Skip to main content

Posts

প্রস্তুতি শুরু করা যাক [খুব তাড়াতাড়ি আসছে]

WBSSC WBPSC WBPRB WBCS

সাম্প্রতিক পোস্ট

হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয় (A detailed introduction to the social life of the inhabitants of the Harappan civilization)

🗿 হরপ্পা সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবনের বিস্তারিত পরিচয়           হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অধিবাসীদের সামাজিক জীবন সম্পর্কে জানার প্রধান উৎস হলো প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে প্রাপ্ত নগর পরিকল্পনা, সমাধিক্ষেত্র, মৃৎপাত্র, মূর্তি, অলংকার এবং অন্যান্য নিদর্শনসমূহ। এই নিদর্শনের ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা হরপ্পা সমাজের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি তুলে ধরেছেন:

পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষা বোর্ডসমূহ [খুব তাড়াতাড়ি আসছে]

WBBPE WBBSE WBCHSE WBMSC

রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।সেট-৩

রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ দুটি সর্বভারতীয় কৃত্যকের নাম লেখ। উত্তর:  দুটি সর্বভারতীয় কৃত্যক হ’ল  (i) ভারতীয় প্রশাসনিক কৃত্যক (I.A.S) এবং  (ii) ভারতীয় আরক্ষা কৃত্যক (I.P.S.)। প্রশ্ন:২ ভারতের রাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করেন ? উত্তর:  সংবিধানের ৫৪ নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি একটি নির্বাচক সংস্থা দ্বারা নির্বাচিত হন। এই নির্বাচক সংস্থার সদস্য হ’ল— (১) পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্যবৃন্দ এবং  (২) রাজ্যের বিধানসভাসমূহের নির্বাচিত সদস্যবৃন্দ।

রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।সেট-২

রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে ? উত্তর:  রাষ্ট্রের সর্বোচ্চ শাসন বিভাগীয় প্রধান যদি বংশানুক্রমিক ভাবে উত্তরাধিকার সূত্রে মনােনিত না হয়ে জনগনের দ্বারা প্রত্যক্ষ বা পরােক্ষভাবে নির্বাচিত হন তাহলে সেই শাসন ব্যবস্থাকে প্রজাতান্ত্রিক সরকার বলে। প্রশ্ন:২ সুপ্রিম কোর্টের আপিল এলাকা কয়প্রকার ও কি কি ? উত্তর:  ভারতের সুপ্রিম কোর্টের আপিল এলাকা চারপ্রকারের হয়ে থাকে। যেমন—  (i) সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল।  (ii) দেওয়ানী আপিল।  (iii) ফৌজদারী আপিল।  (iv) বিশেষ অনুমতি সূত্রে আপিল।

রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।।সেট-১

রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:১ ‘ফ্যাসিবাদ’ কি ? উত্তর:  রাষ্ট্রবিজ্ঞানী ইবেনষ্টাইনের মতে ফ্যাসিবাদ হল এমন একদলীয়, একনায়কতন্ত্রী শাসন ব্যবস্থা এবং এমন এক সর্ব নিয়ন্ত্ৰণবাদী মতবাদ যা উগ্রজাতীয়তাবাদ, আগ্রাসী জাতিবিদ্বেষ এবং সাম্রাজ্যবাদী লক্ষের উপর প্রতিষ্ঠিত। প্রশ্ন:২ দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে দুটি যুক্তি দাও। উত্তর:  (i) নিম্নকক্ষের জনপ্রতিনিধিদের উপর উচ্চকক্ষের মনােনীত সদস্যদের নিয়ন্ত্রণ গণতন্ত্র সম্মত নয়। (ii) দ্বিতীয় কক্ষ থাকলে সরকারী অর্থের অপব্যায় হয় তাই দ্বিতীয় কক্ষ অনাবশ্যক। প্রশ্ন:৩ ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বােঝ ?

ভৌত রাশির একক ও মাত্রা

ভৌত রাশির একক ও মাত্রা একক(Units) কি ?                  যে কোনো ভৌত রাশিকে সঠিকভাবে পরিমাপ করার জন্য সমজাতীয় রাশির একটি সুবিধাজনক, নির্ভুল এবং নির্দিষ্ট পরিমান কে প্রমান মান  ধরে ওই ভৌত রাশিটি প্রমান মানের কতগুণ তা পরিমাপ করা হয়। ওই প্রমান মানকে ওই ভৌত রাশিটির একক বলা হয়।  ஃ ভৌত রাশি = গাণিতিক মান X একক।  একক কয় প্রকার ও কি কি ?       একককে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় : 1) প্রাথমিক বা মূল একক ::  সেই সমস্ত ভৌত রাশির এককগুলিকে প্রাথমিক বা মূল একক বলে যাদের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্য গুলি পরিলক্ষিত হয় -                                   (i) যে সমস্ত ভৌত রাশির একক পরস্পরের ওপর বা অন্য কোনো ভৌত রাশির এককের ওপরে নির্ভরশীল নয় এবং ,                                   (ii) এই সমস্ত এককের সাহায্যে অন্য ভৌতরাশির একক গঠন করা যায় 2)লব্ধ একক :: এক বা একাধ...

