নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জীবনবিজ্ঞান>>সংবহন
👉প্রশ্ন ১
সবচেয়ে বড়াে রক্তকণিকাটি হল —( a ) লিম্ফোসাইট
( b ) মনােসাইট
( c ) বেসােফিল
( d ) ইউসিনোফিল
উত্তর।।
সবচেয়ে বড়াে রক্তকণিকাটি হল মনােসাইট ।
👉প্রশ্ন ২
নিউট্রোফিল নামক WBC র বৈশিষ্ট্য হল —( a ) বৃক্কাকার নিউক্লিয়াস
( b ) 2 - 7 - টি লতিযুক্ত নিউক্লিয়াস
( c ) অশ্বক্ষুরাকার নিউক্লিয়াস
( d ) গােলাকার বৃহৎ নিউক্লিয়াস
উত্তর।।
নিউট্রোফিল নামক WBC - এর বৈশিষ্ট্য হল 2 - 7 টি লতিযুক্ত নিউক্লিয়াস ।
👉প্রশ্ন ৩
আরশােলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা —( a ) 12 - টি
( b ) 4 - টি
( c ) 13 - টি
( d ) 2 - টি
উত্তর।।
আরশােলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হল 13 - টি ।
👉প্রশ্ন ৪
আরশােলার রক্তকে বলে( a ) হিমােমিলােসিক তরল
( b ) হিমােসিল
( c ) হিমোলিম্ফ
( d ) হিমাল
উত্তর।।
আরশােলার রক্তকে বলা হয় হিমোলিম্ফ।
👉প্রশ্ন ৫
রক্তের একটি NPN পদার্থ হল-( a ) প্রােটিন
( b ) ইউরিয়া
( c ) বিলিরুবিন
( d ) বিলিভারডিন
উত্তর।।
রক্তের একটি NPN পদার্থ বলে ইউরিয়া ।
👉প্রশ্ন ৬
কোন রক্তবাহে কপাটিকা থাকে ?( a ) শিরা
( b ) ধমনি
( c ) জালক
( d ) লাসিকাবাহ
উত্তর।।
শিরায় কপাটিকা থাকে ।
👉প্রশ্ন ৭
রক্তে অণুচক্রিকার সংখ্যা কমে যাওয়ার জন্য কী রােগ হয় ?( a ) লিউকোমিয়া
( b ) লিউকোপিনিয়া
( c ) পারপিউরা
( d ) অ্যানিমিয়া
উত্তর।।
অণুচক্রিকার সংখ্যা কমে যাওয়ার জন্য পারপিউরা রােগ হয় । ।
👉প্রশ্ন ৮
প্লাজমাপ্রােটিনের উৎপত্তিস্থল হল-( a ) যকৃত
( b ) অস্থিমজ্জা
( c ) লসিকাগ্রন্থি
( d ) বৃক্ক
উত্তর।।
প্লাজমা প্রােটিনের উৎপত্তিস্থল যকৃত ।
👉প্রশ্ন ৯
এলার্জি প্রতিরােধকারী শ্বেতরক্তকণিকাটি হল-( a ) বেসােফিল
( b ) ইওসিনােফিল
( c ) নিউট্রোফিল
( d ) মনােসাইট
উত্তর।।
এলার্জি প্রতিরােধকারী শ্বেতরক্তকণিকাটি হল ইওসিনােফিল ।
👉প্রশ্ন ১০
রক্তকণিকা ধ্বংস হয় —( a ) যকৃতে
( b ) প্লীহায়
( c ) যকৃত ও প্লীহায়
( d ) অস্থিমজ্জায়
উত্তর।।
রক্তকণিকা ধ্বংস হয় যকৃত ও প্লীহায়।
Comments
Post a Comment