দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
সঞ্জয় গান্ধী জাতীয় উদ্দ্যান কোন রাজ্যে অবস্থিত ?
(a) বিহার
(b) গুজরাট
(c) ছত্তিসগড়
(d) উড়িষ্যা
উত্তর : C
প্রশ্ন ২
বক্সা জাতীয় উদ্দ্যান কোন রাজ্যে অবস্থিত ?
(a) উত্তর প্রদেশ
(b) পশ্চিমবঙ্গ
(c) সিকিম
(d) বিহার
উত্তর : B
প্রশ্ন ৩
দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
(a) কলসুবাই
(b) আন্নামালাই
(c) আনাইমুদি
(d) কোনোটিই নয়
উত্তর : C
প্রশ্ন ৪
এক ডিগ্রি দ্রাঘিমার পরিবর্তনে সময়ের পার্থক্য কত হয় ?
(a) ১৫ মিনিট
(b) ৪ মিনিট
(c) ৬০ মিনিট
(d) ২৪০ মিনিট
উত্তর : B
প্রশ্ন ৫
একটি নদীর পার্শ্ববর্তী অঞ্চল কি নামের পরিচিত ?
(a) অববাহিকা
(b) ব-দ্বীপ
(c) উপত্যকা
(d) কোনোটিই নয়
উত্তর : A
প্রশ্ন ৬
কত তারিখে দিন ও রাত্রি সমান হয় ?
(a) ২৩ শে মার্চ
(b) ৯ই জুলাই
(c) ২১ শে মার্চ
(d) ২১ শে জুলাই
উত্তর : C
প্রশ্ন ৭
"অপারেশন ব্লাড" কোন ক্ষেত্রের বৃদ্ধিতে কাজ শুরু করেছে ?
(a) কৃষিকাজ
(b) দুধ উৎপাদন
(c) মাছ
(d) জলসেচ
উত্তর : B
প্রশ্ন ৮
কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন শহরের ওপর দিয়ে গেছে ?
(a) মালদা
(b) আদ্রা
(c) রংপুর
(d) সিউড়ি
উত্তর : B
প্রশ্ন ৯
সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
(a) কটক
(b) হরিণঘাটা
(c) দেরাদুন
(d) মাদুরাই
উত্তর : A
প্রশ্ন ১০
কোন শহরকে উদ্যাননগরী বলা হয় ?
(a) লক্ষ্নৌ
(b) বেঙ্গালুরু
(c) হায়দ্রাবাদ
(d) মুম্বাই
উত্তর : B

Comments
Post a Comment