দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
রাষ্ট্রবিজ্ঞান - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন:১
প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে ?
উত্তর:
রাষ্ট্রের সর্বোচ্চ শাসন বিভাগীয় প্রধান যদি বংশানুক্রমিক ভাবে উত্তরাধিকার সূত্রে মনােনিত না হয়ে জনগনের দ্বারা প্রত্যক্ষ বা পরােক্ষভাবে নির্বাচিত হন তাহলে সেই শাসন ব্যবস্থাকে প্রজাতান্ত্রিক সরকার বলে।
প্রশ্ন:২
সুপ্রিম কোর্টের আপিল এলাকা কয়প্রকার ও কি কি ?
উত্তর:
ভারতের সুপ্রিম কোর্টের আপিল এলাকা চারপ্রকারের হয়ে থাকে। যেমন—
(i) সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত আপিল।
(ii) দেওয়ানী আপিল।
(iii) ফৌজদারী আপিল।
(iv) বিশেষ অনুমতি সূত্রে আপিল।
প্রশ্ন:৩
রাজ্যসচিবালয়ের দুটি কাজ লেখ।
উত্তর:
(i) বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের নীতি নির্ধারণের ব্যাপারে মন্ত্রীদের সাহায্য করা।
(ii) বিভিন্ন বিষয়ে তথ্যাদি সংগ্রহ করে মন্ত্রীদের সরবরাহ করা।
প্রশ্ন:৪
অভিলেখ আদালত হিসেবে কাজ করে কোন আদালত।
উত্তর:
ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এবং অঙ্গরাজ্যসমূহের হাইকোর্টগুলি অভিলেখ আদালত হিসেবে কাজ করে এবং নিজ অবমাননার জন্য অবমাননাকারীর শাস্তি দিতে পারে।
প্রশ্ন:৫
রাজ্য রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্যদের নিরাপত্তা রক্ষার জন্য গৃহিত দুটি উপায় লেখ।
উত্তর:
(i) সদস্যদের বেতন ও ভাতা সম্পর্কিত ব্যয় আইনসভার অনুমােদন সাপেক্ষ নয়।
(ii) নিয়ােগের পর কোন সদস্যের স্বার্থের বিরুদ্ধে চাকরীর শর্তাবলী বদল করা যায় না।
প্রশ্ন:৬
হাইকোর্টের মূল এলাকা কী ?
উত্তর:
রাজস্ব সংক্রান্ত সকল বিষয় হাইকোর্টের মূল এলাকাভুক্ত। দেওয়ানী মামলার ক্ষেত্রে কলকাতা, মুম্বাই ও চেন্নাই হাইকোর্টের মূল এলাকা স্বীকৃত। এই হাইকোর্টগুলির ফৌজদারি মামলার ক্ষেত্রেও আগে মূল এলাকা ছিল; কিন্তু এখন নেই।
প্রশ্ন:৭
ভারতের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর:
(i) অখণ্ড বিচারব্যবস্থা,
(ii) আইনের দৃষ্টিতে সাম্য।
প্রশ্ন:৮
রাজ্য রাষ্ট্রকৃত্যক কমিশন কিভাবে গঠিত হয় ?
উত্তর:
একজন সভাপতি এবং অন্যান্য কয়েকজন সদস্যকে নিয়ে রাজ্য রাষ্ট্রকৃত্যক কমিশন গঠিত হয়। সংবিধানে এই কমিশনের সদস্যদের সংখ্যা নির্দিষ্টভাবে উল্লিখিত হয়নি। কমিশনের সদস্যদের নিয়ােগ করেন সেই রাজ্যের রাজ্যপাল।
প্রশ্ন:৯
নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কাকে বলে ?
উত্তর:
নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে বােঝায় সেই শাসনব্যবস্থাকে যেখানে প্রশাসনের সর্বোচ্চ পদাধিকারী বংশানুক্রমিকভাবে নিযুক্ত হলেও তাঁকে তার অধীনস্থ একটি মন্ত্রীসভার পরামর্শ মেনে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হয় অর্থাৎ তিনি সেখানে প্রকৃত প্রধান নন নিয়মতান্ত্রিক প্রধান। ব্রিটেনের শাসনব্যবস্থা তার শ্রেষ্ঠ উদাহরণ।
প্রশ্ন:১০
যুক্তরাষ্ট্র ব্যবস্থায় আইনসভায় দ্বিতীয় কক্ষ গঠনের মূলনীতি কি হওয়া উচিত ?
উত্তর:
যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার রীতি অনুসারে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আইনসভার উচ্চকক্ষ গঠিত রাজ্যগুলির সমপ্রতিনিধিত্বের নীতি অনুসরন করে। অর্থাৎ প্রত্যেক রাজ্য বা প্রদেশ থেকে সমসংখ্যক সদস্য নিয়ে আইনসভার উচ্চকক্ষ গঠিত হয়। ভারতে এই নীতি অনুসরণ করা হয়নি।
★★★
★★★

Comments
Post a Comment