নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
কখন ভারতীয় রাজনীতিতে বিশ্বায়নের প্রক্রিয়া শুরু হয় ?
👉উত্তর:
1990-এর দশক থেকে।
✔️প্রশ্ন:২
ভারত ও (রাশিয়া/চিন) পঞ্চশীল নীতি প্রণয়ন করছে।
👉উত্তর:
চিন।
✔️প্রশ্ন:৩
সাধারণ বিল পাস করে (লােকসভা/রাজ্যসভা/লােকসভা ও রাজ্যসভা)।
👉উত্তর:
লােকসভা ও রাজ্যসভা।
✔️প্রশ্ন:৪
W.T.O- র পুরাে নাম কি ?
👉উত্তর:
World Trade Organisation।
✔️প্রশ্ন:৫
কোন বিল শুধুমাত্র লােকসভায় উত্থাপিত হতে পারে ?
👉উত্তর:
অর্থবিল।
✔️প্রশ্ন:৬
C.T.B.T- র পুরাে কথা কি ?
👉উত্তর:
Comprehensive Test Ban Trety।
✔️প্রশ্ন:৭
জোট নিরপেক্ষতার নীতি গ্রহণ করছে ( ১ ম/২ য়/৩ য়) বিশ্ব।
👉উত্তর:
৩ য়।
✔️প্রশ্ন:৮
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দুই মহাশক্তিধর রাষ্ট্রের নাম কি ?
👉উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র ও সােভিয়েত রাশিয়া।
✔️প্রশ্ন:৯
জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা কারা ?
👉উত্তর:
ভারতের প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু, মিশরের রাষ্ট্রপতি নাসের প্রমুখ।
✔️প্রশ্ন:১০
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা (দ্বিস্তর/ত্রিস্তর )।
👉উত্তর:
ত্রিস্তর।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৪[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৬[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
Comments
Post a Comment