দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৩
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়
প্রশ্ন:১
কত গ্রাম H2-এ অণুর সংখ্যা 6.023×10²³ হবে ?
উত্তর:
হাইড্রোজেনের আণবিক গুরুত্ব=2
∴ 2g হাইড্রোজেনে অণুর সংখ্যা 6.023×10²³।
প্রশ্ন:২
কোনো পদার্থের আণবিক গুরুত্ব 32 হলে পদার্থটির গ্রাম আণবিক গুরুত্ব কত ?
উত্তর:
পদার্থটির আণবিক গুরুত্ব 32।
∴ পদার্থটির গ্রাম আণবিক গুরুত্ব= 32g।
প্রশ্ন:৩
প্রমাণ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন গ্যাসের একটি নমুনা 22.4 L আয়তন অধিকার করে। নমুনাটিতে হাইড্রোজেনের কয়টি অণু আছে ?
উত্তর:
NTP-তে 1 g.mol হাইড্রোজেনের আয়তন 22.4 L। আমরা জানি 1 g.mol গ্যাসে অণুর সংখ্যা 6.023×10²³
∴ নমুনাটিতে হাইড্রোজেন অণুর সংখ্যা 6.023×10²³।
প্রশ্ন:৪
1 mol ইলেকট্রনে ইলেকট্রনের সংখ্যা কত ?
উত্তর:
1 mol ইলেকট্রনে ইলেকট্রনের সংখ্যা=6.023×10²³।
প্রশ্ন:৫
কোনো মৌলের 1 g.atom-এর মধ্যে পরমাণুর সংখ্যা কত ?
উত্তর:
কোনো মৌলের 1 g.atom-এ পরমাণুর সংখ্যা 6.023×10²³।
প্রশ্ন:৬
mol কোন্ রাশির একক ?
উত্তর:
mol পদার্থের পরিমাণের একক।
প্রশ্ন:৭
44g CO2-এ অণুর সংখ্যা কত ?
উত্তর:
CO2-এর আণবিক গুরুত্ব 44।
∴ 44g CO2-এ অণুর সংখ্যা 6.023×10²³।
প্রশ্ন:৮
নাইট্রোজেনের গ্রাম আণবিক ওজন কত ? (N=14)
উত্তর:
নাইট্রোজেনের আণবিক গুরুত্ব= 14×2=28
∴ নাইট্রোজেনের গ্রাম আণবিক ওজন=28g।
প্রশ্ন:৯
কোনো গ্যাসের বাষ্পঘনত্ব 35.5 হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত ?
উত্তর:
যেকোন গ্যাসের আণবিক গুরুত্ব (M)= 2×গ্যাসটির বাষ্পঘনত্ব (D)
∴ গ্যাসটির আণবিক গুরুত্ব= 2×35.5 =71।
প্রশ্ন:১০
32g অক্সিজেনে অণুর সংখ্যা কত ?
উত্তর:
32g অক্সিজেনে অণুর সংখ্যা 6.023×10²³।
Comments
Post a Comment