দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
কেন্দ্রীয় প্রশাসনের শীর্ষে অবস্থিত সংস্থাটির নাম কি ?
👉উত্তর:
ক্যাবিনেট সচিবালয়।
✔️প্রশ্ন:২
রাজ্যসভা অর্থবিল কতদিন পর্যন্ত বিবেচনার জন্য রাখতে পারেন ?
👉উত্তর:
১৪ দিন পর্যন্ত।
✔️প্রশ্ন:৩
ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম (রাজ্যসভা/সেনেট/লর্ডস সভা)।
👉উত্তর:
লর্ডস সভা।
✔️প্রশ্ন:৪
ভারতের প্রধান মন্ত্রী (রাষ্ট্রপতি/সুপ্রিম কোর্ট/লােকসভা) কর্তৃক নিযুক্ত হন।
👉উত্তর:
রাষ্ট্রপতি।
✔️প্রশ্ন:৫
ভারতবর্ষের শাসনব্যবস্থা (যুক্তরাষ্ট্রীয়/এককেন্দ্রিক/আধা যুক্তরাষ্ট্রীয়)।
👉উত্তর:
আধা যুক্তরাষ্ট্রীয়।
✔️প্রশ্ন:৬
ভারতের রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে বিরােধ দেখা দিলে কে নিষ্পত্তি করেন ?
👉উত্তর:
সুপ্রিম কোর্ট।
✔️প্রশ্ন:৭
একটি রাজ্যে রাষ্ট্রকৃত্যকের নাম কর ?
👉উত্তর:
পুলিশ কৃত্যক।
✔️প্রশ্ন:৮
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক (ল্যাকি/বেহ্নাম/মিল)।
👉উত্তর:
মিল।
✔️প্রশ্ন:৯
একটি কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যকের নাম কর ?
👉উত্তর:
ভারতীয় বিদেশ কৃত্যক।
✔️প্রশ্ন:১০
রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি (স্বীকৃত/স্বীকৃত নয়)।
👉উত্তর:
স্বীকৃত।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৫[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৭[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿

Comments
Post a Comment