প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বতের পার্থক্য
| Sl. No. | আগ্নেয় পর্বত | ক্ষয়জাত পর্বত |
|---|---|---|
| 1 | উত্তপ্ত লাভা শীতল ও কঠিন হয়ে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়। | কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত পর্বতের সৃষ্টি হয়। |
| 2 | আগ্নেয় পর্বত কেবলমাত্র আগ্নেয়শিলার দ্বারাই গঠিত হয়ে থাকে। অর্থাৎ, একই জাতীয় শিলা দ্বারা গঠিত। | সবরকম পর্বত (ভঙ্গিল, স্তূপ, আগ্নেয়) ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত পর্বতের সৃষ্টি হয়। |
| 3 | আগ্নেয় পর্বতের উচ্চতা ক্ষয়জাত পর্বত অপেক্ষা বেশি। | ক্ষয়জাত পর্বতের উচ্চতা আগ্নেয় পর্বত অপেক্ষা কম। |
| 4 | আগ্নেয় পর্বতের আকৃতি অনেকটা শঙ্কুর মতো। | ক্ষয়জাত পর্বত সাধারণত চ্যাপটা আকৃতির হয়। |
| 5 | আগ্নেয় পর্বতের উচ্চতা ক্রমশ বাড়তে থাকে। | ক্ষয়জাত পর্বতের উচ্চতা ক্রমশ কমতে থাকে। |
| 6 | আগ্নেয় পর্বতের শিখরে এক বা একাধিক জ্বালামুখ নামে গহ্বর থাকে, যারা নলের মতো পথের মাধ্যমে ভূগর্ভের ম্যাগমা স্তরের সঙ্গে যুক্ত থাকে। | ক্ষয়জাত পর্বতে কোনোরকম জ্বালামুখ থাকে না। |
| 7 | আগ্নেয় পর্বত বয়সে নবীন। | ক্ষয়জাত পর্বত বয়সে প্রাচীন। |
| 8 | আগ্নেয় পর্বতের ঢাল সবসময় খাড়া হয়। | ক্ষয়জাত পর্বতের ঢাল মৃদু বা কম হয়। |
| 9 | প্রশান্ত মহাসাগরের উপকূলভাগ এবং সমুদ্রের শৈলশিরার ওপর ভূত্বকের দুর্বল স্থানগুলিতে আগ্নেয় পর্বতের আধিক্য দেখা যায়। | বহু প্রাচীন পর্বতশ্রেণিই বহু হাজার বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানে ক্ষয়জাত পর্বতে রূপান্তরিত হয়েছে। |
| 10 | আগ্নেয় পর্বতগুলি অপেক্ষাকৃত কঠিন শিলা দ্বারা গঠিত। আগ্নেয় পর্বতের কয়েকটি উদাহরণ হল–হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালোয়া, মেক্সিকোর চিম্বোরাজো, ভারতের ব্যারেন ইত্যাদি। | ক্ষয়জাত পর্বত মূলত কঠিন ও কোমল শিলার সমন্বয়ে গঠিত। ক্ষয়জাত পর্বতের কয়েকটি উদাহরণ হল–ভারতের আরাবল্লি পর্বত, উত্তর আমেরিকার অ্যাপালেশিয়ান, ইউরোপের গ্লিন্টারটিন্ড ইত্যাদি। |
| 11 | পরবর্তী অগ্ন্যুৎপাতের প্রবল বিস্ফোরণে কোনো কোনো আগ্নেয় পর্বত অনেকাংশে ধ্বংস হয়ে যায় | ক্ষয়জাত পর্বতগুলো হঠাৎ ধ্বংস হয়ে যায় না। |
Comments
Post a Comment