দশম শ্রেণী-ভৌতবিজ্ঞান-পরিবেশের জন্য ভাবনা-ভৌতবিজ্ঞান ও পরিবেশ-এক নম্বরের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তর ও গঠন Q. বায়ুমণ্ডল কাকে বলে? Α. পৃথিবী পৃষ্ঠকে আবৃত করে কয়েক হাজার কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অদৃশ্য গ্যাসীয় আবরণকে বায়ুমণ্ডল বলে. Q. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? Α. ৭৮.০৯%. Q. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? Α. ২০.৯৫%. Q. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের শতকরা ভাগ কত? Α. ০.৯৩%. Q. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত? Α. ০.০৩%. Q. বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে কটি স্তরে ভাগ করা যায়? Α. ছয়টি. Q. ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? Α. প্রায় ১৬-১৮ কিমি. Q. উচ্চতা বাড়লে ট্রপোস্ফিয়ারে বায়ুর চাপের কী পরিবর্তন হয়? Α. বায়ুর চাপ কমে যায়. Q. ট্রপোপজ কাকে বলে? Α. ট্রপোস্ফিয়ারের উপরের দিকের স্থির উষ্ণতার অঞ্চলকে (১০-১৬ কিমি) ট্রপোপজ বলে. Q. স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা কত? Α. ২০ থেকে ৪৫ কিমি পর্যন...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্নঃ ১
কোন ভারতীয় শাসক জাভা এবং সুমাত্রা অধিকার করেছিলেন?
(a) দন্তিদূর্গ
(b) রুদ্রদামন
(c) দ্বিতীয় পুলকেশী
(d) প্রথম রাজেন্দ্র চোল
উত্তরঃ D
প্রশ্নঃ ২
মালবিকাগ্নিমিত্রম কোন প্রাচীন ভারতীয় কবির অনন্য কীর্তি ?
(a) কমন্ডক
(b) কালিদাস
(c) পাণিনি
(d) বিশাখদত্ত
উত্তরঃ B
প্রশ্নঃ ৩
"মাধ্যমিকা সূত্র" এর রচয়িতা কে ?
(a) অশ্বঘোষ
(b) নাগার্জুন
(c) নাগসেন
(d) সোমেশ্বর
উত্তরঃ B
প্রশ্নঃ ৪
নিচের কোন স্থানে একটি বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয় ?
(a) হরপ্পা
(b) মহেঞ্জোদাড়ো
(c) কালিবঙ্গান
(d) লোথাল
উত্তরঃ B
প্রশ্নঃ ৫
সিন্ধু সভ্যতার যুগে কোন ধাতুর ব্যবহার ছিল না ?
(a) তামা
(b) ব্রোঞ্জ
(c) লোহা
(d) কোনটি নয়
উত্তরঃ C
প্রশ্নঃ ৬
কামসূত্র বইটি কার লেখা ?
(a) ভাস
(b) জয়দেব
(c) কালিদাস
(d) বাৎসায়ন
উত্তরঃ D
প্রশ্নঃ ৭
কোন বৌদ্ধ সন্ন্যাসী সম্রাট অশোকের ওপর বিশেষ প্রভাব বিস্তার করেন ?
(a) উপগুপ্ত
(b) নাগসেন
(c) অশ্বঘোষ
(d) সব্বকামী
উত্তরঃ A
প্রশ্নঃ ৮
গৌতম বুদ্ধের প্রথম ধর্মীয় বাণী প্রচারকে কি বলে অভিহিত করা হয় ?
(a) মহাভিনিষ্ক্রমণ
(b) মহাপরিনির্বাণ
(c) ধর্মচক্র প্রবর্তন
(d) নির্বাণ
উত্তরঃ C
প্রশ্নঃ ৯
দাক্ষিণাত্যের কোন শাসকের কাছে হর্ষবর্ধন পরাজিত হন ?
(a) প্রথম সাতকর্ণী
(b) প্রথম পুলকেশী
(c) দ্বিতীয় পুলকেশী
(d) রাজেন্দ্র চোল
উত্তরঃ C
প্রশ্নঃ ১০
কোন শাসকের শাসনকালে বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন ?
(a) বল্লালসেন
(b) লক্ষণসেন
(c) বিজয়সেন
(d) শশাঙ্ক
উত্তরঃ B

Comments
Post a Comment