বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
কখন ভারতীয় রাজনীতিতে বিশ্বায়নের প্রক্রিয়া শুরু হয় ?
👉উত্তর:
1990-এর দশক থেকে।
✔️প্রশ্ন:২
ভারত ও (রাশিয়া/চিন) পঞ্চশীল নীতি প্রণয়ন করছে।
👉উত্তর:
চিন।
✔️প্রশ্ন:৩
সাধারণ বিল পাস করে (লােকসভা/রাজ্যসভা/লােকসভা ও রাজ্যসভা)।
👉উত্তর:
লােকসভা ও রাজ্যসভা।
✔️প্রশ্ন:৪
W.T.O- র পুরাে নাম কি ?
👉উত্তর:
World Trade Organisation।
✔️প্রশ্ন:৫
কোন বিল শুধুমাত্র লােকসভায় উত্থাপিত হতে পারে ?
👉উত্তর:
অর্থবিল।
✔️প্রশ্ন:৬
C.T.B.T- র পুরাে কথা কি ?
👉উত্তর:
Comprehensive Test Ban Trety।
✔️প্রশ্ন:৭
জোট নিরপেক্ষতার নীতি গ্রহণ করছে ( ১ ম/২ য়/৩ য়) বিশ্ব।
👉উত্তর:
৩ য়।
✔️প্রশ্ন:৮
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দুই মহাশক্তিধর রাষ্ট্রের নাম কি ?
👉উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র ও সােভিয়েত রাশিয়া।
✔️প্রশ্ন:৯
জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা কারা ?
👉উত্তর:
ভারতের প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু, মিশরের রাষ্ট্রপতি নাসের প্রমুখ।
✔️প্রশ্ন:১০
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা (দ্বিস্তর/ত্রিস্তর )।
👉উত্তর:
ত্রিস্তর।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৪[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৬[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿

Comments
Post a Comment