ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
ভূগোল-অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
মধ্য আমেরিকায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত ?
উত্তর: মিলপা।
প্রশ্ন:২
কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি ভারতের কোন শহরে অবস্থিত ?
উত্তর: কোচিনে।
প্রশ্ন:৩
ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরী কোথায় অবস্থতি ?
উত্তর: ব্যাঙ্গালোরে।
প্রশ্ন:৪
কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয় ?
উত্তর: মাদুরাইকে।
প্রশ্ন:৫
উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র কোনটি ?
উত্তর: কানপুর।
প্রশ্ন:৬
দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দির ‘মিনাক্ষী মন্দির’ কোথায় অবস্থিত ?
উত্তর: মাদুরাইতে।
প্রশ্ন:৭
আমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: সবরমতী নদীর তীরে।
প্রশ্ন:৮
বরোদা শহরের নতুন নাম কী ?
উত্তর: ভাদোদরা।
প্রশ্ন:৯
ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
উত্তর: কোচিনে।
প্রশ্ন:১০
লক্ষণৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর: গোমতী নদীর তীরে।

Comments
Post a Comment