দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে ?
উত্তর: এলাহাবাদ।
প্রশ্ন:২
ওড়িশা রাজ্যের State Animal কোনটি ?
উত্তর: সম্বর হরিণ।
প্রশ্ন:৩
আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি ?
উত্তর: ভ্যাটিকান সিটি।
প্রশ্ন:৪
ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত ?
উত্তর: হায়দ্রাবাদ।
প্রশ্ন:৫
দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা—তিনটি মাত্রা, চতুর্থ মাত্রা কি ?
উত্তর: সময়।
প্রশ্ন:৬
পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয় ?
উত্তর: বিহার–উত্তরপ্রদেশ।
প্রশ্ন:৭
কোন শহরকে “নীরব শহর” বলা হয় ?
উত্তর: রোম।
প্রশ্ন:৮
‘আমন ব্রিজ’—কোন দুটি দেশকে যুক্ত করেছে ?
উত্তর: ভারত–পাকিস্তান।
প্রশ্ন:৯
ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল “Ecology is Permanent Economy” ?
উত্তর: চিপকো আন্দোলন।
প্রশ্ন:১০
কসমিক ইয়ার (Cosmic Year) কি ?
উত্তর: যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে।

Comments
Post a Comment