ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৩
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয় প্রশ্ন:১ কত গ্রাম H2-এ অণুর সংখ্যা 6.023×10²³ হবে ? উত্তর: হাইড্রোজেনের আণবিক গুরুত্ব=2 ∴ 2g হাইড্রোজেনে অণুর সংখ্যা 6.023×10²³। প্রশ্ন:২ কোনো পদার্থের আণবিক গুরুত্ব 32 হলে পদার্থটির গ্রাম আণবিক গুরুত্ব কত ? উত্তর: পদার্থটির আণবিক গুরুত্ব 32। ∴ পদার্থটির গ্রাম আণবিক গুরুত্ব= 32g। প্রশ্ন:৩ প্রমাণ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন গ্যাসের একটি নমুনা 22.4 L আয়তন অধিকার করে। নমুনাটিতে হাইড্রোজেনের কয়টি অণু আছে ? উত্তর: NTP-তে 1 g.mol হাইড্রোজেনের আয়তন 22.4 L। আমরা জানি 1 g.mol গ্যাসে অণুর সংখ্যা 6.023×10²³ ∴ নমুনাটিতে হাইড্রোজেন অণুর সংখ্যা 6.023×10²³।