🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:
রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ দুটি সর্বভারতীয় কৃত্যকের নাম লেখ। উত্তর: দুটি সর্বভারতীয় কৃত্যক হ’ল (i) ভারতীয় প্রশাসনিক কৃত্যক (I.A.S) এবং (ii) ভারতীয় আরক্ষা কৃত্যক (I.P.S.)। প্রশ্ন:২ ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করেন ? উত্তর: সংবিধানের ৫৪ নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি একটি নির্বাচক সংস্থা দ্বারা নির্বাচিত হন। এই নির্বাচক সংস্থার সদস্য হ’ল— (১) পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্যবৃন্দ এবং (২) রাজ্যের বিধানসভাসমূহের নির্বাচিত সদস্যবৃন্দ।