নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
কেন্দ্রীয় প্রশাসনের শীর্ষে অবস্থিত সংস্থাটির নাম কি ?
👉উত্তর:
ক্যাবিনেট সচিবালয়।
✔️প্রশ্ন:২
রাজ্যসভা অর্থবিল কতদিন পর্যন্ত বিবেচনার জন্য রাখতে পারেন ?
👉উত্তর:
১৪ দিন পর্যন্ত।
✔️প্রশ্ন:৩
ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম (রাজ্যসভা/সেনেট/লর্ডস সভা)।
👉উত্তর:
লর্ডস সভা।
✔️প্রশ্ন:৪
ভারতের প্রধান মন্ত্রী (রাষ্ট্রপতি/সুপ্রিম কোর্ট/লােকসভা) কর্তৃক নিযুক্ত হন।
👉উত্তর:
রাষ্ট্রপতি।
✔️প্রশ্ন:৫
ভারতবর্ষের শাসনব্যবস্থা (যুক্তরাষ্ট্রীয়/এককেন্দ্রিক/আধা যুক্তরাষ্ট্রীয়)।
👉উত্তর:
আধা যুক্তরাষ্ট্রীয়।
✔️প্রশ্ন:৬
ভারতের রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে বিরােধ দেখা দিলে কে নিষ্পত্তি করেন ?
👉উত্তর:
সুপ্রিম কোর্ট।
✔️প্রশ্ন:৭
একটি রাজ্যে রাষ্ট্রকৃত্যকের নাম কর ?
👉উত্তর:
পুলিশ কৃত্যক।
✔️প্রশ্ন:৮
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক (ল্যাকি/বেহ্নাম/মিল)।
👉উত্তর:
মিল।
✔️প্রশ্ন:৯
একটি কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যকের নাম কর ?
👉উত্তর:
ভারতীয় বিদেশ কৃত্যক।
✔️প্রশ্ন:১০
রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি (স্বীকৃত/স্বীকৃত নয়)।
👉উত্তর:
স্বীকৃত।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৫[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৭[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
Comments
Post a Comment