ইতিহাসের উপাদান বলতে কী বোঝো? ইতিহাসের উপাদানগুলির শ্রেণিবিভাগ করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। ১. ইতিহাসের উপাদান ইতিহাস হলো মানব সভ্যতার অগ্রগতির ধারাবাহিক বিবরণ। কিন্তু এই বিবরণ কল্পনাপ্রসূত নয়; এটি নির্ভর করে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর। যে সমস্ত উৎস, সাক্ষ্য বা প্রমাণের ওপর ভিত্তি করে ঐতিহাসিকরা অতীত দিনের ঘটনাবলী পুনর্গঠন করেন, তাকেই 'ইতিহাসের উপাদান' (Sources of History) বলা হয়। উপাদান ছাড়া ইতিহাস রচনা করা অন্ধকারে ঢিল ছোঁড়ার শামিল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বা আর. সি. মজুমদার সকলেই একমত যে, প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে উপাদানের গুরুত্ব অপরিসীম। ২. ইতিহাসের উপাদানের শ্রেণিবিভাগ (Classification of Historical Sources) ইতিহাসের উপাদানগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়— (ক) সাহিত্যিক উপাদান এবং (খ) প্রত্নতাত্ত্বিক উপাদান। তবে আধুনিক যুগে এর সাথে আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। নিচে এর বিস্তারিত দেওয়া হলো: ক) সাহিত্যিক উপাদান (Literary Sources):...
[VSQ] রসায়নবিদ্যা(পদার্থ, দ্রবণ, অক্সিজেন, অক্সাইড, অ্যাসিড, ক্ষারক এবং লবণ, জল, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, কার্বন ও কার্বন ঘটিত জ্বালানি), সেট–১৬
রসায়নবিদ্যা
প্রশ্ন:১
তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিডের সঙ্গে তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের বিক্রিয়াকে কী বলে ?
উত্তর:
তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিডের সঙ্গে তুল্যাঙ্ক পরিমাণ ক্ষারের বিক্রিয়াকে প্রশমন ক্রিয়া বলে।
প্রশ্ন:২
সোডিয়াম কার্বনেট দ্রবণ ও লঘু সালফিউরিক অ্যাসিডের প্রশমন ক্রিয়ায় কোন নির্দেশক ব্যবহৃত হয় ?
উত্তর:
সোডিয়াম কার্বনেট দ্রবণ ও লঘু সালফিউরিক অ্যাসিডের প্রশমন ক্রিয়ায় মিথাইল অরেঞ্জ নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়।
প্রশ্ন:৩
NaHSO4 এর পূর্ণ নাম কী ? এটি কী জাতীয় লবণ ?
উত্তর:
NaHSO4-এর পূর্ণ নাম সোডিয়াম বাইসালফেট। এটি আম্লিক লবণ।
প্রশ্ন:৪
সোডিয়াম কার্বনেট দ্রবণে একফোঁটা ফেনলপথ্যালিন দিলে কী রং হবে ?
উত্তর:
সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণে একফোঁটা ফেনলপথ্যালিন দিলে দ্রবণের রং গোলাপি হয়।
প্রশ্ন:৫
সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেট লবণ দুটির মধ্যে কী পার্থক্য ?
উত্তর:
সোডিয়াম কার্বনেট হল নর্মাল লবণ কিন্তু সোডিয়াম বাইকার্বনেট হল অ্যাসিড লবণ।
প্রশ্ন:৬
সোডিয়াম কার্বনেট লবণের জলীয় দ্রবণে একফোঁটা মিথাইল অরেঞ্জ ফেললে দ্রবণের বর্ণের কী পরিবর্তন দেখা যাবে ?
উত্তর:
সোডিয়াম কার্বনেট লবণের জলীয় দ্রবণে একফোঁটা মিথাইল অরেঞ্জ ফেললে দ্রবণের বর্ণ হলুদ হয়।
প্রশ্ন:৭
মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন ক্রিয়ায় কোন্ নির্দেশক ব্যবহার করা হয় ?
উত্তর:
মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন ক্রিয়ায় ফেনলপথ্যালিন নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়।
প্রশ্ন:৮
একটি ক্ষারকীয় এবং একটি অ্যাসিড লবণের নাম লেখো।
উত্তর:
ক্ষারকীয় লবণ—ক্ষারকীয় লেড নাইট্রেট।
অ্যাসিড লবণ—সোডিয়াম বাইসালফেট।
প্রশ্ন:৯
তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের প্রশমন ক্রিয়ায় কোন্ নির্দেশক ব্যবহার করা হয় ?
উত্তর:
তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের প্রশমন ক্রিয়ায় মিথাইল অরেঞ্জ নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়।
প্রশ্ন:১০
একটি দ্বি-লবণের নাম লেখো।
উত্তর:
একটি দ্বি-লবণ হল ফটকিরি।
✸✸✸
✸✸✸
Comments
Post a Comment