বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১০০টি বিখ্যাত লাইন ১. "অরণ্য এক বিশাল, স্থির, অতলস্পর্শী নির্জনতা।" ২. "এই নিস্তব্ধতা বড় গভীর, বড় মধুর।" ৩. "প্রকৃতির রূপ ও রসের ভান্ডার অফুরান।" ৪. "আকাশের মেঘগুলি যেন উদাস দুপুরে কার কথা ভাবিতেছে।" ৫. "মানুষের জীবনের সকল আনন্দ ও শান্তিতে প্রকৃতির ছায়া পড়ে।"
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
কেন্দ্রীয় প্রশাসনের শীর্ষে অবস্থিত সংস্থাটির নাম কি ?
👉উত্তর:
ক্যাবিনেট সচিবালয়।
✔️প্রশ্ন:২
রাজ্যসভা অর্থবিল কতদিন পর্যন্ত বিবেচনার জন্য রাখতে পারেন ?
👉উত্তর:
১৪ দিন পর্যন্ত।
✔️প্রশ্ন:৩
ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম (রাজ্যসভা/সেনেট/লর্ডস সভা)।
👉উত্তর:
লর্ডস সভা।
✔️প্রশ্ন:৪
ভারতের প্রধান মন্ত্রী (রাষ্ট্রপতি/সুপ্রিম কোর্ট/লােকসভা) কর্তৃক নিযুক্ত হন।
👉উত্তর:
রাষ্ট্রপতি।
✔️প্রশ্ন:৫
ভারতবর্ষের শাসনব্যবস্থা (যুক্তরাষ্ট্রীয়/এককেন্দ্রিক/আধা যুক্তরাষ্ট্রীয়)।
👉উত্তর:
আধা যুক্তরাষ্ট্রীয়।
✔️প্রশ্ন:৬
ভারতের রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে বিরােধ দেখা দিলে কে নিষ্পত্তি করেন ?
👉উত্তর:
সুপ্রিম কোর্ট।
✔️প্রশ্ন:৭
একটি রাজ্যে রাষ্ট্রকৃত্যকের নাম কর ?
👉উত্তর:
পুলিশ কৃত্যক।
✔️প্রশ্ন:৮
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক (ল্যাকি/বেহ্নাম/মিল)।
👉উত্তর:
মিল।
✔️প্রশ্ন:৯
একটি কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যকের নাম কর ?
👉উত্তর:
ভারতীয় বিদেশ কৃত্যক।
✔️প্রশ্ন:১০
রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি (স্বীকৃত/স্বীকৃত নয়)।
👉উত্তর:
স্বীকৃত।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৫[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৭[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿

Comments
Post a Comment