দশম শ্রেণী - জীবনবিজ্ঞান - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান - 'সদৃশ জোড়' (Analogous Pair) 'সদৃশ জোড়' (Analogous Pair) বা প্রথম জোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি পূরণ : ১. জগদীশচন্দ্র বসু : ক্রেস্কোগ্রাফ :: উদ্ভিদের কাণ্ডের আলোকবৃত্তি : ❓ অক্সিন ২. তীব্র আলোক : ফটোন্যাস্টিক :: আলোক উৎসের গতিপথ : ❓ ফটোট্রপিক ৩. সিসমোন্যাস্টিক : লজ্জাবতী :: প্রকরণ চলন : ❓ বনচাঁড়াল ৪. অনুকূল জিওট্রপিক : উদ্ভিদের মূল :: প্রতিকূল জিওট্রপিক : ❓ সুন্দরী গাছের শ্বাসমূল ৫. সূর্যমুখী : ফটোন্যাস্টিক :: টিউলিপ : ❓ থার্মোন্যাস্টিক
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্নঃ ১
কোন ভারতীয় শাসক জাভা এবং সুমাত্রা অধিকার করেছিলেন?
(a) দন্তিদূর্গ
(b) রুদ্রদামন
(c) দ্বিতীয় পুলকেশী
(d) প্রথম রাজেন্দ্র চোল
উত্তরঃ D
প্রশ্নঃ ২
মালবিকাগ্নিমিত্রম কোন প্রাচীন ভারতীয় কবির অনন্য কীর্তি ?
(a) কমন্ডক
(b) কালিদাস
(c) পাণিনি
(d) বিশাখদত্ত
উত্তরঃ B
প্রশ্নঃ ৩
"মাধ্যমিকা সূত্র" এর রচয়িতা কে ?
(a) অশ্বঘোষ
(b) নাগার্জুন
(c) নাগসেন
(d) সোমেশ্বর
উত্তরঃ B
প্রশ্নঃ ৪
নিচের কোন স্থানে একটি বৃহৎ স্নানাগার আবিষ্কৃত হয় ?
(a) হরপ্পা
(b) মহেঞ্জোদাড়ো
(c) কালিবঙ্গান
(d) লোথাল
উত্তরঃ B
প্রশ্নঃ ৫
সিন্ধু সভ্যতার যুগে কোন ধাতুর ব্যবহার ছিল না ?
(a) তামা
(b) ব্রোঞ্জ
(c) লোহা
(d) কোনটি নয়
উত্তরঃ C
প্রশ্নঃ ৬
কামসূত্র বইটি কার লেখা ?
(a) ভাস
(b) জয়দেব
(c) কালিদাস
(d) বাৎসায়ন
উত্তরঃ D
প্রশ্নঃ ৭
কোন বৌদ্ধ সন্ন্যাসী সম্রাট অশোকের ওপর বিশেষ প্রভাব বিস্তার করেন ?
(a) উপগুপ্ত
(b) নাগসেন
(c) অশ্বঘোষ
(d) সব্বকামী
উত্তরঃ A
প্রশ্নঃ ৮
গৌতম বুদ্ধের প্রথম ধর্মীয় বাণী প্রচারকে কি বলে অভিহিত করা হয় ?
(a) মহাভিনিষ্ক্রমণ
(b) মহাপরিনির্বাণ
(c) ধর্মচক্র প্রবর্তন
(d) নির্বাণ
উত্তরঃ C
প্রশ্নঃ ৯
দাক্ষিণাত্যের কোন শাসকের কাছে হর্ষবর্ধন পরাজিত হন ?
(a) প্রথম সাতকর্ণী
(b) প্রথম পুলকেশী
(c) দ্বিতীয় পুলকেশী
(d) রাজেন্দ্র চোল
উত্তরঃ C
প্রশ্নঃ ১০
কোন শাসকের শাসনকালে বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন ?
(a) বল্লালসেন
(b) লক্ষণসেন
(c) বিজয়সেন
(d) শশাঙ্ক
উত্তরঃ B

Comments
Post a Comment