দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর ?
👉উত্তর:
৫ বছর।
✔️প্রশ্ন:২
বিপ্লবকে ইতিহাসের চালিকা শক্তি বলেছেন কে ?
👉উত্তর:
কার্ল মার্কস।
✔️প্রশ্ন:৩
বর্তমান মহাসচিবের নাম কি ?
👉উত্তর:
অ্যান্টোনিও গুতারেস
✔️প্রশ্ন:৪
‘দাস ক্যাপিটাল’ কে রচনা করেন ?
👉উত্তর:
কার্ল মার্কস ১৮৬৭ সালে।
✔️প্রশ্ন:৫
আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ (৫/৯/১৫) বছর।
👉উত্তর:
৯ বছর।
✔️প্রশ্ন:৬
কে বিশ্ব শান্তিকে ‘কাপুরুষের স্বপ্ন’ বলেছেন ?
👉উত্তর:
মুসােলিনি।
✔️প্রশ্ন:৭
আন্তর্জাতিক বিচারালয়ের সদর দফতর কোথায় অবস্থিত ?
👉উত্তর:
নেদারল্যাণ্ডের হেগ শহরে।
✔️প্রশ্ন:৮
কোথায় কত সালে ফ্যাসিবাদের জন্ম ?
👉উত্তর:
১৯১৯ সালে ইতালিতে।
✔️প্রশ্ন:৯
উদারনীতিবাদের মুখ্য প্রবক্তা কারা ?
👉উত্তর:
জন স্টুয়ার্ট মিল, বেহ্নাম, অ্যাডাম স্মিথ প্রমুখ।
✔️প্রশ্ন:১০
প্রথম মহাসচিব কে ছিলেন ?
👉উত্তর:
ট্রিগভি লি।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৭[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৯[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿

Comments
Post a Comment