Skip to main content

Posts

সাম্প্রতিক পোস্ট

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।

নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও।   অথবা,  একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও।  অথবা,  নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও।             উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়।  এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়।  নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা:       পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের নীচের দিকে ক্ষয়কাজ বেশি করে বলে নদী-খাত প্রথমে '।'

[WBCS Special VSQs] Biology।।জীবের জনন।।সেট-১২

  [WBCS Special VSQs] Biology জীবের জনন প্রশ্ন:১ HIV কথাটির পুরাে অর্থ কী ? উত্তর:  Human Immuno deficiency Virus. প্রশ্ন:২ ওয়াইডাল পরীক্ষাটি কোন্ রােগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় ? উত্তর:  টাইফয়েডের জ্বর নির্ণয়ে। প্রশ্ন:৩ একটি মর্নিং আফটার পিলস-এর নাম করাে। উত্তর:  পিল-72

[WBCS Special VSQs] Biology।।জীবের জনন।।সেট-১১

[WBCS Special VSQs] Biology জীবের জনন প্রশ্ন:১ প্ৰসব নিয়ন্ত্রণকারী দুটি হরমােনের নাম লেখো। উত্তর:  অক্সিটোসিন এবং রিলাক্সিন। প্রশ্ন:২ অ্যামনিওটিক গহ্বর কাকে বলে ? উত্তর:  ভ্রূণ ও কোরিয়নের মাঝের স্থানকে অ্যামনিওটিক গহ্বর বলে। প্রশ্ন:৩ রেকারেন্ট বা পিরিয়ডিক গ্রন্থি কী ? উদাহরণ দাও। উত্তর:  যেসব গ্রন্থি সাময়িকভাবে সৃষ্টি হয় এবং কিছুদিন পর বিলুপ্ত হয়ে যায় তাদের রেকারেন্ট গ্রন্থি বলে। উদাহরণ- ডিম্বাশয়ের করপাস লিউটিয়াম।

[WBCS Special VSQs] Biology।।জীবের জনন।।সেট-১০

[WBCS Special VSQs] Biology জীবের জনন প্রশ্ন:১ যদি কোনাে কারণে শুক্রাশয় উদরগহ্বর থেকে স্ক্রোটামে না নেমে উদরগহ্বরেই থেকে যায়, তবে ওই অবস্থাকে কী বলে ? উত্তর:  ক্রিপটোক্রিডিজম। প্রশ্ন:২ লেবিয়া মেজোরা ও লেবিয়া মাইনােরার সংযােগস্থলে যে ক্ষুদ্র ও দণ্ডকার পেশিময় অংশ থাকে তাকে কী বলে ? উত্তর:  ক্লিটোরিস। প্রশ্ন:৩ কোন্ অংশের মাধ্যমে শুক্রাণু এপিডিডাইমিস থেকে নিক্ষেপণ নালিতে আসে ? উত্তর:  ভাসা ডিফারেনসিয়ার মাধ্যমে।

[WBCS Special VSQs] Biology।।জীবের জনন।।সেট-৯

[WBCS Special VSQs] Biology জীবের জনন প্রশ্ন:১ শুক্রাণুর অ্যাক্রোজোমের পর্দায় অবস্থিত একটি প্রােটিওলাইটিক উৎসেচকের নাম লেখাে। উত্তর:  অ্যাক্রোসিন। প্রশ্ন:২ ABP-এর পুরাে নাম লেখাে। উত্তর:  অ্যানড্রোজেন বাইন্ডিং প্রোটিন (Androgen Binding Protein)। প্রশ্ন:৩ করপাস স্পঞ্জিওসাম পেশি কোথায় দেখা যায় ? উত্তর:  শিশ্নে।

[WBCS Special VSQs] Biology।।জীবের জনন।।সেট-৮

[WBCS Special VSQs] Biology জীবের জনন প্রশ্ন:১ ওভিউলেশন বা ডিম্ব নিঃসরণ কাকে বলে ? উত্তর:  যে প্রক্রিয়ায় পরিণত গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হয়ে ডিম্বাণু নির্গত হয়, সেই প্রক্রিয়াকে ওভিউলেশন বলে। প্রশ্ন:২ করােনা রেডিয়েটা কী ? উত্তর:  গৌণ পরডিম্বাণুর চারপাশে যে গ্রানুলােসা কোশসমূহ অবস্থান করে তাকে করােনা রেডিয়েটা বলে। প্রশ্ন:৩ মেনার্কি কী ? উত্তর:  স্ত্রীদের যৌনজীবনচক্রে প্রথম রজঃস্রাব শুরু হওয়াকে মেনার্কি বলে।

[WBCS Special VSQs] Biology।।জীবের জনন।।সেট-৭

[WBCS Special VSQs] Biology জীবের জনন প্রশ্ন:১ ডিম্বাণুর প্রাচীরে শুক্রাণু কী নিক্ষেপ করে প্রাচীরকে গলিয়ে ফেলে ? উত্তর:  হায়ালুরােনিডেজ। প্রশ্ন:২ যৌনমিলনকালে শিশ্ন থেকে যে অস্বচ্ছ সাদা গাঢ় রস নিঃসৃত হয় তাকে কী বলে ? উত্তর:  বীর্য বা সিমেন। প্রশ্ন:৩ প্রাক্-রজঃস্রাবীয় দশা কতদিন স্থায়ী হয় ? উত্তর:  13-14 দিন।

[WBCS Special MCQs] Biology।।জীবের জনন।।সেট-৪৫

WBCS Special MCQs Biology জীবের জনন প্রশ্ন:১ মানবদেহে শুক্রাণুর পরিণতি ঘটে— (a) শুক্ৰসঞ্চয়ী সংবর্ত নালিকায় (b) শুক্রনালিতে (c) শুক্ৰসঞ্চয়ী থলিতে (d) জালক শুক্রাশয়ে উত্তর: A প্রশ্ন:২ প্রস্টেট গ্রন্থি থাকে— (a) গবিনীর ওপর (b) বৃক্কের ওপর (c) শুক্রাশয়ের ওপর (d) মূত্রনালির চারপাশে উত্তর: D

[WBCS Special MCQs] Biology।।জীবের জনন।।সেট-৪৪

WBCS Special MCQs Biology জীবের জনন প্রশ্ন:১ নিষেক প্রক্রিয়ার সময় ফার্টিলাইজিন ও অ্যান্টিফার্টিলাইজিন-এর বিক্রিয়াকে বলে— (a) অ্যাগ্লুটিনেশন (b) সক্রিয়করণ (c) ক্যাভিটেশন (d) ক্যাপাসিটেশন উত্তর: A প্রশ্ন:২ ক্লিভেজ শেষ হওয়ার পর বলের মতাে যেটি তৈরি হয়, সেটি হল— (a) ব্লাস্টুলা (b) মরুলা (c) গ্যাস্ট্রুলা (d) নিউরাল চাকতি উত্তর: B

[WBCS Special MCQs] Biology।।জীবের জনন।।সেট-৪৩

WBCS Special MCQs Biology জীবের জনন প্রশ্ন:১ শুক্রাণু এবং ডিম্বাণুর একীকরণকে বলে— (a) অ্যাম্ফিমিক্সিস (b) পুনঃজনন (c) নিষিক্তকরণ (d) ওপরের কোনােটিই নয় উত্তর: C প্রশ্ন:২ শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে— (a) হায়ালুরােনিডেজ এবং অ্যাক্রোসিন (b) হায়ালুরােনিক অ্যাসিড এবং অ্যাক্রোসিন (c) হিপপিউরিক অ্যাসিড এবং ইউরিক অ্যাসিড (d) ক্রিয়েটিনিন উত্তর: A

[WBCS Special MCQs] Biology।।জীবের জনন।।সেট-৪২

WBCS Special MCQs Biology জীবের জনন প্রশ্ন:১ ভ্রূণের পরিস্ফুরণের জন্য কোনটি সঠিক পর্যায়ক্রম ? (a) ক্লিভেজ, গ্যাস্ট্রুলেশন, ব্লাস্টুলেশন (b) ক্লিভেজ, ব্লাস্টুলেশন , গ্যাস্ট্রুলেশন (c) ব্লাস্টুলেশন, ক্লিভেজ, গ্যাস্ট্রুলেশন (d) গ্যাস্ট্রুলেশন, ব্লাস্টুলেশন, ক্লিভেজ উত্তর: B প্রশ্ন:২ মানবদেহে রজঃচক্রের যে চক্র 7-8 দিন স্থায়ী হয়, সেটি হল— (a) ডিম্বথলীয় দশা (b) নিরাময় ও ক্রমবর্ধনশীল দশা (c) লিউটিয়াম দশা (d) রজঃস্রাবীয় দশা উত্তর: A