বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
[WBCS Special VSQs]
Biology
জীবের জনন
প্রশ্ন:১
প্ৰসব নিয়ন্ত্রণকারী দুটি হরমােনের নাম লেখো।
উত্তর:
অক্সিটোসিন এবং রিলাক্সিন।
প্রশ্ন:২
অ্যামনিওটিক গহ্বর কাকে বলে ?
উত্তর:
ভ্রূণ ও কোরিয়নের মাঝের স্থানকে অ্যামনিওটিক গহ্বর বলে।
প্রশ্ন:৩
রেকারেন্ট বা পিরিয়ডিক গ্রন্থি কী ? উদাহরণ দাও।
উত্তর:
যেসব গ্রন্থি সাময়িকভাবে সৃষ্টি হয় এবং কিছুদিন পর বিলুপ্ত হয়ে যায় তাদের রেকারেন্ট গ্রন্থি বলে।
উদাহরণ- ডিম্বাশয়ের করপাস লিউটিয়াম।
প্রশ্ন:৪
কাউপার গ্রন্থির কাজ কী ?
উত্তর:
এই গ্রন্থির ক্ষরণ সংগমকালে মূত্রনালিকে পিচ্ছিল করে।
প্রশ্ন:৫
ভ্রূণ যে তিনটি ভ্রূণ পর্দা পরিবেষ্টিত থাকে তাদের নাম লেখো।
উত্তর:
অ্যামনিয়ন, কোরিওন ও অ্যালানটয়েস।
প্রশ্ন:৬
ঊটিড কাকে বলে ?
উত্তর:
প্রাথমিক ঊসাইট মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ঊটিড গঠন করে।
প্রশ্ন:৭
ফিটাস কী ?
উত্তর:
9 সপ্তাহ থেকে জন্ম হওয়া পর্যন্ত ভ্রূণ যখন পরিণত হয়ে পূর্ণাঙ্গ শিশুতে রূপান্তরিত হয় তখন তাকে ফিটাস বলে।
প্রশ্ন:৮
কোন্ হরমােনের প্রভাবে স্তনগ্রন্থি থেকে দুগ্ধ ক্ষরণ শুরু হয় ?
উত্তর:
অক্সিটোসিন।
প্রশ্ন:৯
কোন্ হরমােনের প্রভাবে স্তনগ্রন্থিগুলি থেকে দুগ্ধ উৎপাদন শুরু হয় ?
উত্তর:
প্রােল্যাকটিন।
প্রশ্ন:১০
পরিণত ভ্রূণ কীসের সাহায্যে জরায়ুর প্রাচীরে সংলগ্ন থাকে ?
উত্তর:
নাভিরজ্জুর সাহায্যে।
⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞
⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞

Comments
Post a Comment