দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
সিডার ঝড় কোথায় দেখা যায় ?
উত্তর: ভারত ও বাংলাদেশ।
প্রশ্ন:২
তিব্বতে যাওয়ার জন্য সিকিম রাজ্যে কোন গিরিপথটি আছে ?
উত্তর: নাথুলা।
প্রশ্ন:৩
আয়ন বায়ু কে কি নামে ডাকা হয় ?
উত্তর: বাণিজ্য বায়ু।
প্রশ্ন:৪
পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত ?
উত্তর: —১৭৫ সেন্টিমিটার।
প্রশ্ন:৫
টাইফুন কোথায় দেখা যায় ?
উত্তর: চিন ও জাপান উপকূলে।
প্রশ্ন:৬
গর্জন কোন শ্রেণির বৃক্ষ ?
উত্তর: পাতাঝরা বা, পর্ণমোচী বৃক্ষ।
প্রশ্ন:৭
হ্যারিকেন কোথায় দেখা যায় ?
উত্তর: পশ্চিম ভারতে।
প্রশ্ন:৮
আত্ৰেয়ী বা আত্রাই নদীর তীরে আছে কোন শহর ?
উত্তর: বালুরঘাট।
প্রশ্ন:৯
পশ্চিমবঙ্গের কোথায় উলফ্রাম খনিজ পদার্থ পাওয়া যায় ?
উত্তর: বাঁকুড়া জেলার ঝিলিমিলিতে।
প্রশ্ন:১০
শীতকালে সাধারণত কোন মেঘ বৃষ্টি হয় ?
উত্তর: স্ট্র্যাটোকিউমুলাস।

Comments
Post a Comment