প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্নঃ ১
কোন ভারতীয় শাসক জাভা এবং সুমাত্রা অধিকার করেছিলেন?
(a) দন্তিদূর্গ
(b) রুদ্রদামন
(c) দ্বিতীয় পুলকেশী
(d) প্রথম রাজেন্দ্র চোল
উত্তরঃ D
প্রশ্নঃ ২
মালবিকাগ্নিমিত্রম কোন প্রাচীন ভারতীয় কবির অনন্য কীর্তি ?
(a) কমন্ডক
(b) কালিদাস
(c) পাণিনি
(d) বিশাখদত্ত
উত্তরঃ B
প্রশ্নঃ ৩
"মাধ্যমিকা সূত্র" এর রচয়িতা কে ?
(a) অশ্বঘোষ
(b) নাগার্জুন
(c) নাগসেন
(d) সোমেশ্বর
উত্তরঃ B
প্রশ্নঃ ৪
নিচের কোন স্থানে একটি বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয় ?
(a) হরপ্পা
(b) মহেঞ্জোদাড়ো
(c) কালিবঙ্গান
(d) লোথাল
উত্তরঃ B
প্রশ্নঃ ৫
সিন্ধু সভ্যতার যুগে কোন ধাতুর ব্যবহার ছিল না ?
(a) তামা
(b) ব্রোঞ্জ
(c) লোহা
(d) কোনটি নয়
উত্তরঃ C
প্রশ্নঃ ৬
কামসূত্র বইটি কার লেখা ?
(a) ভাস
(b) জয়দেব
(c) কালিদাস
(d) বাৎসায়ন
উত্তরঃ D
প্রশ্নঃ ৭
কোন বৌদ্ধ সন্ন্যাসী সম্রাট অশোকের ওপর বিশেষ প্রভাব বিস্তার করেন ?
(a) উপগুপ্ত
(b) নাগসেন
(c) অশ্বঘোষ
(d) সব্বকামী
উত্তরঃ A
প্রশ্নঃ ৮
গৌতম বুদ্ধের প্রথম ধর্মীয় বাণী প্রচারকে কি বলে অভিহিত করা হয় ?
(a) মহাভিনিষ্ক্রমণ
(b) মহাপরিনির্বাণ
(c) ধর্মচক্র প্রবর্তন
(d) নির্বাণ
উত্তরঃ C
প্রশ্নঃ ৯
দাক্ষিণাত্যের কোন শাসকের কাছে হর্ষবর্ধন পরাজিত হন ?
(a) প্রথম সাতকর্ণী
(b) প্রথম পুলকেশী
(c) দ্বিতীয় পুলকেশী
(d) রাজেন্দ্র চোল
উত্তরঃ C
প্রশ্নঃ ১০
কোন শাসকের শাসনকালে বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন ?
(a) বল্লালসেন
(b) লক্ষণসেন
(c) বিজয়সেন
(d) শশাঙ্ক
উত্তরঃ B

Comments
Post a Comment