নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
সঞ্জয় গান্ধী জাতীয় উদ্দ্যান কোন রাজ্যে অবস্থিত ?
(a) বিহার
(b) গুজরাট
(c) ছত্তিসগড়
(d) উড়িষ্যা
উত্তর : C
প্রশ্ন ২
বক্সা জাতীয় উদ্দ্যান কোন রাজ্যে অবস্থিত ?
(a) উত্তর প্রদেশ
(b) পশ্চিমবঙ্গ
(c) সিকিম
(d) বিহার
উত্তর : B
প্রশ্ন ৩
দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
(a) কলসুবাই
(b) আন্নামালাই
(c) আনাইমুদি
(d) কোনোটিই নয়
উত্তর : C
প্রশ্ন ৪
এক ডিগ্রি দ্রাঘিমার পরিবর্তনে সময়ের পার্থক্য কত হয় ?
(a) ১৫ মিনিট
(b) ৪ মিনিট
(c) ৬০ মিনিট
(d) ২৪০ মিনিট
উত্তর : B
প্রশ্ন ৫
একটি নদীর পার্শ্ববর্তী অঞ্চল কি নামের পরিচিত ?
(a) অববাহিকা
(b) ব-দ্বীপ
(c) উপত্যকা
(d) কোনোটিই নয়
উত্তর : A
প্রশ্ন ৬
কত তারিখে দিন ও রাত্রি সমান হয় ?
(a) ২৩ শে মার্চ
(b) ৯ই জুলাই
(c) ২১ শে মার্চ
(d) ২১ শে জুলাই
উত্তর : C
প্রশ্ন ৭
"অপারেশন ব্লাড" কোন ক্ষেত্রের বৃদ্ধিতে কাজ শুরু করেছে ?
(a) কৃষিকাজ
(b) দুধ উৎপাদন
(c) মাছ
(d) জলসেচ
উত্তর : B
প্রশ্ন ৮
কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন শহরের ওপর দিয়ে গেছে ?
(a) মালদা
(b) আদ্রা
(c) রংপুর
(d) সিউড়ি
উত্তর : B
প্রশ্ন ৯
সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
(a) কটক
(b) হরিণঘাটা
(c) দেরাদুন
(d) মাদুরাই
উত্তর : A
প্রশ্ন ১০
কোন শহরকে উদ্যাননগরী বলা হয় ?
(a) লক্ষ্নৌ
(b) বেঙ্গালুরু
(c) হায়দ্রাবাদ
(d) মুম্বাই
উত্তর : B
Comments
Post a Comment