দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর: গুজরাট।
প্রশ্ন:২
পৃথিবীর শ্রেষ্ঠ অভ্রবলয় কোনটি ?
উত্তর: কোডার্মা মালভূমির উত্তরাংশ।
প্রশ্ন:৩
ভারতের আমদানী বাণিজ্যে কলিকাতা বন্দরের স্থান কত ?
উত্তর: দ্বিতীয়।
প্রশ্ন:৪
ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি ?
উত্তর: পরেশনাথ।
প্রশ্ন:৫
ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি ?
উত্তর: নভসেবা।
প্রশ্ন:৬
যাদুগোড়া খনি থেকে কি পাওয়া যায় ?
উত্তর: ইউরেনিয়াম।
প্রশ্ন:৭
ভারতের বৃহত্তম টায়ার নির্মান কারখানা ‘ডানলপ ইন্ডিয়া লিমিটেড’ কোথায় অবস্থিত ?
উত্তর: সাহাগঞ্জে।
প্রশ্ন:৮
নভসেবা বন্দরটির নতুন নাম কি ?
উত্তর: জওহরলাল নেহেরু বন্দর।
প্রশ্ন:৯
ভারতে প্রথম কাগজ কলটি কোথায় স্থাপিত হয়েছিল ?
উত্তর: শ্রীরামপুরে।
প্রশ্ন:১০
‘ডলফিনস নোজ’ নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্ঠিত বন্দরটির নাম কী ?
উত্তর: বিশাখাপত্তনম।

Comments
Post a Comment