শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত ৫০টি উক্তি 🗇 "নারীর প্রেম পুরুষের কাছে শুধু আশ্রয়, কিন্তু পুরুষের প্রেম নারীর কাছে জীবন।" 🗇 "সংসারে কেউ কাউকে ভালোবাসে না, শুধু ভালোবাসার অভিনয় করে।" 🗇 "যে জন ভালোবাসে, সে জন জানে ভালোবাসার মূল্য।" 🗇 "পুরুষের মনস্তত্ত্বই এই, তারা যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি কষ্ট দেয়।" 🗇 "স্নেহ ভালোবাসার কাঙাল, তাই দুর্বলকে সে বেশি টানে।"
জীবনবিজ্ঞান>>সংবহন
👉প্রশ্ন ১
মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয় ?( a ) দক্ষিণ অলিন্দ
( b ) বাম অলিন্দ
( c ) দক্ষিণ নিলয়
( d ) বাম নিলয়
উত্তর।।
মানব হৃদপিণ্ডের বাম অলিন্দ প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয় ।
👉প্রশ্ন ২
উদ্ভিদের মূলরোম কর্তৃক জলশােষণ প্রক্রিয়াটি হল( a ) অভিস্রবণ
( b ) ব্যাপন
( c ) বাস্পমোচন
( d ) ব্যাপন ও অভিস্রবণ
উত্তর।।
উদ্ভিদের মূলরোম কর্তৃক জলশােষণ প্রক্রিয়াটি হলো অভিস্রবণ ।
👉প্রশ্ন ৩
সারা দেহের অশুদ্ধ রক্ত গ্রহণ করে ।( a ) বাম অলিন্দ
( b ) ডান নিলয়
( c ) ডান অলিন্দ
( d ) বাম নিলয়
উত্তর।।
সারা দেহের অশুদ্ধ রক্ত গ্রহণ করে ডান অলিন্দ।
👉প্রশ্ন ৪
রক্ত তঞ্চনে সাহায্যকারী উৎসেচকটি হল( a ) গ্যালাকটেজ
( b ) থ্রমবিন
( c ) থ্রমবকাইনেজ
( d ) ফাইব্রিন
উত্তর।।
রক্ত তঞ্চন এ সাহায্যকারী উৎকেটি হল থ্রমবােকাইনেজ ।
👉প্রশ্ন ৫
লসিকা রক্তে ফিরে আসে -( a ) লসিকাবাহের মাধ্যমে
( b ) শিরার মাধ্যমে
( c ) ধমনির মাধ্যমে
( d ) জালকের মাধ্যমে
উত্তর।।
লসিকা রক্তে ফিরে আসে শিরার মাধ্যমে ।
👉প্রশ্ন ৬
কোন শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে ?( a ) ইওসিনোফিল
( b ) বেসােফিল
( c ) নিউট্রোফিল
( d ) মনােসাইট
উত্তর।।
বেসােফিল শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে।
👉প্রশ্ন ৭
ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় —( a ) ব্যাঙে
( b ) মাছে
( c ) মানুষে
( d ) পক্ষীতে
উত্তর।।
ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় মাছে ।
👉প্রশ্ন ৮
কোন সরীসৃপের হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ আছে ?( a ) গিরগিটি
( b ) টিকটিকি
( c ) সাপ
( d ) কুমির
উত্তর।।
কুমিরের হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ আছে ।
👉প্রশ্ন ৯
দ্বিচক্রী হৃৎপিণ্ড দেখা যায় —( a ) ব্যাঙে ও মানুষে
( b ) পাখি ও সরীসৃপে
( c ) সরীসৃপ ও উভচরে
( d ) মানুষ ও পাখিতে
উত্তর।।
দ্বিচক্রী হৃৎপিণ্ড দেখা যায় মানুষ ও পাখিতে ।
উত্তর।।
দ্বিচক্রী হৃৎপিণ্ড দেখা যায় মানুষ ও পাখিতে ।
👉প্রশ্ন ১০
জলসংবহন দেখা যায় —
( a ) হাইড্রায়
( b ) প্যারামেশিয়ামে
( c ) তারামাছে
( d ) শামুকে
উত্তর।।
জলসংবহন দেখা যায় তারামাছে।
( a ) হাইড্রায়
( b ) প্যারামেশিয়ামে
( c ) তারামাছে
( d ) শামুকে
উত্তর।।
জলসংবহন দেখা যায় তারামাছে।

Comments
Post a Comment