পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
[WBCS Special VSQs]
Biology
জীবের জনন
প্রশ্ন:১
ডিম্বাণুর প্রাচীরে শুক্রাণু কী নিক্ষেপ করে প্রাচীরকে গলিয়ে ফেলে ?
উত্তর:
হায়ালুরােনিডেজ।
প্রশ্ন:২
যৌনমিলনকালে শিশ্ন থেকে যে অস্বচ্ছ সাদা গাঢ় রস নিঃসৃত হয় তাকে কী বলে ?
উত্তর:
বীর্য বা সিমেন।
প্রশ্ন:৩
প্রাক্-রজঃস্রাবীয় দশা কতদিন স্থায়ী হয় ?
উত্তর:
13-14 দিন।
প্রশ্ন:৪
ভ্রূণ বা এমব্রায়াে কাকে বলে ?
উত্তর:
গর্ভের সূচনাকাল থেকে দ্বিতীয় মাস পর্যন্ত জরায়ুর মধ্যে অবস্থিত জীবকে ভ্রূণ বলে।
প্রশ্ন:৫
ডিম্বাণুর সাইটোপ্লাজমকে কী বলা হয় ?
উত্তর:
ঊপ্লাজম।
প্রশ্ন:৬
পরিণত ডিম্বাণুর কোন্ অংশে বা স্তরে নির্দিষ্ট শুক্রাণু গ্রাহক থাকে ?
উত্তর:
জোনা পেলুসিডা স্তরে।
প্রশ্ন:৭
রজঃচক্রের কোন্ দশায় ইসট্রোজেন ক্ষরণ বৃদ্ধি পায় ?
উত্তর:
ডিম্বনিঃস্রাবী দশায়।
প্রশ্ন:৮
গ্যাস্ট্রুলার তিনটি স্তরের নাম লেখাে।
উত্তর:
এক্টোডার্ম, মেসােডার্ম এবং এন্ডােডার্ম।
প্রশ্ন:৯
কর্টিকাল গ্র্যানিউলসের মধ্যে কী থাকে ?
উত্তর:
প্রােটিন ও মিউকোপলিস্যাকারাইড।
প্রশ্ন:১০
কত বছরের মধ্যে মেনােপজ-এর সূচনা হয় ?
উত্তর:
40-45 বছর।
⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞
⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞

Comments
Post a Comment