নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
শুক্রাণু এবং ডিম্বাণুর একীকরণকে বলে—
(a) অ্যাম্ফিমিক্সিস
(b) পুনঃজনন
(c) নিষিক্তকরণ
(d) ওপরের কোনােটিই নয়
উত্তর: C
প্রশ্ন:২
শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে—
(a) হায়ালুরােনিডেজ এবং অ্যাক্রোসিন
(b) হায়ালুরােনিক অ্যাসিড এবং অ্যাক্রোসিন
(c) হিপপিউরিক অ্যাসিড এবং ইউরিক অ্যাসিড
(d) ক্রিয়েটিনিন
উত্তর: A
প্রশ্ন:৩
স্তন্যপায়ী প্রাণীর নিষেকের স্থানটি হল—
(a) ডিম্বাশয়
(b) জরায়ু
(c) যোনিপথ
(d) ফ্যালােপিয়ান নালি
উত্তর: D
প্রশ্ন:৪
নিষেক হল—
(a) ডিপ্লয়েড শুক্রাণুর সঙ্গে ডিপ্লয়েড ডিম্বাণুর মিলনে ডিপ্লয়েড জাইগােট গঠন
(b) হ্যাপ্লয়েড শুক্রাণুর সঙ্গে হ্যাপ্লয়েড ডিম্বাণুর মিলনে হ্যাপ্লয়েড জাইগােট গঠন
(c) হ্যাপ্লয়েড শুক্রাণুর সঙ্গে হ্যাপ্লয়েড ডিম্বাণুর মিলনে ডিপ্লয়েড জাইগােট গঠন
(d) ডিপ্লয়েড শুক্রাণুর সঙ্গে হ্যাপ্লয়েড ডিম্বাণুর মিলনে ট্রিপ্লয়েড জাইগােট গঠন
উত্তর: C
প্রশ্ন:৫
রজঃনিবৃত্তি বা মেনােপজ অবস্থায় নীচের কোনটি বেশি পরিমাণে মূত্রের মাধ্যমে রেচিত হয় ?
(a) FSH
(b) STH
(c) MSH
(d) LH
উত্তর: A
প্রশ্ন:৬
শুক্রাণুর উপরিতলে অবস্থিত রাসায়নিক পদার্থটি—
(a) হায়ালুরােনিডেজ
(b) অ্যান্টিফার্টিলাইজিন
(c) অ্যাগ্লুটিনিন
(d) ফার্টিলাইজিন
উত্তর: B
প্রশ্ন:৭
ডিম্বাণুর মধ্যে প্রবেশের আগে শুক্রাণুর দশা হল—
(a) ম্যাচুরেশন/পরিণত
(b) ইনসেমিনেশন
(c) ক্যাপাসিটেশন
(d) ফার্টিলাইজেশন/নিষেক
উত্তর: C
প্রশ্ন:৮
স্তন্যপায়ী ডিম্বাণুর ঠিক ওপরের আবরণটি হল—
(a) করােনা রেডিয়েটা
(b) জোনা পেলুসিডা
(c) ভাইটেলাইন মেমব্রেন
(d) কোরিওন
উত্তর: C
প্রশ্ন:৯
ডিম্বাণুর মধ্যে শুক্রাণুর প্রবেশের পূর্বের দশাকে বলে—
(a) ক্যাপাসিটেশন
(b) ম্যাচুরেশন/পরিণত
(c) ফার্টিলাইজেশন/নিষেক
(d) ইনসেমিনেশন/কৃত্রিমভাবে যােনির মধ্যে প্রবেশ
উত্তর: A
প্রশ্ন:১০
ঋতুচক্র কোন্ প্রাণীদেহে ঘটে ?
(a) মানব স্ত্রীলােক
(b) স্তন্যপায়ী স্ত্রীপ্রাণী
(c) প্রাইমেট ব্যতীত অন্যান্য স্তন্যপায়ী
(d) স্তন্যপায়ী
উত্তর: C
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
Comments
Post a Comment