নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর বাণী ও উক্তি ১. “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।” (তাঁর সবচেয়ে বিখ্যাত উক্তি, যা প্রায়শই স্মরণ করা হয়) ২. “আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি।” ৩. “স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়।” ৪. “আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত – মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে – একজন শহীদের মৃত্যুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা, যাতে শহীদের রক্তে স্বাধীনতার পথ প্রশস্ত করা যায়।” ৫. “আমাদের স্বাধীনতার মূল্য নিজের রক্ত দিয়ে দেওয়া আমাদের কর্তব্য।”
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
ভ্রূণের পরিস্ফুরণের জন্য কোনটি সঠিক পর্যায়ক্রম ?
(a) ক্লিভেজ, গ্যাস্ট্রুলেশন, ব্লাস্টুলেশন
(b) ক্লিভেজ, ব্লাস্টুলেশন , গ্যাস্ট্রুলেশন
(c) ব্লাস্টুলেশন, ক্লিভেজ, গ্যাস্ট্রুলেশন
(d) গ্যাস্ট্রুলেশন, ব্লাস্টুলেশন, ক্লিভেজ
উত্তর: B
প্রশ্ন:২
মানবদেহে রজঃচক্রের যে চক্র 7-8 দিন স্থায়ী হয়, সেটি হল—
(a) ডিম্বথলীয় দশা
(b) নিরাময় ও ক্রমবর্ধনশীল দশা
(c) লিউটিয়াম দশা
(d) রজঃস্রাবীয় দশা
উত্তর: A
প্রশ্ন:৩
রজঃস্রাব ঘটার কারণ হল—
(a) FSH-এর মাত্রার বৃদ্ধি
(b) অক্সিটোসিন মাত্রার হ্রাস
(c) প্রোজেস্টেরনের মাত্রা হ্রাস
(d) ইসট্রোজেনের মাত্রার বৃদ্ধি
উত্তর: C
প্রশ্ন:৪
স্বাভাবিক রজঃচক্রে কোনটি সঠিকভাবে ম্যাচ করে ?
(a) 5-10 দিনে এন্ডােমেট্রিয়াম পুনর্গঠিত হয়
(b) 5 দিনে ডিম্বাণু নির্গত করে
(c) 11-18 দিনে রােপণের জন্য পুষ্টিপদার্থ নিঃসৃত করে
(d) 1-15 দিনে প্রােজেস্টেরনের পরিমাণ বাড়ে
উত্তর: A
প্রশ্ন:৫
একজন প্রজননক্ষম স্বাভাবিক মহিলার রজঃচক্রের মােটামুটি কতদিনে ডিম্বাণু নিঃসরণ প্রক্রিয়া ঘটে ?
(a) প্রথম দিনে
(b) 8 দিনে
(c) 14 দিনে
(d) 18 দিনে
উত্তর: C
প্রশ্ন:৬
রজঃচক্রের ওপর নিম্নলিখিত কোন্ হরমােনের কোনাে ভূমিকা নেই ?
(a) LH
(b) FSH
(c) GH
(d) আগের সবগুলি
উত্তর: C
প্রশ্ন:৭
ডিম্বাশয় থেকে ডিম্ব নির্গত হয়—
(a) গৌণ পরডিম্বাণু অবস্থায়
(b) প্রাথমিক পরডিম্বাণু অবস্থায়
(c) আদি ডিম্বাণু অবস্থায়
(d) পরিণত ডিম্বাণু অবস্থায়
উত্তর: A
প্রশ্ন:৮
মানুষের রজঃচক্রে নিয়ন্ত্রণকারী হরমােন হল—
(a) ইসট্রোজেন
(b) FSH
(c) LH
(d) আগের সবগুলিই
উত্তর: D
প্রশ্ন:৯
50 বছর বয়সে যখন রজঃস্রাব বন্ধ হয়ে যায় তাকে বলে—
(a) রজঃনিবৃত্তি
(b) রজঃচক্র
(c) রজোদর্শন
(d) মেজোভিরিয়াম
উত্তর: A
প্রশ্ন:১০
রজঃচক্রের কোন্ দশার শেষে ডিম্বাণু নিঃসরণ ঘটে ?
(a) লিউটিয়াল
(b) রজঃস্রাব
(c) ক্রমবর্ধনশীল
(d) নিঃসরণ
উত্তর: D
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋

Comments
Post a Comment