ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–১৮
রসায়নবিদ্যা
প্রশ্ন:১
পৃথকীকরণ ফানেলের সাহায্যে কী ধরনের তরল পদার্থের মিশ্রণকে পৃথক করা হয় ?
উত্তর:
পৃথকীকরণ ফানেলের সাহায্যে দুটি অমিশ্রণীয় তরলকে পৃথক করা যায়।
প্রশ্ন:২
বাজারে প্রাপ্ত সাধারণ লবণ বর্ষাকালে বাতাসে রেখে দিলে গলে যায় কেন ?
উত্তর:
বাজারে প্রাপ্ত সাধারণ লবণ (NaCl) জলাকর্ষী পদার্থ যা CaCl2 এবং MgCl2 দ্বারা গঠিত। এগুলি বাতাসের জলীয় অংশকে শোষণ করে নেয় এবং সেই জলে দ্রবীভূত হয়ে যায়। বর্ষাকালে জলীয় বাষ্প অনেক বেশি থাকে। NaCl জলে অতিমাত্রায় দ্রাব্য হওয়ায় বর্ষাকালে সাধারণ লবণ বাতাসে রেখে দিলে গলে যায়।
প্রশ্ন:৩
কর্পূর ও বালির মিশ্রণকে কোন্ পদ্ধতিতে পৃথক করা যায় ?
উত্তর:
কর্পূর ও বালির মিশ্রণকে ঊর্ধ্বপাতন পদ্ধতিতে পৃথক করা যায়।
প্রশ্ন:৪
ফুলারিন কী ?
উত্তর:
ফুলারিন 60 থেকে 120 টি কার্বন পরমাণু দ্বারা গঠিত কার্বনের একটি কেলাসাকার রূপভেদ।
প্রশ্ন:৫
ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের একটি করে প্রাকৃতিক ঘটনার উল্লেখ করো।
উত্তর:
হিমবাহের গলন ভৌত পরিবর্তনের একটি প্রাকৃতিক ঘটনা। অরণ্যে দাবানলের সৃষ্টি রাসায়নিক পরিবর্তনের একটি প্রাকৃতিক ঘটনা।
প্রশ্ন:৬
ব্ল্যাক ফুট ডিজিজ কাকে বলে ?
উত্তর:
জলে আর্সেনিক দূষণের ফলে মানুষের হাতের তালু ও পায়ের পাতা খসখসে হয়ে যায় এবং এক ধরনের কালচে দাগ পড়ে। একে ব্ল্যাক ফুট ডিজিজ বলে।
প্রশ্ন:৭
আংশিক পাতন প্রণালী দ্বারা কী ধরনের তরল পদার্থের মিশ্রণকে পৃথক করা হয় ?
উত্তর:
স্ফুটনাঙ্কে যথেষ্ট পার্থক্যবিশিষ্ট দুটি পরস্পর মিশ্রণীয় তরলের মিশ্রণকে আংশিক পাতন প্রণালীর সাহায্যে পৃথক করা যায়।
এ ছাড়া অংশীকরণ স্তম্ভ ব্যবহার করে কাছাকাছি স্ফুটনাঙ্কবিশিষ্ট মিশ্রণীয় তরলের মিশ্রণকেও এই পদ্ধতিতে পৃথক করা যায়।
প্রশ্ন:৮
ফ্লুরোসিস কী এবং কেন হয় ?
উত্তর:
ফ্লুরাইডজনিত রোগের নাম ফ্লুরোসিস। দীর্ঘদিন ধরে ফ্লুরাইডযুক্ত জল পান করলে মানুষ এই রোগে আক্রান্ত হয়।
প্রশ্ন:৯
উদ্গ্রাহী পদার্থ ও জলাকর্ষী পদার্থের মধ্যে পার্থক্য কী ?
উত্তর:
উদ্গ্রাহী পদার্থ বায়ু থেকে জল শোষণ করে ওই শোষিত জলে দ্রবীভূত হয়ে যায় কিন্তু জলাকর্ষী পদার্থ শোষিত জলে দ্রবীভূত হয়ে যায় না।
প্রশ্ন:১০
কেরোসিন তেল ও জলের মিশ্রণ থেকে কেরোসিন তেল কীভাবে পৃথক করবে ? (পরীক্ষা পদ্ধতি বর্ণনার প্রয়োজন নেই)
উত্তর:
পৃথকীকরণ ফানেলের সাহায্যে দুটি অমিশ্রণীয় তরলকে পৃথক করা যায়। ঘনত্বের পার্থক্যের জন্য তরল দুটি নিজ নিজ তরলতল তৈরি করে। এই পদ্ধতিতে জল ও কেরোসিন তেলের মিশ্রণ থেকে কেরোসিন তেলকে পৃথক করা যায়।
Comments
Post a Comment