শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–১৬
রসায়নবিদ্যা
প্রশ্ন:১
তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিডের সঙ্গে তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের বিক্রিয়াকে কী বলে ?
উত্তর:
তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিডের সঙ্গে তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের বিক্রিয়াকে প্রশমন ক্রিয়া বলে।
প্রশ্ন:২
সোডিয়াম কার্বনেট দ্রবণ ও লঘু সালফিউরিক অ্যাসিডের প্রশমন ক্রিয়ায় কোন নির্দেশক ব্যবহৃত হয় ?
উত্তর:
সোডিয়াম কার্বনেট দ্রবণ ও লঘু সালফিউরিক অ্যাসিডের প্রশমন ক্রিয়ায় মিথাইল অরেঞ্জ নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়।
প্রশ্ন:৩
NaHSO4 এর পূর্ণ নাম কী ? এটি কী জাতীয় লবণ ?
উত্তর:
NaHSO4-এর পূর্ণ নাম সোডিয়াম বাইসালফেট। এটি আম্লিক লবণ।
প্রশ্ন:৪
সোডিয়াম কার্বনেট দ্রবণে একফোঁটা ফেনলপথ্যালিন দিলে কী রং হবে ?
উত্তর:
সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে একফোঁটা ফেনলপথ্যালিন দিলে দ্রবণের রং গোলাপি হয়।
প্রশ্ন:৫
সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট লবণ দুটির মধ্যে কী পার্থক্য ?
উত্তর:
সোডিয়াম কার্বনেট হল নর্মাল লবণ কিন্তু সোডিয়াম বাইকার্বনেট হল অ্যাসিড লবণ।
প্রশ্ন:৬
সোডিয়াম কার্বনেট লবণের জলীয় দ্রবণে একফোঁটা মিথাইল অরেঞ্জ ফেললে দ্রবণের বর্ণের কী পরিবর্তন দেখা যাবে ?
উত্তর:
সোডিয়াম কার্বনেট লবণের জলীয় দ্রবণে একফোঁটা মিথাইল অরেঞ্জ ফেললে দ্রবণের বর্ণ হলুদ হয়।
প্রশ্ন:৭
মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন ক্রিয়ায় কোন্ নির্দেশক ব্যবহার করা হয় ?
উত্তর:
মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন ক্রিয়ায় ফেনলপথ্যালিন নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়।
প্রশ্ন:৮
একটি ক্ষারকীয় এবং একটি অ্যাসিড লবণের নাম লেখো।
উত্তর:
ক্ষারকীয় লবণ—ক্ষারকীয় লেড নাইট্রেট।
অ্যাসিড লবণ—সোডিয়াম বাইসালফেট।
প্রশ্ন:৯
তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের প্রশমন ক্রিয়ায় কোন্ নির্দেশক ব্যবহার করা হয় ?
উত্তর:
তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের প্রশমন ক্রিয়ায় মিথাইল অরেঞ্জ নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়।
প্রশ্ন:১০
একটি দ্বি-লবণের নাম লেখো।
উত্তর:
একটি দ্বি-লবণ হল ফটকিরি।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment