শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
[VSQ] পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়(পরমাণুর গঠন, গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর সূত্র) সেট–১
পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার সাধারণ বিষয়
প্রশ্ন:১
পরম স্কেলে জলের হিমাঙ্কের পাঠ কত ?
উত্তর:
পরম স্কেলে জলের হিমাঙ্কের পাঠ 273 K।
প্রশ্ন:২
উষ্ণতার কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে কোন্টি বেশি মৌলিক ও কেন ?
উত্তর:
উষ্ণতার কেলভিন ও সেলসিয়াস স্কেলের মধ্যে কেলভিন স্কেল বেশি মৌলিক। সেলসিয়াস স্কেলের নিম্নস্থিরাঙ্ক (0°C) নির্বাচনের ক্ষেত্রে কোনো যুক্তি নেই। এটি খুশিমতো করা হয়েছে। কিন্তু কেলভিন স্কেলে অর্থাৎ পরম স্কেলের নিম্নস্থিরাঙ্ক (0 K) নির্বাচনের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত যুক্তি আছে। ওই উষ্ণতায় সব গ্যাসেরই আয়তন এবং চাপ উভয়েই শূন্য হয়ে যায়। অতএব 0 K-এর চেয়ে কম উষ্ণতা থাকা অসম্ভব।
প্রশ্ন:৩
সেলসিয়াস স্কেলে 273 K তাপমাত্রার মান কত ?
উত্তর:
273 K তাপমাত্রার সেলসিয়াস স্কেলে মান 0°C।
প্রশ্ন:৪
চার্লসের সূত্রে ধ্রুবক কী ?
উত্তর:
গ্যাসের চাপ ও গ্যাসের ভর।
প্রশ্ন:৫
আবদ্ধ পাত্রে অনুগুলির বেগ বাড়লে গ্যাসের চাপের কীরূপ পরিবর্তন হয় ?
উত্তর:
আবদ্ধ পাত্রে অনুগুলির বেগ বাড়লে গ্যাসের চাপ বাড়ে।
প্রশ্ন:৬
বয়েলের সূত্র থেকে চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্কটি বলো।
উত্তর:
বয়েলের সূত্র থেকে চাপ (p) ও ঘনত্ব (D)-এর মধ্যে সম্পর্কটি হল— p/D ধ্রুবক, যখন উষ্ণতা (T) স্থির।
প্রশ্ন:৭
1 mol অক্সিজেন অণুতে অক্সিজেন অণুর সংখ্যা কত ?
উত্তর:
1 mol অক্সিজেন অণুতে অক্সিজেন অণুর সংখ্যা=6.023×10²³।
প্রশ্ন:৮
বয়েলের সূত্রে ধ্রুবক কী ?
উত্তর:
উষ্ণতা ও গ্যাসের ভর।
প্রশ্ন:৯
উষ্ণতার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত ?
উত্তর:
উষ্ণতার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক 373 K।
প্রশ্ন:১০
একটি গ্যাসীয় মৌলের নাম লেখো যেটির অণু ও পরমাণু সমার্থক।
উত্তর:
গ্যাসীয় মৌলটি হল হিলিয়াম। কারণ হিলিয়ামের একটি অণুতে একটি পরমাণু থাকে।
Comments
Post a Comment