সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
ভারতের কূটনৈতিক প্রতিনিধিদের বিদেশে কে প্রেরণ করেন ?
👉উত্তর:
ভারতের রাষ্ট্রপতি।
✔️প্রশ্ন:২
পূর্ণক্ষমতা স্বতন্ত্রীকরণ (সম্ভব/সম্ভব নয়)।
👉উত্তর:
সম্ভব নয়।
✔️প্রশ্ন:৩
ভারতীয় পার্লামেন্টের অর্থসংক্রান্ত একটি কমিটির নাম লেখ ?
👉উত্তর:
সরকারী গাণিতিক কমিটি (PAC)।
✔️প্রশ্ন:৪
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রথম কোথায় চালু হয় ?
👉উত্তর:
গ্রেট ব্রিটেন।
✔️প্রশ্ন:৫
ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভা যৌথভাবে পার্লামেন্টের কোন কক্ষের কাছে দায়বদ্ধ ?
👉উত্তর:
লােকসভার কাছে।
✔️প্রশ্ন:৬
সংবিধানের বাখ্যার দায়িত্ব সরকারের কোন বিভাগের উপর ন্যস্ত ?
👉উত্তর:
বিচার বিভাগ।
✔️প্রশ্ন:৭
কত সালে ‘The Spirit of Laws’ বইটি প্রকাশিত হয় ?
👉উত্তর:
১৯৪৮ সালে।
✔️প্রশ্ন:৮
বর্তমানে ভারতের অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ থেকে নির্বাচিত লােকসভার সদস্য সংখ্যা কত ?
👉উত্তর:
বর্তমানে অঙ্গরাজ্যসমূহের ৫৩০ জন ও কেন্দ্রশাসিত অঞ্চল সমূহের ১৩ জন সদস্য।
✔️প্রশ্ন:৯
‘The Spirit of Laws’ গ্রন্থটি কার রচনা ?
👉উত্তর:
মন্তেস্কুর রচনা।
✔️প্রশ্ন:১০
মন্ত্রীসভার দপ্তর বন্টন ও পুনর্বন্টনের দায়িত্ব কার ?
👉উত্তর:
প্রধানমন্ত্রীর।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৮[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ২০[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
Comments
Post a Comment