নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
[WBCS Special VSQs]
Biology
জীবের জনন
প্রশ্ন:১
প্ৰসব নিয়ন্ত্রণকারী দুটি হরমােনের নাম লেখো।
উত্তর:
অক্সিটোসিন এবং রিলাক্সিন।
প্রশ্ন:২
অ্যামনিওটিক গহ্বর কাকে বলে ?
উত্তর:
ভ্রূণ ও কোরিয়নের মাঝের স্থানকে অ্যামনিওটিক গহ্বর বলে।
প্রশ্ন:৩
রেকারেন্ট বা পিরিয়ডিক গ্রন্থি কী ? উদাহরণ দাও।
উত্তর:
যেসব গ্রন্থি সাময়িকভাবে সৃষ্টি হয় এবং কিছুদিন পর বিলুপ্ত হয়ে যায় তাদের রেকারেন্ট গ্রন্থি বলে।
উদাহরণ- ডিম্বাশয়ের করপাস লিউটিয়াম।
প্রশ্ন:৪
কাউপার গ্রন্থির কাজ কী ?
উত্তর:
এই গ্রন্থির ক্ষরণ সংগমকালে মূত্রনালিকে পিচ্ছিল করে।
প্রশ্ন:৫
ভ্রূণ যে তিনটি ভ্রূণ পর্দা পরিবেষ্টিত থাকে তাদের নাম লেখো।
উত্তর:
অ্যামনিয়ন, কোরিওন ও অ্যালানটয়েস।
প্রশ্ন:৬
ঊটিড কাকে বলে ?
উত্তর:
প্রাথমিক ঊসাইট মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ঊটিড গঠন করে।
প্রশ্ন:৭
ফিটাস কী ?
উত্তর:
9 সপ্তাহ থেকে জন্ম হওয়া পর্যন্ত ভ্রূণ যখন পরিণত হয়ে পূর্ণাঙ্গ শিশুতে রূপান্তরিত হয় তখন তাকে ফিটাস বলে।
প্রশ্ন:৮
কোন্ হরমােনের প্রভাবে স্তনগ্রন্থি থেকে দুগ্ধ ক্ষরণ শুরু হয় ?
উত্তর:
অক্সিটোসিন।
প্রশ্ন:৯
কোন্ হরমােনের প্রভাবে স্তনগ্রন্থিগুলি থেকে দুগ্ধ উৎপাদন শুরু হয় ?
উত্তর:
প্রােল্যাকটিন।
প্রশ্ন:১০
পরিণত ভ্রূণ কীসের সাহায্যে জরায়ুর প্রাচীরে সংলগ্ন থাকে ?
উত্তর:
নাভিরজ্জুর সাহায্যে।
⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞
⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞⮜⮜⮞⮞
Comments
Post a Comment