমে প্রায় 90 Degree থেকে 100 Degree হয়, যা বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা।
A27. মেসোস্ফিয়ারের ঠিক উপরে অবস্থিত স্তরটি হলো—
(b) থার্মোস্ফিয়ার
ব্যাখ্যা: বায়ুমণ্ডলের স্তরগুলো নিচ থেকে উপরে সাজালে হয়: ট্রপোস্ফিয়ার → স্ট্র্যাটোস্ফিয়ার → মেসোস্ফিয়ার → থার্মোস্ফিয়ার → এক্সোস্ফিয়ার।
A28. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
(d) থার্মোস্ফিয়ার (আয়নোস্ফিয়ার)
ব্যাখ্যা: থার্মোস্ফিয়ারের নিম্ন অংশে অতিবেগুনি রশ্মির প্রভাবে গ্যাসীয় অণুগুলো আয়নে পরিণত হয়। এই আয়নিত স্তরটি পৃথিবী থেকে পাঠানো বেতার তরঙ্গকে প্রতিফলিত করে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দেয়।
A29. একটি অপ্রচলিত বা বিকল্প শক্তির উৎস হলো—
(c) সৌরশক্তি
ব্যাখ্যা: কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস হলো জীবাশ্ম জ্বালানি বা প্রচলিত শক্তি। অন্যদিকে সৌরশক্তি হলো পরিবেশবান্ধব এবং নবীকরণযোগ্য বা অপ্রচলিত শক্তি।
A30. কোল-বেড মিথেন (CBM) থেকে কোন গ্যাসটি আহরণ করা হয়?
(b) মিথেন
ব্যাখ্যা: কয়লা খনির স্তরে কয়লার গায়ে অধিশোষিত অবস্থায় থাকা গ্যাসটিকে 'কোল-বেড মিথেন' বলা হয়, যা থেকে মূলত মিথেন গ্যাস পাওয়া যায়।
A31. ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক হলো—
(b) ডবসন (Dobson)
ব্যাখ্যা: বায়ুমণ্ডলের কোনো স্তম্ভে ওজোন গ্যাসের মোট পরিমাণকে ডবসন ইউনিট (DU) দ্বারা প্রকাশ করা হয়। ১ DU হলো ০.০১ মিমি পুরু ওজোন স্তর।
A32. গ্লোবাল ওয়ার্মিং-এর ফলে সমুদ্রপৃষ্ঠের জলতলের কী পরিবর্তন হয়?
(b) বৃদ্ধি পায়
ব্যাখ্যা: গ্লোবাল ওয়ার্মিং-এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় মেরু অঞ্চলের জমে থাকা বিশাল বরফের স্তূপ গলে যায়, ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পায়।

Comments
Post a Comment