ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্নঃ ১
কোন ভারতীয় শাসক জাভা এবং সুমাত্রা অধিকার করেছিলেন?
(a) দন্তিদূর্গ
(b) রুদ্রদামন
(c) দ্বিতীয় পুলকেশী
(d) প্রথম রাজেন্দ্র চোল
উত্তরঃ D
প্রশ্নঃ ২
মালবিকাগ্নিমিত্রম কোন প্রাচীন ভারতীয় কবির অনন্য কীর্তি ?
(a) কমন্ডক
(b) কালিদাস
(c) পাণিনি
(d) বিশাখদত্ত
উত্তরঃ B
প্রশ্নঃ ৩
"মাধ্যমিকা সূত্র" এর রচয়িতা কে ?
(a) অশ্বঘোষ
(b) নাগার্জুন
(c) নাগসেন
(d) সোমেশ্বর
উত্তরঃ B
প্রশ্নঃ ৪
নিচের কোন স্থানে একটি বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয় ?
(a) হরপ্পা
(b) মহেঞ্জোদাড়ো
(c) কালিবঙ্গান
(d) লোথাল
উত্তরঃ B
প্রশ্নঃ ৫
সিন্ধু সভ্যতার যুগে কোন ধাতুর ব্যবহার ছিল না ?
(a) তামা
(b) ব্রোঞ্জ
(c) লোহা
(d) কোনটি নয়
উত্তরঃ C
প্রশ্নঃ ৬
কামসূত্র বইটি কার লেখা ?
(a) ভাস
(b) জয়দেব
(c) কালিদাস
(d) বাৎসায়ন
উত্তরঃ D
প্রশ্নঃ ৭
কোন বৌদ্ধ সন্ন্যাসী সম্রাট অশোকের ওপর বিশেষ প্রভাব বিস্তার করেন ?
(a) উপগুপ্ত
(b) নাগসেন
(c) অশ্বঘোষ
(d) সব্বকামী
উত্তরঃ A
প্রশ্নঃ ৮
গৌতম বুদ্ধের প্রথম ধর্মীয় বাণী প্রচারকে কি বলে অভিহিত করা হয় ?
(a) মহাভিনিষ্ক্রমণ
(b) মহাপরিনির্বাণ
(c) ধর্মচক্র প্রবর্তন
(d) নির্বাণ
উত্তরঃ C
প্রশ্নঃ ৯
দাক্ষিণাত্যের কোন শাসকের কাছে হর্ষবর্ধন পরাজিত হন ?
(a) প্রথম সাতকর্ণী
(b) প্রথম পুলকেশী
(c) দ্বিতীয় পুলকেশী
(d) রাজেন্দ্র চোল
উত্তরঃ C
প্রশ্নঃ ১০
কোন শাসকের শাসনকালে বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন ?
(a) বল্লালসেন
(b) লক্ষণসেন
(c) বিজয়সেন
(d) শশাঙ্ক
উত্তরঃ B

Comments
Post a Comment