দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
নিচের কোনটি গ্রস্ত উপত্যকা ?
(a) কাবেরী
(b) গোদাবরী
(c) কোশি
(d) নর্মদা
উত্তর : D
প্রশ্ন ২
কুড্ডাপা পর্বতশ্রেণী অবস্থিত ?
(a) পলাশ ও কাবেরীর মধ্যে
(b) সাতপুরা ও মহাদেওর মধ্যে
(c) পালকোন্ডা ও গোদাবরীর মধ্যে
(d) আরাবল্লী ও চম্বলের মধ্যে
উত্তর : C
প্রশ্ন ৩
"ওঙ্গি" নামক উপজাতি কোন অঞ্চলে বাস করে ?
(a) আন্দামান-নিকোবর
(b) অরুণাচল প্রদেশ
(c) মনিপুর
(d) ঝাড়খন্ড
উত্তর : A
প্রশ্ন ৪
নিচের কোন শস্যটি Dry Farming এর অধীনস্ত নয় ?
(a) ধান
(b) গম
(c) ভুট্টা
(d) ডাল
উত্তর : A
প্রশ্ন ৫
ঝুম কি ?
(a) নদী উপত্যকা
(b) আদিবাসী নৃত্য
(c) গ্রস্থ উপত্যকা
(d) এক প্রকার চাষ
উত্তর : D
প্রশ্ন ৬
থিয়েন বাঁধ কোন নদীর উপর নির্মিত ?
(a) ইরাবতী
(b) শতদ্রু
(c) বিপাশা
(d) সিন্ধু
উত্তর : A
প্রশ্ন ৭
মানস ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
(a) অরুণাচল প্রদেশ
(b) আসাম
(c) নাগাল্যান্ড
(d) মিজোরাম
উত্তর : B
প্রশ্ন ৮
'হো' জনজাতি কোন অঞ্চলে দেখা যায় ?
(a) কাশ্মীর
(b) কর্ণাটক
(c) মনিপুর
(d) ঝাড়খন্ড
উত্তর : D
প্রশ্ন ৯
'খাসি' জনজাতি কোন অঞ্চলে দেখা যায় ?
(a) মেঘালয়
(b) বিহার
(c) পশ্চিমবঙ্গ
(d) উড়িষ্যা
উত্তর : A
প্রশ্ন ১০
'লেপচা' জনজাতি কোন অঞ্চলে দেখা যায় ?
(a) উড়িষ্যা
(b) সিকিম
(c) বিহার
(d) হিমাচল প্রদেশ
উত্তর : B
✸✸✸
✸✸✸

Comments
Post a Comment