প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–৩
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়
প্রশ্ন:১
কত গ্রাম H2-এ অণুর সংখ্যা 6.023×10²³ হবে ?
উত্তর:
হাইড্রোজেনের আণবিক গুরুত্ব=2
∴ 2g হাইড্রোজেনে অণুর সংখ্যা 6.023×10²³।
প্রশ্ন:২
কোনো পদার্থের আণবিক গুরুত্ব 32 হলে পদার্থটির গ্রাম আণবিক গুরুত্ব কত ?
উত্তর:
পদার্থটির আণবিক গুরুত্ব 32।
∴ পদার্থটির গ্রাম আণবিক গুরুত্ব= 32g।
প্রশ্ন:৩
প্রমাণ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন গ্যাসের একটি নমুনা 22.4 L আয়তন অধিকার করে। নমুনাটিতে হাইড্রোজেনের কয়টি অণু আছে ?
উত্তর:
NTP-তে 1 g.mol হাইড্রোজেনের আয়তন 22.4 L। আমরা জানি 1 g.mol গ্যাসে অণুর সংখ্যা 6.023×10²³
∴ নমুনাটিতে হাইড্রোজেন অণুর সংখ্যা 6.023×10²³।
প্রশ্ন:৪
1 mol ইলেকট্রনে ইলেকট্রনের সংখ্যা কত ?
উত্তর:
1 mol ইলেকট্রনে ইলেকট্রনের সংখ্যা=6.023×10²³।
প্রশ্ন:৫
কোনো মৌলের 1 g.atom-এর মধ্যে পরমাণুর সংখ্যা কত ?
উত্তর:
কোনো মৌলের 1 g.atom-এ পরমাণুর সংখ্যা 6.023×10²³।
প্রশ্ন:৬
mol কোন্ রাশির একক ?
উত্তর:
mol পদার্থের পরিমাণের একক।
প্রশ্ন:৭
44g CO2-এ অণুর সংখ্যা কত ?
উত্তর:
CO2-এর আণবিক গুরুত্ব 44।
∴ 44g CO2-এ অণুর সংখ্যা 6.023×10²³।
প্রশ্ন:৮
নাইট্রোজেনের গ্রাম আণবিক ওজন কত ? (N=14)
উত্তর:
নাইট্রোজেনের আণবিক গুরুত্ব= 14×2=28
∴ নাইট্রোজেনের গ্রাম আণবিক ওজন=28g।
প্রশ্ন:৯
কোনো গ্যাসের বাষ্পঘনত্ব 35.5 হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত ?
উত্তর:
যেকোন গ্যাসের আণবিক গুরুত্ব (M)= 2×গ্যাসটির বাষ্পঘনত্ব (D)
∴ গ্যাসটির আণবিক গুরুত্ব= 2×35.5 =71।
প্রশ্ন:১০
32g অক্সিজেনে অণুর সংখ্যা কত ?
উত্তর:
32g অক্সিজেনে অণুর সংখ্যা 6.023×10²³।
Comments
Post a Comment