নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের নীচের দিকে ক্ষয়কাজ বেশি করে বলে নদী-খাত প্রথমে '।'
ইতিহাস MCQs For WBCS EXAM
প্রশ্নঃ ১.
গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন?
(a) লুম্বিনী
(b) সারণাথ
(c) কুশিনগর
(d) বুদ্ধগয়া
উত্তরঃ d
প্রশ্নঃ ২.
মৃচ্ছকটিকম নাটকটি কার লেখা?
(a) বিসাখদত্ত
(b) সুদ্রক
(c) বানভট্ট
(d) ভাস
উত্তরঃ b
প্রশ্নঃ ৩.
সমুদ্রগুপ্তের পরবর্তী রাজা কে ছিলেন?
(a) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(b) বিষ্ণুগুপ্ত
(c) প্রথম চন্দ্রগুপ্ত
(d) স্কন্দগুপ্ত
উত্তরঃ a
প্রশ্নঃ ৪.
অশোকের লিপি ও ব্রামহি লিপি কে পাঠোদ্ধার করেন?
(a) আলেকজান্ডার কনিং হাম
(b) জেমস প্রিন্সেপ
(c) ম্যাক্স মুলার
(d) মটিমর হুইলার
উত্তরঃ b
প্রশ্নঃ ৫.
নিচের কোন স্থানে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজের সাক্ষ্য মেলে ?
(a) প্রতাপগর
(b) মেহেরগড়
(c) কোয়েটা
(d) কালাত
উত্তরঃ b
প্রশ্নঃ ৬.
নিচের হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অন্তর্গত নয়?
(a) সুরকোটাডা
(b) লোথাল
(c) ধোলাভিরা
(d) বানওয়ালি
উত্তরঃ d
প্রশ্নঃ ৭.
বুদ্ধচরিত গ্রন্থটির কে লেখেন ?
(a) বুদ্ধ ঘোষ
(b) অশ্ব ঘোষ
(c) নাগার্যুন
(d) পাণিনি
উত্তরঃ b
প্রশ্নঃ ৮.
চন্দ্রগুপ্ত মোর্যের সময় ভারতে আসেন -
(a) ফা হিয়েন
(b) হিউয়েন সাং
(c) মেগাস্থেনিস
(d) স্ট্রাবো
উত্তরঃ c
প্রশ্নঃ ৯.
কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা ও গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল?
(a) অঙ্গ
(b) কোসল
(c) মগধ
(d) অবন্তী
উত্তরঃ c
প্রশ্নঃ ১০.
গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন ?
(a) বুদ্ধগয়া
(b) শ্রাবস্তী
(c) সারণাথ
(d) বৈশালী
উত্তরঃ c
Comments
Post a Comment