নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
[WBCS Special VSQs]
Biology
জীবের জনন
প্রশ্ন:১
ডিম্বাণুর প্রাচীরে শুক্রাণু কী নিক্ষেপ করে প্রাচীরকে গলিয়ে ফেলে ?
উত্তর:
হায়ালুরােনিডেজ।
প্রশ্ন:২
যৌনমিলনকালে শিশ্ন থেকে যে অস্বচ্ছ সাদা গাঢ় রস নিঃসৃত হয় তাকে কী বলে ?
উত্তর:
বীর্য বা সিমেন।
প্রশ্ন:৩
প্রাক্-রজঃস্রাবীয় দশা কতদিন স্থায়ী হয় ?
উত্তর:
13-14 দিন।
প্রশ্ন:৪
ভ্রূণ বা এমব্রায়াে কাকে বলে ?
উত্তর:
গর্ভের সূচনাকাল থেকে দ্বিতীয় মাস পর্যন্ত জরায়ুর মধ্যে অবস্থিত জীবকে ভ্রূণ বলে।
প্রশ্ন:৫
ডিম্বাণুর সাইটোপ্লাজমকে কী বলা হয় ?
উত্তর:
ঊপ্লাজম।
প্রশ্ন:৬
পরিণত ডিম্বাণুর কোন্ অংশে বা স্তরে নির্দিষ্ট শুক্রাণু গ্রাহক থাকে ?
উত্তর:
জোনা পেলুসিডা স্তরে।
প্রশ্ন:৭
রজঃচক্রের কোন্ দশায় ইসট্রোজেন ক্ষরণ বৃদ্ধি পায় ?
উত্তর:
ডিম্বনিঃস্রাবী দশায়।
প্রশ্ন:৮
গ্যাস্ট্রুলার তিনটি স্তরের নাম লেখাে।
উত্তর:
এক্টোডার্ম, মেসােডার্ম এবং এন্ডােডার্ম।
প্রশ্ন:৯
কর্টিকাল গ্র্যানিউলসের মধ্যে কী থাকে ?
উত্তর:
প্রােটিন ও মিউকোপলিস্যাকারাইড।
প্রশ্ন:১০
কত বছরের মধ্যে মেনােপজ-এর সূচনা হয় ?
উত্তর:
40-45 বছর।
⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞
⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞
Comments
Post a Comment