দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
জীবনবিজ্ঞান>>সংবহন
👉প্রশ্ন ১
সবচেয়ে বড়াে রক্তকণিকাটি হল —( a ) লিম্ফোসাইট
( b ) মনােসাইট
( c ) বেসােফিল
( d ) ইউসিনোফিল
উত্তর।।
সবচেয়ে বড়াে রক্তকণিকাটি হল মনােসাইট ।
👉প্রশ্ন ২
নিউট্রোফিল নামক WBC র বৈশিষ্ট্য হল —( a ) বৃক্কাকার নিউক্লিয়াস
( b ) 2 - 7 - টি লতিযুক্ত নিউক্লিয়াস
( c ) অশ্বক্ষুরাকার নিউক্লিয়াস
( d ) গােলাকার বৃহৎ নিউক্লিয়াস
উত্তর।।
নিউট্রোফিল নামক WBC - এর বৈশিষ্ট্য হল 2 - 7 টি লতিযুক্ত নিউক্লিয়াস ।
👉প্রশ্ন ৩
আরশােলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা —( a ) 12 - টি
( b ) 4 - টি
( c ) 13 - টি
( d ) 2 - টি
উত্তর।।
আরশােলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হল 13 - টি ।
👉প্রশ্ন ৪
আরশােলার রক্তকে বলে( a ) হিমােমিলােসিক তরল
( b ) হিমােসিল
( c ) হিমোলিম্ফ
( d ) হিমাল
উত্তর।।
আরশােলার রক্তকে বলা হয় হিমোলিম্ফ।
👉প্রশ্ন ৫
রক্তের একটি NPN পদার্থ হল-( a ) প্রােটিন
( b ) ইউরিয়া
( c ) বিলিরুবিন
( d ) বিলিভারডিন
উত্তর।।
রক্তের একটি NPN পদার্থ বলে ইউরিয়া ।
👉প্রশ্ন ৬
কোন রক্তবাহে কপাটিকা থাকে ?( a ) শিরা
( b ) ধমনি
( c ) জালক
( d ) লাসিকাবাহ
উত্তর।।
শিরায় কপাটিকা থাকে ।
👉প্রশ্ন ৭
রক্তে অণুচক্রিকার সংখ্যা কমে যাওয়ার জন্য কী রােগ হয় ?( a ) লিউকোমিয়া
( b ) লিউকোপিনিয়া
( c ) পারপিউরা
( d ) অ্যানিমিয়া
উত্তর।।
অণুচক্রিকার সংখ্যা কমে যাওয়ার জন্য পারপিউরা রােগ হয় । ।
👉প্রশ্ন ৮
প্লাজমাপ্রােটিনের উৎপত্তিস্থল হল-( a ) যকৃত
( b ) অস্থিমজ্জা
( c ) লসিকাগ্রন্থি
( d ) বৃক্ক
উত্তর।।
প্লাজমা প্রােটিনের উৎপত্তিস্থল যকৃত ।
👉প্রশ্ন ৯
এলার্জি প্রতিরােধকারী শ্বেতরক্তকণিকাটি হল-( a ) বেসােফিল
( b ) ইওসিনােফিল
( c ) নিউট্রোফিল
( d ) মনােসাইট
উত্তর।।
এলার্জি প্রতিরােধকারী শ্বেতরক্তকণিকাটি হল ইওসিনােফিল ।
👉প্রশ্ন ১০
রক্তকণিকা ধ্বংস হয় —( a ) যকৃতে
( b ) প্লীহায়
( c ) যকৃত ও প্লীহায়
( d ) অস্থিমজ্জায়
উত্তর।।
রক্তকণিকা ধ্বংস হয় যকৃত ও প্লীহায়।

Comments
Post a Comment