নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
ভ্রূণের পরিস্ফুরণের জন্য কোনটি সঠিক পর্যায়ক্রম ?
(a) ক্লিভেজ, গ্যাস্ট্রুলেশন, ব্লাস্টুলেশন
(b) ক্লিভেজ, ব্লাস্টুলেশন , গ্যাস্ট্রুলেশন
(c) ব্লাস্টুলেশন, ক্লিভেজ, গ্যাস্ট্রুলেশন
(d) গ্যাস্ট্রুলেশন, ব্লাস্টুলেশন, ক্লিভেজ
উত্তর: B
প্রশ্ন:২
মানবদেহে রজঃচক্রের যে চক্র 7-8 দিন স্থায়ী হয়, সেটি হল—
(a) ডিম্বথলীয় দশা
(b) নিরাময় ও ক্রমবর্ধনশীল দশা
(c) লিউটিয়াম দশা
(d) রজঃস্রাবীয় দশা
উত্তর: A
প্রশ্ন:৩
রজঃস্রাব ঘটার কারণ হল—
(a) FSH-এর মাত্রার বৃদ্ধি
(b) অক্সিটোসিন মাত্রার হ্রাস
(c) প্রোজেস্টেরনের মাত্রা হ্রাস
(d) ইসট্রোজেনের মাত্রার বৃদ্ধি
উত্তর: C
প্রশ্ন:৪
স্বাভাবিক রজঃচক্রে কোনটি সঠিকভাবে ম্যাচ করে ?
(a) 5-10 দিনে এন্ডােমেট্রিয়াম পুনর্গঠিত হয়
(b) 5 দিনে ডিম্বাণু নির্গত করে
(c) 11-18 দিনে রােপণের জন্য পুষ্টিপদার্থ নিঃসৃত করে
(d) 1-15 দিনে প্রােজেস্টেরনের পরিমাণ বাড়ে
উত্তর: A
প্রশ্ন:৫
একজন প্রজননক্ষম স্বাভাবিক মহিলার রজঃচক্রের মােটামুটি কতদিনে ডিম্বাণু নিঃসরণ প্রক্রিয়া ঘটে ?
(a) প্রথম দিনে
(b) 8 দিনে
(c) 14 দিনে
(d) 18 দিনে
উত্তর: C
প্রশ্ন:৬
রজঃচক্রের ওপর নিম্নলিখিত কোন্ হরমােনের কোনাে ভূমিকা নেই ?
(a) LH
(b) FSH
(c) GH
(d) আগের সবগুলি
উত্তর: C
প্রশ্ন:৭
ডিম্বাশয় থেকে ডিম্ব নির্গত হয়—
(a) গৌণ পরডিম্বাণু অবস্থায়
(b) প্রাথমিক পরডিম্বাণু অবস্থায়
(c) আদি ডিম্বাণু অবস্থায়
(d) পরিণত ডিম্বাণু অবস্থায়
উত্তর: A
প্রশ্ন:৮
মানুষের রজঃচক্রে নিয়ন্ত্রণকারী হরমােন হল—
(a) ইসট্রোজেন
(b) FSH
(c) LH
(d) আগের সবগুলিই
উত্তর: D
প্রশ্ন:৯
50 বছর বয়সে যখন রজঃস্রাব বন্ধ হয়ে যায় তাকে বলে—
(a) রজঃনিবৃত্তি
(b) রজঃচক্র
(c) রজোদর্শন
(d) মেজোভিরিয়াম
উত্তর: A
প্রশ্ন:১০
রজঃচক্রের কোন্ দশার শেষে ডিম্বাণু নিঃসরণ ঘটে ?
(a) লিউটিয়াল
(b) রজঃস্রাব
(c) ক্রমবর্ধনশীল
(d) নিঃসরণ
উত্তর: D
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
Comments
Post a Comment