পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয় ?
উত্তর: ঘুসুড়ি।
প্রশ্ন:২
ভারতের বৃহত্তম তাম্র কারখানাটি কোন অঞ্চলে অবস্থিত ?
উত্তর: মৌভাণ্ডার।
প্রশ্ন:৩
রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ?
উত্তর: পশ্চিম জর্মানী।
প্রশ্ন:৪
কোন দেশে এলাকাগতভাবে সবচেয়ে বড়ো বিমানবন্দরটি অবস্থিত ?
উত্তর: সৌদি আরব।
প্রশ্ন:৫
ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত ?
উত্তর: উত্তরপ্রদেশের বারাণসী।
প্রশ্ন:৬
ভারতের কোন রাজ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি ?
উত্তর: মধ্যপ্রদেশ।
প্রশ্ন:৭
ভিলাই লৌহ-ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ?
উত্তর: পূর্বতন সোভিয়েত ইউনিয়ন।
প্রশ্ন:৮
সূর্য কী ?
উত্তর: নক্ষত্র।
প্রশ্ন:৯
ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে ?
উত্তর: গুজরাট।
প্রশ্ন:১০
লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি ?
উত্তর: কাভারাত্তি।

Comments
Post a Comment