বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
উপযােগী বা সুখবাদের মূল প্রবক্তা (মিল/বেহ্নাম/লক)।
👉উত্তর:
বেহ্নাম।
✔️প্রশ্ন:২
রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত ?
👉উত্তর:
৫ বছর।
✔️প্রশ্ন:৩
ভারতের প্রকৃত শাসক কে ?
👉উত্তর:
প্রধানমন্ত্রী।
✔️প্রশ্ন:৪
ভারতের রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে কি বলে ?
👉উত্তর:
‘ভেটো ক্ষমতা’।
✔️প্রশ্ন:৫
উদারনীতিবাদের বাইবেল কোন গ্রন্থকে বলা হয় ?
👉উত্তর:
অ্যাডাম স্মিথের ‘ওয়েলথ অব নেশনস’ গ্রন্থটিকে।
✔️প্রশ্ন:৬
কোন পদ্ধতিতে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন ?
👉উত্তর:
একক হস্তান্তরযােগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বে ভােট পদ্ধতিতে।
✔️প্রশ্ন:৭
ভারতের তত্ত্বগত বা নিয়মতান্ত্রিক শাসক কে ?
👉উত্তর:
রাষ্ট্রপতি।
✔️প্রশ্ন:৮
কোন পদ্ধতিতে ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় ?
👉উত্তর:
ইমপিচমেন্ট পদ্ধতি।
✔️প্রশ্ন:৯
সংবিধানের ব্যাখ্যার দায়িত্ব সরকারের কোন বিভাগের উপর ন্যাস্ত ?
👉উত্তর:
বিচার বিভাগের উপর।
✔️প্রশ্ন:১০
কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনা করেন (মার্কস/এঙ্গেলস/লেনিন/স্তালিন)।
👉উত্তর:
মার্কস এঙ্গেলস।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৯[PREV]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿

Comments
Post a Comment