ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূরপ্রসারী। সমুদ্র ভারতের কেবল ভৌগোলিক সীমানাই নির্ধারণ করেনি, বরং এর সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব-সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলেছে। ভারতবর্ষের তিনদিক সমুদ্রবেষ্টিত। তাই, ভারত-ইতিহাসে সমুদ্রের প্রভাব থাকাটাই স্বাভাবিক ঘটনা। (১) তিনদিক সমুদ্রবেষ্টিত হওয়ায় তিন দিকের সীমান্ত বেশ সুরক্ষিত। (২) আবার এই সমুদ্রপথ ধরেই আমাদের দেশের সঙ্গে চিন, রোম, মালয়, সুমাত্রা, জাভা, সিংহল ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। (৩) এমনকি এই জলপথের মাধ্যমেই রাজনৈতিক প্রাধান্য স্থাপিত হয়েছে।
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
কখন ভারতীয় রাজনীতিতে বিশ্বায়নের প্রক্রিয়া শুরু হয় ?
👉উত্তর:
1990-এর দশক থেকে।
✔️প্রশ্ন:২
ভারত ও (রাশিয়া/চিন) পঞ্চশীল নীতি প্রণয়ন করছে।
👉উত্তর:
চিন।
✔️প্রশ্ন:৩
সাধারণ বিল পাস করে (লােকসভা/রাজ্যসভা/লােকসভা ও রাজ্যসভা)।
👉উত্তর:
লােকসভা ও রাজ্যসভা।
✔️প্রশ্ন:৪
W.T.O- র পুরাে নাম কি ?
👉উত্তর:
World Trade Organisation।
✔️প্রশ্ন:৫
কোন বিল শুধুমাত্র লােকসভায় উত্থাপিত হতে পারে ?
👉উত্তর:
অর্থবিল।
✔️প্রশ্ন:৬
C.T.B.T- র পুরাে কথা কি ?
👉উত্তর:
Comprehensive Test Ban Trety।
✔️প্রশ্ন:৭
জোট নিরপেক্ষতার নীতি গ্রহণ করছে ( ১ ম/২ য়/৩ য়) বিশ্ব।
👉উত্তর:
৩ য়।
✔️প্রশ্ন:৮
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দুই মহাশক্তিধর রাষ্ট্রের নাম কি ?
👉উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র ও সােভিয়েত রাশিয়া।
✔️প্রশ্ন:৯
জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা কারা ?
👉উত্তর:
ভারতের প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু, মিশরের রাষ্ট্রপতি নাসের প্রমুখ।
✔️প্রশ্ন:১০
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা (দ্বিস্তর/ত্রিস্তর )।
👉উত্তর:
ত্রিস্তর।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৪[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৬[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿

Comments
Post a Comment