দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্ন ১
নিচের কোন দ্বীপটি ভারত এবং শ্রীলংকার মাঝে অবস্থিত ?
(a) এলিফ্যান্টা
(b) নিকোবর
(c) রামেশ্বরম
(d) সালসেট
উত্তর : C
প্রশ্ন ২
নিচের কোন নদীটি একাধিক দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে ?
(a) ব্রহ্মপুত্র
(b) গঙ্গা
(c) সিন্ধু
(d) উপরের সবকটি
উত্তর : D
প্রশ্ন ৩
নিম্নলিখিত কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায় ?
(a) পশ্চিমবঙ্গ
(b) ওড়িশা
(c) ঝাড়খণ্ড
(d) মধ্যপ্রদেশ
উত্তর : C
প্রশ্ন ৪
কঙ্কন উপকূলে নিচের কোন পোতাশ্রয়টি গঠিত ?
(a) কোচি
(b) খান্ডালা
(c) মাজাগন
(d) বিশাখাপত্তনম
উত্তর : C
প্রশ্ন ৫
রেড ইন্ডিয়ান -
(a) উত্তর আমেরিকার আদিবাসি
(b) নীলগিরি পাহাড়ের আদিবাসী
(c) অসমের পাহাড়ি উপজাতি
(d) দক্ষিণ আফ্রিকার যুদ্ধবাজ জাতি
উত্তর : A
প্রশ্ন ৬
শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ?
(a) সিন্ধু
(b) চন্দ্রভাগা
(c) ইরাবতী
(d) ঝিলাম
উত্তর : D
প্রশ্ন ৭
নিচের কোন ভৌগোলিক অঞ্চলে সবচেয়ে বেশি তুলা উৎপন্ন হয় ?
(a) উত্তর পশ্চিমাঞ্চলে
(b) মধ্যাঞ্চলে
(c) দাক্ষিণাত্যে
(d) উত্তর পূর্বাঞ্চলে
উত্তর : C
প্রশ্ন ৮
দামোদর উপত্যকা পরিকল্পনায় পাঞ্চেত বাঁধ নির্মিত হয়েছে কোন উদ্দেশ্যে ?
(a) শক্তি উৎপাদন
(b) জলসেচ
(c) বন্যা নিয়ন্ত্রণ
(d) উপরের সবকটি
উত্তর : C
প্রশ্ন ৯
ভারতের দক্ষিণতম নদী কোনটি ?
(a) গোদাবরী
(b) কৃষ্ণা
(c) মহানদী
(d) কাবেরী
উত্তর : D
প্রশ্ন ১০
কোন রাজ্যে খনিজ সম্পদের ভান্ডার সবচেয়ে বেশি ?
(a) পশ্চিমবঙ্গ
(b) ওড়িশা
(c) ঝাড়খণ্ড
(d) মধ্যপ্রদেশ
উত্তর : C
✸✸✸
✸✸✸

Comments
Post a Comment