ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources) ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়— (ক) সাহিত্যিক উপাদান এবং (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান। তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নোত্তর
✔️প্রশ্ন:১
কেন্দ্রীয় প্রশাসনের শীর্ষে অবস্থিত সংস্থাটির নাম কি ?
👉উত্তর:
ক্যাবিনেট সচিবালয়।
✔️প্রশ্ন:২
রাজ্যসভা অর্থবিল কতদিন পর্যন্ত বিবেচনার জন্য রাখতে পারেন ?
👉উত্তর:
১৪ দিন পর্যন্ত।
✔️প্রশ্ন:৩
ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম (রাজ্যসভা/সেনেট/লর্ডস সভা)।
👉উত্তর:
লর্ডস সভা।
✔️প্রশ্ন:৪
ভারতের প্রধান মন্ত্রী (রাষ্ট্রপতি/সুপ্রিম কোর্ট/লােকসভা) কর্তৃক নিযুক্ত হন।
👉উত্তর:
রাষ্ট্রপতি।
✔️প্রশ্ন:৫
ভারতবর্ষের শাসনব্যবস্থা (যুক্তরাষ্ট্রীয়/এককেন্দ্রিক/আধা যুক্তরাষ্ট্রীয়)।
👉উত্তর:
আধা যুক্তরাষ্ট্রীয়।
✔️প্রশ্ন:৬
ভারতের রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে বিরােধ দেখা দিলে কে নিষ্পত্তি করেন ?
👉উত্তর:
সুপ্রিম কোর্ট।
✔️প্রশ্ন:৭
একটি রাজ্যে রাষ্ট্রকৃত্যকের নাম কর ?
👉উত্তর:
পুলিশ কৃত্যক।
✔️প্রশ্ন:৮
দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক (ল্যাকি/বেহ্নাম/মিল)।
👉উত্তর:
মিল।
✔️প্রশ্ন:৯
একটি কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যকের নাম কর ?
👉উত্তর:
ভারতীয় বিদেশ কৃত্যক।
✔️প্রশ্ন:১০
রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি (স্বীকৃত/স্বীকৃত নয়)।
👉উত্তর:
স্বীকৃত।
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৫[PREV]
⚡রাষ্ট্রবিজ্ঞান VSQ সেট ১৭[NEXT]
⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿⣿

Comments
Post a Comment