দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
সমপ্ৰায়ভূমি ও তরঙ্গকর্তিত সমভূমির পার্থক্য
| Sl. No. | সমপ্ৰায় ভূমি | তরঙ্গকর্তিত সমভূমি |
|---|---|---|
| 1 | সমপ্রায় ভূমির পার্শ্বদেশ সাধারণত খাড়া ঢাল বিশিষ্ট হয় না। | তরঙ্গকর্তিত সমভূমি অন্তত একদিকে খাড়া ঢালযুক্ত হয়। |
| 2 | বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা স্বল্প উচ্চতার পর্বত, মালভূমি অথবা উচ্চভূমি অঞ্চল বহু দিন ধরে ক্ষয়প্রাপ্ত হতে হতে অবশেষে সমপ্রায়ভূমিতে পরিণত হয়। | কেবলমাত্র সমুদ্রের তরঙ্গের আঘাতে সমুদ্রোপকূলবর্তী অঞ্চল ক্ষয়প্রাপ্ত হয়ে উপকূল বরাবর তরঙ্গকর্তিত সমভূমি গঠিত হয়। |
| 3 | সমপ্রায় ভূমির মাঝেমধ্যে বিচ্ছিন্নভাবে শক্ত শিলায় গঠিত নাতিউচ্চ পাহাড় বা মোনাড্নক দেখা যায়। | তরঙ্গকর্তিত সমভূমির মধ্যে মোনাড্নক দেখা যায় না। |
| 4 | এই ধরনের সমভূমির উপরিভাগ ঢেউ খেলানো বা উঁচু-নীচু। | এই ধরনের সমভূমির উপরিভাগ প্রায় সমতল। |
Thanks
ReplyDeleteYou Welcome
Delete