ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্নঃ ১
সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান উপাস্য দেবতা কে ছিলেন ?
(a) শিবানী
(b) পশুপতি
(c) বিষ্ণু
(d) বসুমতি
উত্তরঃ B
প্রশ্নঃ ২
সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে ঘোড়ার জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে ?
(a) সুরকোটাডা
(b) লোথাল
(c) ডিমাবাদ
(d) কালিবঙ্গান
উত্তরঃ A
প্রশ্নঃ ৩
নিম্নলিখিত শাসকগুলির মধ্যে কে নবরত্ন সভা গঠন করেছিলেন ?
(a) কনিস্ক
(b) চন্দ্রগুপ্ত মৌর্য
(c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(d) ষষ্ঠ বিক্রমাদিত্য
উত্তরঃ C
প্রশ্নঃ ৪
চন্দ্রগুপ্ত মৌর্য তার জীবনের শেষ দিনগুলি কোথায় অতিবাহিত করেন ?
(a) তক্ষশীলা
(b) শ্রবণ বেলগোলা
(c) নাসিক
(d) উজ্জয়িনী
উত্তরঃ B
প্রশ্নঃ ৫
কথাসরিৎসাগর কে রচনা করেন ?
(a) সোমেশ্বর
(b) পাণিনি
(c) ধোয়ী
(d) সোমদেব
উত্তরঃ D
প্রশ্নঃ ৬
সেন বংশের প্রতিষ্ঠাতা কে ?
(a) বল্লালসেন
(b) লক্ষণসেন
(c) সামন্তসেন
(d) হেমন্তসেন
উত্তরঃ C
প্রশ্নঃ ৭
পাণ্ড্য রাজবংশের রাজধানী ছিল -
(a) মগধ
(b) নাসিক
(c) কনৌজ
(d) মাদুরাই
উত্তরঃ D
প্রশ্নঃ ৮
মুঙ্গের শিলালিপিতে কোন শাসকদের বিবরণ পাওয়া যায় ?
(a) রামপাল
(b) দেবপাল
(c) ধর্মপাল
(d) গোপাল
উত্তরঃ B
প্রশ্নঃ ৯
প্রাচীন ভারতের ইতিহাসে কোন যুগকে সুবর্ণযুগ বলা হয় ?
(a) গুপ্তযুগ
(b) মৌর্যযুগ
(c) পালযুগ
(d) সেনযুগ
উত্তরঃ A
প্রশ্নঃ ১০
কোন শাসককে বিন্ধ্য অধিপতি নামে অভিহিত করা হয় ?
(a) প্রথম নরসিংহবর্মন
(b) গৌতমীপুত্র সাতকর্ণী
(c) অপরাজিত বর্মন
(d) দেববর্মন
উত্তরঃ B

Comments
Post a Comment