নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
সমপ্ৰায়ভূমি ও তরঙ্গকর্তিত সমভূমির পার্থক্য
Sl. No. | সমপ্ৰায় ভূমি | তরঙ্গকর্তিত সমভূমি |
---|---|---|
1 | সমপ্রায় ভূমির পার্শ্বদেশ সাধারণত খাড়া ঢাল বিশিষ্ট হয় না। | তরঙ্গকর্তিত সমভূমি অন্তত একদিকে খাড়া ঢালযুক্ত হয়। |
2 | বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা স্বল্প উচ্চতার পর্বত, মালভূমি অথবা উচ্চভূমি অঞ্চল বহু দিন ধরে ক্ষয়প্রাপ্ত হতে হতে অবশেষে সমপ্রায়ভূমিতে পরিণত হয়। | কেবলমাত্র সমুদ্রের তরঙ্গের আঘাতে সমুদ্রোপকূলবর্তী অঞ্চল ক্ষয়প্রাপ্ত হয়ে উপকূল বরাবর তরঙ্গকর্তিত সমভূমি গঠিত হয়। |
3 | সমপ্রায় ভূমির মাঝেমধ্যে বিচ্ছিন্নভাবে শক্ত শিলায় গঠিত নাতিউচ্চ পাহাড় বা মোনাড্নক দেখা যায়। | তরঙ্গকর্তিত সমভূমির মধ্যে মোনাড্নক দেখা যায় না। |
4 | এই ধরনের সমভূমির উপরিভাগ ঢেউ খেলানো বা উঁচু-নীচু। | এই ধরনের সমভূমির উপরিভাগ প্রায় সমতল। |
Thanks
ReplyDeleteYou Welcome
Delete