ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–১৬
রসায়নবিদ্যা
প্রশ্ন:১
তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিডের সঙ্গে তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের বিক্রিয়াকে কী বলে ?
উত্তর:
তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিডের সঙ্গে তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের বিক্রিয়াকে প্রশমন ক্রিয়া বলে।
প্রশ্ন:২
সোডিয়াম কার্বনেট দ্রবণ ও লঘু সালফিউরিক অ্যাসিডের প্রশমন ক্রিয়ায় কোন নির্দেশক ব্যবহৃত হয় ?
উত্তর:
সোডিয়াম কার্বনেট দ্রবণ ও লঘু সালফিউরিক অ্যাসিডের প্রশমন ক্রিয়ায় মিথাইল অরেঞ্জ নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়।
প্রশ্ন:৩
NaHSO4 এর পূর্ণ নাম কী ? এটি কী জাতীয় লবণ ?
উত্তর:
NaHSO4-এর পূর্ণ নাম সোডিয়াম বাইসালফেট। এটি আম্লিক লবণ।
প্রশ্ন:৪
সোডিয়াম কার্বনেট দ্রবণে একফোঁটা ফেনলপথ্যালিন দিলে কী রং হবে ?
উত্তর:
সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে একফোঁটা ফেনলপথ্যালিন দিলে দ্রবণের রং গোলাপি হয়।
প্রশ্ন:৫
সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট লবণ দুটির মধ্যে কী পার্থক্য ?
উত্তর:
সোডিয়াম কার্বনেট হল নর্মাল লবণ কিন্তু সোডিয়াম বাইকার্বনেট হল অ্যাসিড লবণ।
প্রশ্ন:৬
সোডিয়াম কার্বনেট লবণের জলীয় দ্রবণে একফোঁটা মিথাইল অরেঞ্জ ফেললে দ্রবণের বর্ণের কী পরিবর্তন দেখা যাবে ?
উত্তর:
সোডিয়াম কার্বনেট লবণের জলীয় দ্রবণে একফোঁটা মিথাইল অরেঞ্জ ফেললে দ্রবণের বর্ণ হলুদ হয়।
প্রশ্ন:৭
মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন ক্রিয়ায় কোন্ নির্দেশক ব্যবহার করা হয় ?
উত্তর:
মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন ক্রিয়ায় ফেনলপথ্যালিন নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়।
প্রশ্ন:৮
একটি ক্ষারকীয় এবং একটি অ্যাসিড লবণের নাম লেখো।
উত্তর:
ক্ষারকীয় লবণ—ক্ষারকীয় লেড নাইট্রেট।
অ্যাসিড লবণ—সোডিয়াম বাইসালফেট।
প্রশ্ন:৯
তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের প্রশমন ক্রিয়ায় কোন্ নির্দেশক ব্যবহার করা হয় ?
উত্তর:
তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের প্রশমন ক্রিয়ায় মিথাইল অরেঞ্জ নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়।
প্রশ্ন:১০
একটি দ্বি-লবণের নাম লেখো।
উত্তর:
একটি দ্বি-লবণ হল ফটকিরি।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment