নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
WBCS সহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান
প্রশ্নঃ ১
সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান উপাস্য দেবতা কে ছিলেন ?
(a) শিবানী
(b) পশুপতি
(c) বিষ্ণু
(d) বসুমতি
উত্তরঃ B
প্রশ্নঃ ২
সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে ঘোড়ার জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে ?
(a) সুরকোটাডা
(b) লোথাল
(c) ডিমাবাদ
(d) কালিবঙ্গান
উত্তরঃ A
প্রশ্নঃ ৩
নিম্নলিখিত শাসকগুলির মধ্যে কে নবরত্ন সভা গঠন করেছিলেন ?
(a) কনিস্ক
(b) চন্দ্রগুপ্ত মৌর্য
(c) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(d) ষষ্ঠ বিক্রমাদিত্য
উত্তরঃ C
প্রশ্নঃ ৪
চন্দ্রগুপ্ত মৌর্য তার জীবনের শেষ দিনগুলি কোথায় অতিবাহিত করেন ?
(a) তক্ষশীলা
(b) শ্রবণ বেলগোলা
(c) নাসিক
(d) উজ্জয়িনী
উত্তরঃ B
প্রশ্নঃ ৫
কথাসরিৎসাগর কে রচনা করেন ?
(a) সোমেশ্বর
(b) পাণিনি
(c) ধোয়ী
(d) সোমদেব
উত্তরঃ D
প্রশ্নঃ ৬
সেন বংশের প্রতিষ্ঠাতা কে ?
(a) বল্লালসেন
(b) লক্ষণসেন
(c) সামন্তসেন
(d) হেমন্তসেন
উত্তরঃ C
প্রশ্নঃ ৭
পাণ্ড্য রাজবংশের রাজধানী ছিল -
(a) মগধ
(b) নাসিক
(c) কনৌজ
(d) মাদুরাই
উত্তরঃ D
প্রশ্নঃ ৮
মুঙ্গের শিলালিপিতে কোন শাসকদের বিবরণ পাওয়া যায় ?
(a) রামপাল
(b) দেবপাল
(c) ধর্মপাল
(d) গোপাল
উত্তরঃ B
প্রশ্নঃ ৯
প্রাচীন ভারতের ইতিহাসে কোন যুগকে সুবর্ণযুগ বলা হয় ?
(a) গুপ্তযুগ
(b) মৌর্যযুগ
(c) পালযুগ
(d) সেনযুগ
উত্তরঃ A
প্রশ্নঃ ১০
কোন শাসককে বিন্ধ্য অধিপতি নামে অভিহিত করা হয় ?
(a) প্রথম নরসিংহবর্মন
(b) গৌতমীপুত্র সাতকর্ণী
(c) অপরাজিত বর্মন
(d) দেববর্মন
উত্তরঃ B
Comments
Post a Comment