প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর ?
👉উত্তর:
৫ বছর।
✔️প্রশ্ন:২
বিপ্লবকে ইতিহাসের চালিকা শক্তি বলেছেন কে ?
👉উত্তর:
কার্ল মার্কস।
✔️প্রশ্ন:৩
বর্তমান মহাসচিবের নাম কি ?
👉উত্তর:
অ্যান্টোনিও গুতারেস
✔️প্রশ্ন:৪
‘দাস ক্যাপিটাল’ কে রচনা করেন ?
👉উত্তর:
কার্ল মার্কস ১৮৬৭ সালে।
✔️প্রশ্ন:৫
আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ (৫/৯/১৫) বছর।
👉উত্তর:
৯ বছর।
✔️প্রশ্ন:৬
কে বিশ্ব শান্তিকে ‘কাপুরুষের স্বপ্ন’ বলেছেন ?
👉উত্তর:
মুসােলিনি।
✔️প্রশ্ন:৭
আন্তর্জাতিক বিচারালয়ের সদর দফতর কোথায় অবস্থিত ?
👉উত্তর:
নেদারল্যাণ্ডের হেগ শহরে।
✔️প্রশ্ন:৮
কোথায় কত সালে ফ্যাসিবাদের জন্ম ?
👉উত্তর:
১৯১৯ সালে ইতালিতে।
✔️প্রশ্ন:৯
উদারনীতিবাদের মুখ্য প্রবক্তা কারা ?
👉উত্তর:
জন স্টুয়ার্ট মিল, বেহ্নাম, অ্যাডাম স্মিথ প্রমুখ।
✔️প্রশ্ন:১০
প্রথম মহাসচিব কে ছিলেন ?
👉উত্তর:
ট্রিগভি লি।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৭[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৯[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿

Comments
Post a Comment