দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
কখন ভারতীয় রাজনীতিতে বিশ্বায়নের প্রক্রিয়া শুরু হয় ?
👉উত্তর:
1990-এর দশক থেকে।
✔️প্রশ্ন:২
ভারত ও (রাশিয়া/চিন) পঞ্চশীল নীতি প্রণয়ন করছে।
👉উত্তর:
চিন।
✔️প্রশ্ন:৩
সাধারণ বিল পাস করে (লােকসভা/রাজ্যসভা/লােকসভা ও রাজ্যসভা)।
👉উত্তর:
লােকসভা ও রাজ্যসভা।
✔️প্রশ্ন:৪
W.T.O- র পুরাে নাম কি ?
👉উত্তর:
World Trade Organisation।
✔️প্রশ্ন:৫
কোন বিল শুধুমাত্র লােকসভায় উত্থাপিত হতে পারে ?
👉উত্তর:
অর্থবিল।
✔️প্রশ্ন:৬
C.T.B.T- র পুরাে কথা কি ?
👉উত্তর:
Comprehensive Test Ban Trety।
✔️প্রশ্ন:৭
জোট নিরপেক্ষতার নীতি গ্রহণ করছে ( ১ ম/২ য়/৩ য়) বিশ্ব।
👉উত্তর:
৩ য়।
✔️প্রশ্ন:৮
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে দুই মহাশক্তিধর রাষ্ট্রের নাম কি ?
👉উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র ও সােভিয়েত রাশিয়া।
✔️প্রশ্ন:৯
জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা কারা ?
👉উত্তর:
ভারতের প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু, মিশরের রাষ্ট্রপতি নাসের প্রমুখ।
✔️প্রশ্ন:১০
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা (দ্বিস্তর/ত্রিস্তর )।
👉উত্তর:
ত্রিস্তর।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৪[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৬[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿

Comments
Post a Comment