[WBCS Special VSQs]
Biology
জীবের জনন
প্রশ্ন:১
HIV কথাটির পুরাে অর্থ কী ?
উত্তর:
Human Immuno deficiency Virus.
প্রশ্ন:২
ওয়াইডাল পরীক্ষাটি কোন্ রােগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় ?
উত্তর:
টাইফয়েডের জ্বর নির্ণয়ে।
প্রশ্ন:৩
একটি মর্নিং আফটার পিলস-এর নাম করাে।
উত্তর:
পিল-72
প্রশ্ন:৪
জেনিটাল ওয়ার্টস্ বা জননেন্দ্রিয়ের আঁচিল কোন্ ভাইরাসের দরুন ঘটে থাকে ?
উত্তর:
Human papilloma virus.
প্রশ্ন:৫
এমন একটি মৌখিক গর্ভনিরােধক বড়ির নাম করাে যা সপ্তাহে একবার খেতে হয় ?
উত্তর:
সহেলী।
প্রশ্ন:৬
কপার রিলিজ করে এমন একটি ইন্ট্রাইউটেরাইন ডিভাইসের নাম করাে।
উত্তর:
কপার-T
প্রশ্ন:৭
Zidovudinen নামক ওষুধটি কোন্ রােগে ব্যবহৃত হয় ?
উত্তর:
AIDS
প্রশ্ন:৮
HIV অনাক্রম্যতন্ত্রের কোন্ কোশকে আক্রমণ করে ?
উত্তর:
হেল্পার T-কোশকে।
প্রশ্ন:৯
IUD কথাটির পুরাে অর্থ কী ?
উত্তর:
Intra Uterine Device.
প্রশ্ন:১০
ভ্রূণের লিঙ্গ তথা বিপাকীয় ত্রুটি জানা যায় কোন্ পদ্ধতির সাহায্যে ?
উত্তর:
অ্যামনিওসেনটেসিস।
✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯
✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯
Comments
Post a Comment