দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - বহু বিকল্পভিত্তিক প্রশ্ন বিভাগ ১: চলনের প্রাথমিক ধারণা ও জগদীশচন্দ্র বসু প্রশ্নঃ১. উদ্দীপকের প্রভাবে জীবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে কী বলে? (ক) গমন (খ) চলন (গ) রেচন (ঘ) পুষ্টি উত্তর: (খ) চলন প্রশ্নঃ২. যে প্রক্রিয়ায় জীব স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে কী বলে? (ক) চলন (খ) বিচলন (গ) গমন (ঘ) উদ্দীপনা উত্তর: (গ) গমন
[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৩
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়
প্রশ্ন:১
কত গ্রাম H2-এ অণুর সংখ্যা 6.023×10²³ হবে ?
উত্তর:
হাইড্রোজেনের আণবিক গুরুত্ব=2
∴ 2g হাইড্রোজেনে অণুর সংখ্যা 6.023×10²³।
প্রশ্ন:২
কোনো পদার্থের আণবিক গুরুত্ব 32 হলে পদার্থটির গ্রাম আণবিক গুরুত্ব কত ?
উত্তর:
পদার্থটির আণবিক গুরুত্ব 32।
∴ পদার্থটির গ্রাম আণবিক গুরুত্ব= 32g।
প্রশ্ন:৩
প্রমাণ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন গ্যাসের একটি নমুনা 22.4 L আয়তন অধিকার করে। নমুনাটিতে হাইড্রোজেনের কয়টি অণু আছে ?
উত্তর:
NTP-তে 1 g.mol হাইড্রোজেনের আয়তন 22.4 L। আমরা জানি 1 g.mol গ্যাসে অণুর সংখ্যা 6.023×10²³
∴ নমুনাটিতে হাইড্রোজেন অণুর সংখ্যা 6.023×10²³।
প্রশ্ন:৪
1 mol ইলেকট্রনে ইলেকট্রনের সংখ্যা কত ?
উত্তর:
1 mol ইলেকট্রনে ইলেকট্রনের সংখ্যা=6.023×10²³।
প্রশ্ন:৫
কোনো মৌলের 1 g.atom-এর মধ্যে পরমাণুর সংখ্যা কত ?
উত্তর:
কোনো মৌলের 1 g.atom-এ পরমাণুর সংখ্যা 6.023×10²³।
প্রশ্ন:৬
mol কোন্ রাশির একক ?
উত্তর:
mol পদার্থের পরিমাণের একক।
প্রশ্ন:৭
44g CO2-এ অণুর সংখ্যা কত ?
উত্তর:
CO2-এর আণবিক গুরুত্ব 44।
∴ 44g CO2-এ অণুর সংখ্যা 6.023×10²³।
প্রশ্ন:৮
নাইট্রোজেনের গ্রাম আণবিক ওজন কত ? (N=14)
উত্তর:
নাইট্রোজেনের আণবিক গুরুত্ব= 14×2=28
∴ নাইট্রোজেনের গ্রাম আণবিক ওজন=28g।
প্রশ্ন:৯
কোনো গ্যাসের বাষ্পঘনত্ব 35.5 হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত ?
উত্তর:
যেকোন গ্যাসের আণবিক গুরুত্ব (M)= 2×গ্যাসটির বাষ্পঘনত্ব (D)
∴ গ্যাসটির আণবিক গুরুত্ব= 2×35.5 =71।
প্রশ্ন:১০
32g অক্সিজেনে অণুর সংখ্যা কত ?
উত্তর:
32g অক্সিজেনে অণুর সংখ্যা 6.023×10²³।
Comments
Post a Comment