দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
[WBCS Special VSQs]
Biology
জীবের জনন
প্রশ্ন:১
প্ৰসব নিয়ন্ত্রণকারী দুটি হরমােনের নাম লেখো।
উত্তর:
অক্সিটোসিন এবং রিলাক্সিন।
প্রশ্ন:২
অ্যামনিওটিক গহ্বর কাকে বলে ?
উত্তর:
ভ্রূণ ও কোরিয়নের মাঝের স্থানকে অ্যামনিওটিক গহ্বর বলে।
প্রশ্ন:৩
রেকারেন্ট বা পিরিয়ডিক গ্রন্থি কী ? উদাহরণ দাও।
উত্তর:
যেসব গ্রন্থি সাময়িকভাবে সৃষ্টি হয় এবং কিছুদিন পর বিলুপ্ত হয়ে যায় তাদের রেকারেন্ট গ্রন্থি বলে।
উদাহরণ- ডিম্বাশয়ের করপাস লিউটিয়াম।
প্রশ্ন:৪
কাউপার গ্রন্থির কাজ কী ?
উত্তর:
এই গ্রন্থির ক্ষরণ সংগমকালে মূত্রনালিকে পিচ্ছিল করে।
প্রশ্ন:৫
ভ্রূণ যে তিনটি ভ্রূণ পর্দা পরিবেষ্টিত থাকে তাদের নাম লেখো।
উত্তর:
অ্যামনিয়ন, কোরিওন ও অ্যালানটয়েস।
প্রশ্ন:৬
ঊটিড কাকে বলে ?
উত্তর:
প্রাথমিক ঊসাইট মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ঊটিড গঠন করে।
প্রশ্ন:৭
ফিটাস কী ?
উত্তর:
9 সপ্তাহ থেকে জন্ম হওয়া পর্যন্ত ভ্রূণ যখন পরিণত হয়ে পূর্ণাঙ্গ শিশুতে রূপান্তরিত হয় তখন তাকে ফিটাস বলে।
প্রশ্ন:৮
কোন্ হরমােনের প্রভাবে স্তনগ্রন্থি থেকে দুগ্ধ ক্ষরণ শুরু হয় ?
উত্তর:
অক্সিটোসিন।
প্রশ্ন:৯
কোন্ হরমােনের প্রভাবে স্তনগ্রন্থিগুলি থেকে দুগ্ধ উৎপাদন শুরু হয় ?
উত্তর:
প্রােল্যাকটিন।
প্রশ্ন:১০
পরিণত ভ্রূণ কীসের সাহায্যে জরায়ুর প্রাচীরে সংলগ্ন থাকে ?
উত্তর:
নাভিরজ্জুর সাহায্যে।
⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞
⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞

Comments
Post a Comment