নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS Special MCQsBiologyজীবের জনন
প্রশ্ন:১
নিষেক প্রক্রিয়ার সময় ফার্টিলাইজিন ও অ্যান্টিফার্টিলাইজিন-এর বিক্রিয়াকে বলে—
(a) অ্যাগ্লুটিনেশন
(b) সক্রিয়করণ
(c) ক্যাভিটেশন
(d) ক্যাপাসিটেশন
উত্তর: A
প্রশ্ন:২
ক্লিভেজ শেষ হওয়ার পর বলের মতাে যেটি তৈরি হয়, সেটি হল—
(a) ব্লাস্টুলা
(b) মরুলা
(c) গ্যাস্ট্রুলা
(d) নিউরাল চাকতি
উত্তর: B
প্রশ্ন:৩
হায়ালুরােনিডেজ উৎসেচক সংশ্লেষিত হয়—
(a) শুক্রাণুর মস্তকে
(b) অ্যাক্রোজোমের গলগি বডিতে
(c) অ্যাক্রোজোমের লাইসােজোমে
(d) শুক্রাণুর লেজে
উত্তর: B
প্রশ্ন:৪
নিষেকের পর ক্রোমােজোমের সংখ্যা—
(a) অর্ধেক হয়
(b) হ্যাপ্লয়েড থাকে
(c) ডিপ্লয়েড হয়
(d) কোনাে পরিবর্তন ঘটে না
উত্তর: C
প্রশ্ন:৫
ডিম্বাণুর উপরিতলে অবস্থিত রাসায়নিক পদার্থ যা শুক্রাণুকে আকৃষ্ট করে—
(a) অ্যান্টিফার্টিলাইজিন
(b) ফার্টিলাইজিন
(c) অ্যাগ্লুটেইন
(d) হায়ালুরােনিডেজ
উত্তর: B
প্রশ্ন:৬
নিষেকের সময় শুক্রাণু থেকে কোন্ ক্ষরণটি উৎপন্ন হয় ?
(a) ফার্টিলাইজিন এবং স্পার্মলাইসিন
(b) শুধু স্পার্মলাইসিন
(c) ফার্টিলাইজিন এবং অ্যান্টিফার্টিলাইজিন
(d) অ্যান্টিফার্টিলাইজিন এবং স্পার্মলাইসিন
উত্তর: D
প্রশ্ন:৭
মানুষের ক্লিভেজ হল—
(a) হলােব্লাস্টিক
(b) মেরােব্লাস্টিক
(c) উপরিগত
(d) কেন্দ্রিক
উত্তর: A
প্রশ্ন:৮
অ্যামনিওসেন্টেসিস কোনটির বিশ্লেষণের জন্য দায়ী—
(a) অ্যামনিয়ন
(b) অ্যামনিয়সের দেহতরল
(c) অ্যামনিয়টিক তরল
(d) প্রােটিনের অ্যামাইনাে অ্যাসিড
উত্তর: C
প্রশ্ন:৯
গ্যাস্ট্রুলা প্রক্রিয়ায় কোনটি সঠিক নয় ?
(a) বিচলন এবং কোশের পুনর্বিন্যাস
(b) মিয়ােটিক কোশবিভাজন দ্বারা দ্রুত কোশবিভাজন
(c) তিনটি প্রজনন স্তরের গঠন
(d) অরকেনটেরনের গঠন
উত্তর: B
প্রশ্ন:১০
16-কোশ দশার ভ্রূণকে বলে—
(a) মরুলা
(b) ব্লাস্টুলা
(c) ব্লাস্টুমিয়ার
(d) গ্যাস্ট্রুলা
উত্তর: A
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
Comments
Post a Comment