Skip to main content

Posts

Showing posts from April, 2020

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন

  দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে?  (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি  উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে?  (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা  উত্তর: (গ) গমন

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গণিত অনুশীলন।।দিন ৩

---------------------------------------------------------------------------------------------------------------- দিন ০২ এর অঙ্ক গুলির জন্য এখানে ক্লিক করুন। ---------------------------------------------------------------------------------------------------------------- প্রশ্ন 1 (Bank P.O. 2008) 2115 / ? = 94 * 15 (A) 1.25 (B) 2.75 (C) 1.5 (D) 3 (E) কোনোটিই নয়।

[MCQ] Excretion||জীবনবিজ্ঞান।। রেচন।।সেট ১।।Solve.org.in

👉 প্রশ্ন ১ উদ্বায়ী তেল পাওয়া যায় —   ( a ) ইউক্যালিপটাসের পাতায় ( b ) রজন নালীতে ( c ) ক্ষীরনালীতে ( d ) ক্ষীরকোষে

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গণিত অনুশীলন।। দিন ২

দিন ০১ এর অঙ্ক গুলির জন্য, এখানে ক্লিক করুন। প্রশ্ন 1 (S.S.C. 2007) একজন ব্যক্তি 1200 টাকায় 2 টি চেয়ার বিক্রি করেন। একটি চেয়ার এ তিনি 20% লাভ করেন এবং অন্যটিতে 20% ক্ষতি হয়। চেয়ার দুটি বিক্রি করে তার কি পরিমান লাভ বা ক্ষতি হলো?

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গণিত অনুশীলন।। দিন ১

প্রশ্ন ১ 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো, যেটি 111 দ্বারা বিভাজ্য। (A) 111111 (B) 110011 (C) 100011 (D) কোনোটিই নয়।

[MCQ] MOVEMENT AND LOCOMOTION।। জীবনবিজ্ঞান।। চলন ও গমন।।সেট ১।।Solve.org.in

👉 প্রশ্ন ১ লজ্জাবতী গাছ স্পর্শ করলে সঙ্গে সঙ্গে পত্ৰকগুলি মুড়ে যায় , এটি এক রকমের  ( a ) নিকটিন্যাস্টি চলন ,  ( b ) সিসমোন্যাস্টি চলন ,  ( c ) কেমােন্যাস্টি চলন ,  ( d ) থার্মোন্যাস্টি চলন ।