ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ কত বছর ?
👉উত্তর:
৫ বছর।
✔️প্রশ্ন:২
বিপ্লবকে ইতিহাসের চালিকা শক্তি বলেছেন কে ?
👉উত্তর:
কার্ল মার্কস।
✔️প্রশ্ন:৩
বর্তমান মহাসচিবের নাম কি ?
👉উত্তর:
অ্যান্টোনিও গুতারেস
✔️প্রশ্ন:৪
‘দাস ক্যাপিটাল’ কে রচনা করেন ?
👉উত্তর:
কার্ল মার্কস ১৮৬৭ সালে।
✔️প্রশ্ন:৫
আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ (৫/৯/১৫) বছর।
👉উত্তর:
৯ বছর।
✔️প্রশ্ন:৬
কে বিশ্ব শান্তিকে ‘কাপুরুষের স্বপ্ন’ বলেছেন ?
👉উত্তর:
মুসােলিনি।
✔️প্রশ্ন:৭
আন্তর্জাতিক বিচারালয়ের সদর দফতর কোথায় অবস্থিত ?
👉উত্তর:
নেদারল্যাণ্ডের হেগ শহরে।
✔️প্রশ্ন:৮
কোথায় কত সালে ফ্যাসিবাদের জন্ম ?
👉উত্তর:
১৯১৯ সালে ইতালিতে।
✔️প্রশ্ন:৯
উদারনীতিবাদের মুখ্য প্রবক্তা কারা ?
👉উত্তর:
জন স্টুয়ার্ট মিল, বেহ্নাম, অ্যাডাম স্মিথ প্রমুখ।
✔️প্রশ্ন:১০
প্রথম মহাসচিব কে ছিলেন ?
👉উত্তর:
ট্রিগভি লি।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৭[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৯[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿

Comments
Post a Comment