[VSQ]Political Science।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-২০

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ উপযােগী বা সুখবাদের মূল প্রবক্তা (মিল/বেহ্নাম/লক)। 👉উত্তর:  বেহ্নাম। ✔️প্রশ্ন:২ রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত ? 👉উত্তর:  ৫ বছর। ✔️প্রশ্ন:৩ ভারতের প্রকৃত শাসক কে ? 👉উত্তর:  প্রধানমন্ত্রী। ✔️প্রশ্ন:৪ ভারতের রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে কি বলে ? 👉উত্তর:  ‘ভেটো ক্ষমতা’।

[VSQ]Political Science।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-১৯

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ ভারতের কূটনৈতিক প্রতিনিধিদের বিদেশে কে প্রেরণ করেন ? 👉উত্তর:  ভারতের রাষ্ট্রপতি। ✔️প্রশ্ন:২ পূর্ণক্ষমতা স্বতন্ত্রীকরণ (সম্ভব/সম্ভব নয়)। 👉উত্তর:  সম্ভব নয়। ✔️প্রশ্ন:৩ ভারতীয় পার্লামেন্টের অর্থসংক্রান্ত একটি কমিটির নাম লেখ ? 👉উত্তর:  সরকারী গাণিতিক কমিটি (PAC)। ✔️প্রশ্ন:৪ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম কোথায় চালু হয় ? 👉উত্তর:  গ্রেট ব্রিটেন।

[VSQ]Political Science।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-১৮

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর ? 👉উত্তর:  ৫ বছর। ✔️প্রশ্ন:২ বিপ্লবকে ইতিহাসের চালিকা শক্তি বলেছেন কে ? 👉উত্তর:  কার্ল মার্কস। ✔️প্রশ্ন:৩ বর্তমান মহাসচিবের নাম কি ? 👉উত্তর:  অ্যান্টোনিও গুতারেস ✔️প্রশ্ন:৪ ‘দাস ক্যাপিটাল’ কে রচনা করেন ? 👉উত্তর:  কার্ল মার্কস ১৮৬৭ সালে।

[VSQ]Political Science।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-১৭

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ দ্বি-কক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার দ্বিতীয় কক্ষটির নাম কি ? 👉উত্তর:  বিধান পরিষদ। ✔️প্রশ্ন:২ জাতিপুঞ্জের সার্বভৌমত্ব (আছে/নেই)। 👉উত্তর:  নেই। ✔️প্রশ্ন:৩ বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় (১৯৫৪/১৯৫৫/১৯৬০) সালে। 👉উত্তর:  ১৯৫৫ সালে। ✔️প্রশ্ন:৪ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ? 👉উত্তর:  মােট ১৫ (স্থায়ী ৫, অস্থায়ী ১০)।

[VSQ]Political Science।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-১৬

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ কেন্দ্রীয় প্রশাসনের শীর্ষে অবস্থিত সংস্থাটির নাম কি ? 👉উত্তর:  ক্যাবিনেট সচিবালয়। ✔️প্রশ্ন:২ রাজ্যসভা অর্থবিল কতদিন পর্যন্ত বিবেচনার জন্য রাখতে পারেন ? 👉উত্তর:  ১৪ দিন পর্যন্ত। ✔️প্রশ্ন:৩ ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম (রাজ্যসভা/সেনেট/লর্ডস সভা)। 👉উত্তর:  লর্ডস সভা। ✔️প্রশ্ন:৪ ভারতের প্রধান মন্ত্রী (রাষ্ট্রপতি/সুপ্রিম কোর্ট/লােকসভা) কর্তৃক নিযুক্ত হন। 👉উত্তর:  রাষ্ট্রপতি।

[VSQ]Political Science।।সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর।।সেট-১৫

 সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর ✔️প্রশ্ন:১ কখন ভারতীয় রাজনীতিতে বিশ্বায়নের প্রক্রিয়া শুরু হয় ? 👉উত্তর:  1990-এর দশক থেকে। ✔️প্রশ্ন:২ ভারত ও (রাশিয়া/চিন) পঞ্চশীল নীতি প্রণয়ন করছে। 👉উত্তর:  চিন। ✔️প্রশ্ন:৩ সাধারণ বিল পাস করে (লােকসভা/রাজ্যসভা/লােকসভা ও রাজ্যসভা)। 👉উত্তর:  লােকসভা ও রাজ্যসভা। ✔️প্রশ্ন:৪ W.T.O- র পুরাে নাম কি ? 👉উত্তর:  World Trade Organisation।